জয়নাল আবেদীন খান, ঢাকা

সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

সরকার পরিচালিত অগ্রণী ব্যাংক পিএলসিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মূলত গ্রাহকের সম্পত্তি ক্রোক করার পর সেই সম্পদ নির্ধারিত সময়ে বিক্রি করে ঋণ সমন্বয় না করার দায়ে এই জরিমানা করা হয়েছে।
অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ সেই জরিমানা মওকুফের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আপিল করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বোর্ড অগ্রণী ব্যাংকের জরিমানার আপিল নাকচ করেছে। যার ফলে আজ বুধবার জরিমানা আদায়ে অগ্রণী ব্যাংককে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।
খোঁজ নিয়ে জানা গেছে, অগ্রণী ব্যাংক আদালতের নির্দেশে কয়েকজন গ্রাহকের বিভিন্ন দাগে অস্থাবর সম্পত্তি, বাড়ি ও জমি ক্রোক করলেও তা বিক্রি করে ঋণ সমন্বয় করেনি। এর মধ্যে নির্ধারিত সময়ও পার হয়েছে। এই বিষয়গুলো অগ্রণী ব্যাংকের নন-ব্যাংকিং কার্যক্রম হিসেবে বিবেচিত। তাই এভাবে অর্জিত সম্পদ কাজে না লাগানোর দায় কোনোভাবে এড়াতে পারে না অগ্রণী ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইনের ১০-এর ১ ধারার ৭ নম্বরে বলা হয়েছে, ‘যাহা কিছুই থাকুক না কেন, নিজস্ব ব্যবহারের জন্য প্রয়োজনীয় নয় এমন কোনো স্থাবর সম্পত্তি, উহা যেভাবেই অর্জিত হইয়া থাকুক না কেন, কোনো ব্যাংক-কোম্পানি, উহা অর্জনের তারিখ হইতে সাত বৎসর বা এই আইন প্রবর্তনের তারিখ হইতে সাত বৎসর, যাহা পরে শেষ হয়, এর অধিক সময়সীমা অতিক্রান্ত হইবার পর স্বীয় অধিকারে রাখিবে না।’
এ বিষয়ে জানতে চাইলে অগ্রণী ব্যাংকের মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের জরিমানার বিষয়ে আপিল করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডে তা খারিজ হয়েছে। জরিমানা আইন অনুযায়ী পরিশোধ করা হবে।’

বাংলাদেশে ভোটের দিন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়ার আগে অর্থনীতিকে তুলনামূলক স্থিতিশীল অবস্থানে রেখে যাচ্ছেন—এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক মূল্যায়নে।
১ ঘণ্টা আগে
স্বতন্ত্র ধারার কবি, উত্তর-ঔপনিবেশিক তাত্ত্বিক ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান গত শনিবার (১০ জানুয়ারি) বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। ‘ফয়েজ আলম: তার সৃষ্টিশীল পথরেখা’ শিরোনামে অনুষ্ঠিত ওই শুভেচ্ছা জ্ঞাপন ও আলোচনা সভায় অতিথি হিসেবে
১ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছর মেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
৪ ঘণ্টা আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
৪ ঘণ্টা আগে