
ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন।
বর্তমানে আয়করের ক্ষেত্রে ভারতের দু’টি কাঠামো চালু রয়েছে। একটি পুরোনো এবং অপরটি নতুন। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার রুপি থেকে বাড়িয়ে ৭৫ হাজার রুপি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই কাঠামো অনুযায়ী, বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হয় না কোনো কর। বছরে আয়ের পরিমাণ ৩ থেকে ৭ লাখ রুপি হলে কর ধার্য হয় ৫ শতাংশ।
এ ছাড়া অন্যান্য খাতে যেসব ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা:
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে ৬.২১ লাখ কোটি রুপি করা হয়েছে, যা গত বছরের ৫.৯৪ লাখ কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মূলধনী ব্যয়ের জন্য ১.৭২ লাখ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা দেশের অভ্যন্তরে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণে ব্যয় হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরও গতি দেবে।
পরিকাঠামো উন্নয়ন
বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে, যা আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। এ ছাড়া, শহর পুনর্নির্মাণের জন্য ১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। রেল খাতে, ৪০ হাজার সাধারণ ট্রেনের কামরাকে হাই স্পিড বন্দে ভারত কামরায় রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে এবং তিনটি বড় রেল করিডর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে উদ্যোগ:
ক্যানসারসহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষা ও গবেষণা
বাজেটে আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া, মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়াবে।
রাজস্ব ঘাটতি ও আয়কর
২০২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ হবে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে, যা করদাতাদের জন্য সুরাহা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা
বাজেটে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ১ লাখ রুপি ঘোষণা করা হয়েছে, যা তাদের কর সাশ্রয়ে সহায়ক হবে।
এই বাজেটের মাধ্যমে সরকার দেশের প্রতিরক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও প্রবীণ নাগরিকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ছাড়া, রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ ও আয়কর ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ শনিবার সংসদে ২০২৫–২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। এই বাজেটে বিভিন্ন খাতে উল্লেখযোগ্য বরাদ্দ ও নীতিগত পরিবর্তন ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের উল্লেখ্যযোগ্য একটি অংশ হলো আয়কর বিল। আগামী সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল। বাজেট বক্তৃতায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, আয়করের নতুন আইন তৈরি হলে করদাতারা যথেষ্ট সুরাহা পাবেন।
বর্তমানে আয়করের ক্ষেত্রে ভারতের দু’টি কাঠামো চালু রয়েছে। একটি পুরোনো এবং অপরটি নতুন। গত বছরের পূর্ণাঙ্গ বাজেটে নতুন কর কাঠামোর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ৫০ হাজার রুপি থেকে বাড়িয়ে ৭৫ হাজার রুপি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা। এই কাঠামো অনুযায়ী, বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হয় না কোনো কর। বছরে আয়ের পরিমাণ ৩ থেকে ৭ লাখ রুপি হলে কর ধার্য হয় ৫ শতাংশ।
এ ছাড়া অন্যান্য খাতে যেসব ঘোষণা দিলেন অর্থমন্ত্রী নির্মলা:
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
প্রতিরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়ে ৬.২১ লাখ কোটি রুপি করা হয়েছে, যা গত বছরের ৫.৯৪ লাখ কোটি রুপি থেকে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে মূলধনী ব্যয়ের জন্য ১.৭২ লাখ কোটি রুপি নির্ধারণ করা হয়েছে, যা দেশের অভ্যন্তরে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম নির্মাণে ব্যয় হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই বরাদ্দ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা ও ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে আরও গতি দেবে।
পরিকাঠামো উন্নয়ন
বাজেটে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশে নতুন ১২০টি বিমানবন্দর তৈরির ঘোষণা করা হয়েছে, যা আকাশপথে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। এ ছাড়া, শহর পুনর্নির্মাণের জন্য ১ লাখ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। রেল খাতে, ৪০ হাজার সাধারণ ট্রেনের কামরাকে হাই স্পিড বন্দে ভারত কামরায় রূপান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে এবং তিনটি বড় রেল করিডর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে।
স্বাস্থ্য খাতে উদ্যোগ:
ক্যানসারসহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া, ৬টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষা ও গবেষণা
বাজেটে আইআইটির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রযুক্তি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়া, মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যা চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়াবে।
রাজস্ব ঘাটতি ও আয়কর
২০২৫ অর্থবছরে রাজস্ব ঘাটতি ৪.৮ শতাংশ হবে বলে জানানো হয়েছে। আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল পেশ করা হবে, যা করদাতাদের জন্য সুরাহা বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিমা খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা বাড়িয়ে ১০০ শতাংশ করা হবে বলেও ঘোষণা করা হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য সুবিধা
বাজেটে ষাটোর্ধ্ব প্রবীণ নাগরিকদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ ১ লাখ রুপি ঘোষণা করা হয়েছে, যা তাদের কর সাশ্রয়ে সহায়ক হবে।
এই বাজেটের মাধ্যমে সরকার দেশের প্রতিরক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা ও প্রবীণ নাগরিকদের কল্যাণে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ ছাড়া, রাজস্ব ঘাটতি নিয়ন্ত্রণ ও আয়কর ব্যবস্থার সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৪ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৪ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৪ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৮ ঘণ্টা আগে