
অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালকে মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সাম্প্রতিক মহামারিতে কোভিড-১৯, কার্ডিওভাস্কুলার ও রেসপিরেটরি ডিজিজসহ অন্যান্য রোগের ক্ষেত্রেও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের চাহিদা ও প্রয়োজনীয়তার জায়গা থেকেই স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই উদ্যোগ।
হাসপাতাল ও রোগীদের চাহিদা পূরণে টিএমসি ও আরসিএইচকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৬০৮ লিটার। যা প্রায় ১৮০ জন রোগীর অক্সিজেন চাহিদা পূরণ করতে পারবে। গত বছর দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট অনুদানের ঘোষণা দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড। যার মধ্যে এটি দ্বিতীয় এবং পিএসএগুলো স্থাপন সম্পন্ন হয়ে গেলে প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা দাঁড়াবে প্রতি মিনিটে ১৭০০ লিটার। যা দৈনিক সর্বোচ্চ ৪০০ রোগীকে সেবা প্রদান করবে।
পিএসএ মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের উদ্বোধনকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং এনামুল হক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিটপী দাস চৌধুরী, টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম শাহীনুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নাসের এজাজ বিজয় বলেন, ‘কোভিড-১৯ এর কঠিন বাস্তবতা আমাদের সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে, বিশেষ করে ভবিষ্যতের সংকট মোকাবিলায় উন্নত স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। আর তাই আমরা টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালসহ দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। এগুলো স্থাপনের মাধ্যমে অগণিত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণ হবে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এর মাধ্যমে বিশেষ উপকৃত হবে বলে আমি মনে করি। এই প্ল্যান্টটি শুধু দৈনন্দিন চাহিদা মেটাতেই নয়, বরং ভবিষ্যতে কোভিড-এর মতো সংকট মোকাবিলা করতেও টিএমএস ও আরসিএইচকে সাহায্য করবে।’
টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে আরা বেগম বলেন, ‘আমাদের প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নে পাশে দাঁড়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আর তাদের অর্থায়নেই রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে (আরসিএইচ) অক্সিজেন জেনারেটর স্থাপন হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল পরিবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি কৃতজ্ঞ।’

অক্সিজেনের নির্ভরযোগ্য ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতে টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালকে মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সাম্প্রতিক মহামারিতে কোভিড-১৯, কার্ডিওভাস্কুলার ও রেসপিরেটরি ডিজিজসহ অন্যান্য রোগের ক্ষেত্রেও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের চাহিদা ও প্রয়োজনীয়তার জায়গা থেকেই স্ট্যান্ডার্ড চার্টার্ডের এই উদ্যোগ।
হাসপাতাল ও রোগীদের চাহিদা পূরণে টিএমসি ও আরসিএইচকে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহে সক্ষম একটি প্রেসার সুইং আবসর্পশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট অনুদান দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এই প্ল্যান্টের মোট ধারণক্ষমতা প্রতি মিনিটে ৬০৮ লিটার। যা প্রায় ১৮০ জন রোগীর অক্সিজেন চাহিদা পূরণ করতে পারবে। গত বছর দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট অনুদানের ঘোষণা দেয় স্ট্যান্ডার্ড চার্টার্ড। যার মধ্যে এটি দ্বিতীয় এবং পিএসএগুলো স্থাপন সম্পন্ন হয়ে গেলে প্ল্যান্টগুলোর মোট ধারণক্ষমতা দাঁড়াবে প্রতি মিনিটে ১৭০০ লিটার। যা দৈনিক সর্বোচ্চ ৪০০ রোগীকে সেবা প্রদান করবে।
পিএসএ মেডিকেল অক্সিজেন জেনারেশন প্ল্যান্টের উদ্বোধনকালে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ, করপোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং এনামুল হক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড ও মার্কেটিং বিটপী দাস চৌধুরী, টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে আরা বেগম, বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর এ এফ এম শাহীনুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নাসের এজাজ বিজয় বলেন, ‘কোভিড-১৯ এর কঠিন বাস্তবতা আমাদের সমাজ ব্যবস্থার ত্রুটিগুলো দেখিয়ে দিয়েছে, বিশেষ করে ভবিষ্যতের সংকট মোকাবিলায় উন্নত স্বাস্থ্য খাতের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। আর তাই আমরা টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালসহ দেশের ৩টি কমিউনিটি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করি। এগুলো স্থাপনের মাধ্যমে অগণিত রোগীদের অক্সিজেন চাহিদা পূরণ হবে, বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী এর মাধ্যমে বিশেষ উপকৃত হবে বলে আমি মনে করি। এই প্ল্যান্টটি শুধু দৈনন্দিন চাহিদা মেটাতেই নয়, বরং ভবিষ্যতে কোভিড-এর মতো সংকট মোকাবিলা করতেও টিএমএস ও আরসিএইচকে সাহায্য করবে।’
টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটালের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর অধ্যাপক ডা. হোসনে আরা বেগম বলেন, ‘আমাদের প্রয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অর্থনৈতিক এবং মানবিক উন্নয়নে পাশে দাঁড়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। আর তাদের অর্থায়নেই রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে (আরসিএইচ) অক্সিজেন জেনারেটর স্থাপন হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হসপিটাল পরিবার স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি কৃতজ্ঞ।’

পুঁজিবাজার নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মো. মনির হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব রাসেল। তাঁরা আগামী দুই বছর সংগঠনের নেতৃত্ব দেবেন।
৪ ঘণ্টা আগে
কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য আগের মতো এনবিআর থেকে পূর্বানুমোদন নিতে হবে না। ফলে আগের তুলনায় লাইসেন্সিং কর্তৃপক্ষ বর্তমানে আরও কম সময়ের মধ্যে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান করতে পারবে।
৮ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
৯ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১ দিন আগে