
গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) স্বাস্থ্যসেবা বিভাগ কেনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কনজিউমার প্রোডাক্ট জায়ান্ট ইউনিলিভার। এর আগে ইউনিলিভার এই অধিগ্রহণের জন্য ৫০ বিলিয়ন পাউন্ডের (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যান করেছে জিএসকে। তবে গতকাল সোমবার ইউনিলিভার বলেছে, কৌশলগতভাবে উপযুক্ত একটি চুক্তি তারা করতে চায়।
উল্লেখ্য, জিএসকের স্বাস্থ্য পণ্য ব্যবসার মধ্যে রয়েছে সেনসোডাইন টুথপেস্ট, প্যানাডল এবং সেন্ট্রাম ভিটামিনের মতো পণ্য। আর ইউনিলিভার মারমাইট, পিজি টিপস এবং ডোভ সাবানের মতো পণ্যের প্রস্তুতকারক। তারা টয়লেট্রিজ বা প্রসাধনীর পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে।
ইউনিলিভার বলছে, অধিগ্রহণটি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সম্মিলিত পোর্টফোলিওর জন্য বড় ধরনের সম্প্রসারণ প্ল্যাটফর্ম তৈরি করবে। অন্যান্য উদীয়মান বাজারেও সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্পষ্টত বিদ্যমান মুখের যত্নের পণ্যের সঙ্গে ভিটামিন সম্পূরক ব্যবসায় সমন্বয়ের দিকে ইঙ্গিত করছে ইউনিলিভার।
ইউনিলিভার প্রত্যাখ্যাত প্রস্তাবটি নিয়েই এগোবে কি না সেটি স্পষ্ট নয়। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ধিত প্রস্তাবের জন্য অতিরিক্ত অর্থায়নের বিষয়ে তারা এরই মধ্যে ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে।
এদিকে গতকাল সোমবার সকালে জিএসকের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। তার মানে বিনিয়োগকারীরা আরও বেশি অফার করার সম্ভাবনাই বেশি। যেখানে ইউনিলিভারের শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে।
ইউনিলিভার এরই মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচকে তৃতীয় বৃহত্তম কোম্পানি। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড। জিএসকের সঙ্গে চুক্তিতে উপনীত হতে পারলে এফটিএসই ১০০ এর পঞ্চম বৃহত্তম কোম্পানির একটি বড় বিভাগের মালিকানা তাদের হাতে চলে যাবে।
জিএসকে এখন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করছে। তবে তারা ব্যবসাটি ছেড়ে দিতে চায়। জিএসকে এখন ওষুধ এবং টিকা ব্যবসায় মনোনিবেশ করতে চায়।

গ্ল্যাক্সোস্মিথক্লাইনের (জিএসকে) স্বাস্থ্যসেবা বিভাগ কেনার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কনজিউমার প্রোডাক্ট জায়ান্ট ইউনিলিভার। এর আগে ইউনিলিভার এই অধিগ্রহণের জন্য ৫০ বিলিয়ন পাউন্ডের (৬৮ বিলিয়ন মার্কিন ডলার) একটি প্রস্তাব দিয়েছিল। তবে সেটি প্রত্যাখ্যান করেছে জিএসকে। তবে গতকাল সোমবার ইউনিলিভার বলেছে, কৌশলগতভাবে উপযুক্ত একটি চুক্তি তারা করতে চায়।
উল্লেখ্য, জিএসকের স্বাস্থ্য পণ্য ব্যবসার মধ্যে রয়েছে সেনসোডাইন টুথপেস্ট, প্যানাডল এবং সেন্ট্রাম ভিটামিনের মতো পণ্য। আর ইউনিলিভার মারমাইট, পিজি টিপস এবং ডোভ সাবানের মতো পণ্যের প্রস্তুতকারক। তারা টয়লেট্রিজ বা প্রসাধনীর পাশাপাশি স্বাস্থ্য খাতেও বড় ধরনের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করছে।
ইউনিলিভার বলছে, অধিগ্রহণটি যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সম্মিলিত পোর্টফোলিওর জন্য বড় ধরনের সম্প্রসারণ প্ল্যাটফর্ম তৈরি করবে। অন্যান্য উদীয়মান বাজারেও সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্পষ্টত বিদ্যমান মুখের যত্নের পণ্যের সঙ্গে ভিটামিন সম্পূরক ব্যবসায় সমন্বয়ের দিকে ইঙ্গিত করছে ইউনিলিভার।
ইউনিলিভার প্রত্যাখ্যাত প্রস্তাবটি নিয়েই এগোবে কি না সেটি স্পষ্ট নয়। তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে, বর্ধিত প্রস্তাবের জন্য অতিরিক্ত অর্থায়নের বিষয়ে তারা এরই মধ্যে ব্যাংকের সঙ্গে আলোচনা শুরু করেছে।
এদিকে গতকাল সোমবার সকালে জিএসকের শেয়ারের দাম প্রায় ৫ শতাংশ বেড়েছে। তার মানে বিনিয়োগকারীরা আরও বেশি অফার করার সম্ভাবনাই বেশি। যেখানে ইউনিলিভারের শেয়ারদর প্রায় ৭ শতাংশ কমেছে।
ইউনিলিভার এরই মধ্যে লন্ডনের এফটিএসই ১০০ সূচকে তৃতীয় বৃহত্তম কোম্পানি। কোম্পানিটির বাজারমূল্য প্রায় ১০০ বিলিয়ন পাউন্ড। জিএসকের সঙ্গে চুক্তিতে উপনীত হতে পারলে এফটিএসই ১০০ এর পঞ্চম বৃহত্তম কোম্পানির একটি বড় বিভাগের মালিকানা তাদের হাতে চলে যাবে।
জিএসকে এখন মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের সঙ্গে যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ব্যবসা পরিচালনা করছে। তবে তারা ব্যবসাটি ছেড়ে দিতে চায়। জিএসকে এখন ওষুধ এবং টিকা ব্যবসায় মনোনিবেশ করতে চায়।

নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
১ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৯ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৯ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৯ ঘণ্টা আগে