
আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমানোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম কয়েক মাসের মধ্যে দৃশমানভাবে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বায়িং হাউজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পেরেছে কি না বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না, জিনিসপত্রের দাম যে কমছে না। অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে, সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না। তবে দৃশ্যমান কমেছে কি না সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন।’
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সালেহউদ্দিন বলেন, ‘জিনিসপত্রের দাম কমাতে অলরেডি টাস্কফোর্স হচ্ছে। আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এগুলোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা–ও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়েও কাজ চলছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলেছি।’
সরকারের কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দৃশ্যমান অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের সমস্যা ছিল, সেসব ব্যাংক পুনর্গঠন করা হচ্ছে। তারল্যের যে সমস্যা ছিল, সেটা সমাধান করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। অন্যান্য সংস্কারের বিষয়েও আলোচনা হচ্ছে।
এদিকে একই দিন সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান গবেষণার আউটপুট (ফলাফল) কাজে না লাগলে উন্নয়ন অর্থবহ হবে না।’
চলমান উন্নয়নকাজে গতিশীলতা তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি।

আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমানোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জিনিসপত্রের দাম কয়েক মাসের মধ্যে দৃশমানভাবে কমে আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বায়িং হাউজের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে পেরেছে কি না বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘না, জিনিসপত্রের দাম যে কমছে না। অনেকগুলো কারণে দাম বেড়ে গেছে, সেটা চট করে টেনে নামিয়ে আনা যাবে না। তবে দৃশ্যমান কমেছে কি না সেটা কয়েক মাসের মধ্যে দেখতে পারবেন।’
অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ তুলে ধরে সালেহউদ্দিন বলেন, ‘জিনিসপত্রের দাম কমাতে অলরেডি টাস্কফোর্স হচ্ছে। আলু, পেঁয়াজ ও কীটনাশকের শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে। এগুলোর সুফল যাতে ভোক্তা পর্যায়ে পাওয়া যায়, তা–ও নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মাছ, মাংস, ডিমের বিষয়েও কাজ চলছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বলেছি।’
সরকারের কী কী পদক্ষেপ নিয়েছে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, দৃশ্যমান অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব ব্যাংকের সমস্যা ছিল, সেসব ব্যাংক পুনর্গঠন করা হচ্ছে। তারল্যের যে সমস্যা ছিল, সেটা সমাধান করা হয়েছে। পাচার হওয়া অর্থ ফেরত আনতে একটি টাস্কফোর্স গঠন করা হচ্ছে। অন্যান্য সংস্কারের বিষয়েও আলোচনা হচ্ছে।
এদিকে একই দিন সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মন্ত্রণালয়ের দপ্তর ও সংস্থা প্রধানদের উদ্দেশে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, ‘দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান গবেষণার আউটপুট (ফলাফল) কাজে না লাগলে উন্নয়ন অর্থবহ হবে না।’
চলমান উন্নয়নকাজে গতিশীলতা তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি।

সরকারিভাবে দাম বাড়ানোর পরও রাজধানীসহ দেশে বেসরকারি খাতের এলপিজি বাজারে নৈরাজ্য বন্ধ হয়নি। সরকার-নির্ধারিত দামের চেয়ে ৫০০-৭০০ টাকা বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে গ্রাহকদের। বরং দাম বাড়ানোর পর সরবরাহব্যবস্থার সংকট আরও বেড়েছে। অনেকেই দোকানে গিয়ে গ্যাস পাচ্ছেন না।
৩ ঘণ্টা আগে
পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে লাভজনক রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান (এসওই) ও সরকারি অংশীদারিত্ব থাকা বহুজাতিক কোম্পানিগুলোর (এমএনসি) শেয়ার পুঁজিবাজারে আনার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে বাজারে আনা
৭ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষ মাস ডিসেম্বরে দেশের সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে সম্প্রসারণের গতি আগের মাস নভেম্বরের তুলনায় সামান্য বেড়েছে। যদিও এই গতি খুব শক্তিশালী নয়, তবু রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায়িক চাপের মধ্যেও অর্থনীতি যে এখনো সম্প্রসারণের ধারায় রয়েছে, তা সাম্প্রতিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই)
৯ ঘণ্টা আগে
লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং সরকারের শেয়ার থাকা বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে ১০টি কোম্পানিকে পুঁজিবাজারে আনার পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
১০ ঘণ্টা আগে