জয়নাল আবেদীন খান, ঢাকা

সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
২ ঘণ্টা আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম ভরিতে প্রায় এক হাজার টাকা কমেছে। সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। দাম কমার ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৭ টাকা।
৫ ঘণ্টা আগে
রেগুলেটরি অথরিটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রতিনিধিদের উপস্থিতিতে গত ১৭ ডিসেম্বর জনতা ব্যাংক পিএলসির সম্মানিত ডিরেক্টরদের সঙ্গে ‘অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন এএমএল অ্যান্ড সিএফটি ফর দ্য বোর্ড অব ডিরেক্টরস’ শীর্ষক একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ঘণ্টা আগে