নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উৎপাদন সংকটে পড়েছে ব্রাজিলের চিনি শিল্প। দেশটিতে চিনি উৎপাদনের পরিমাণ কমেছে। চলতি নভেম্বর মাসের প্রথমার্ধে দক্ষিণ ব্রাজিলের কেন্দ্রে অবস্থিত কারখানাগুলো ৬ লাখ ২৬ হাজার টন চিনি উৎপাদন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে উৎপাদন ৪৯ দশমিক ৭ শতাংশ কমেছে। সম্প্রতি তথ্য সেবাদাতা শিল্প সংস্থা ইউনিকা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে গত বছরের তুলনায় ব্রাজিলে চিনি উৎপাদন কমলেও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে ব্রাজিলে ৪ লাখ ৫৭ হাজার ৬০০ টন চিনি উৎপাদনের প্রত্যাশা করেছিলেন বাজার বিশ্লেষকরা।
ইউনিকার তথ্য আরও বলছে, নভেম্বরের প্রথমার্ধে ব্রাজিলে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টন আখ মাড়াই করা হয়। গত বছরের তুলনায় দেশটিতে আখ মাড়াইয়ের পরিমাণ কমেছে ৩৮ দশমিক ৪ শতাংশ। তবে প্রত্যাশার তুলনায় এটি ৯৪ লাখ টন বেশি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে দক্ষিণ ব্রাজিলের কেন্দ্রে ৭৪ কোটি ১০ লিটার ইথানল উৎপাদন হয়। যা গত বছর একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ৯ শতাংশ কম। তবে এটি প্রত্যাশিত ৫৯ কোটি ৯২ লাখ লিটারের চেয়ে অনেক বেশি। ইথানল উৎপাদনে বরাদ্দকৃত আখের পরিমাণ বেড়ে ৬০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।
ইউনিকার প্রযুক্তিগত পরিচালক আন্তোনিও দে পাদুয়া রর্দিগেজ বলেন, কারখানাগুলো অ্যানহাইড্রাস ইথানল উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে আখ মাড়াই কমলেও এটি থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ১৫ শতাংশ বেড়েছে দেশটিতে।
উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদক ও রপ্তানিকারক দেশ।

উৎপাদন সংকটে পড়েছে ব্রাজিলের চিনি শিল্প। দেশটিতে চিনি উৎপাদনের পরিমাণ কমেছে। চলতি নভেম্বর মাসের প্রথমার্ধে দক্ষিণ ব্রাজিলের কেন্দ্রে অবস্থিত কারখানাগুলো ৬ লাখ ২৬ হাজার টন চিনি উৎপাদন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে উৎপাদন ৪৯ দশমিক ৭ শতাংশ কমেছে। সম্প্রতি তথ্য সেবাদাতা শিল্প সংস্থা ইউনিকা এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তবে গত বছরের তুলনায় ব্রাজিলে চিনি উৎপাদন কমলেও প্রত্যাশার চেয়ে বেশি হয়েছে। এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস জানিয়েছে, নভেম্বরের প্রথমার্ধে ব্রাজিলে ৪ লাখ ৫৭ হাজার ৬০০ টন চিনি উৎপাদনের প্রত্যাশা করেছিলেন বাজার বিশ্লেষকরা।
ইউনিকার তথ্য আরও বলছে, নভেম্বরের প্রথমার্ধে ব্রাজিলে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টন আখ মাড়াই করা হয়। গত বছরের তুলনায় দেশটিতে আখ মাড়াইয়ের পরিমাণ কমেছে ৩৮ দশমিক ৪ শতাংশ। তবে প্রত্যাশার তুলনায় এটি ৯৪ লাখ টন বেশি।
সংস্থাটির তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথমার্ধে দক্ষিণ ব্রাজিলের কেন্দ্রে ৭৪ কোটি ১০ লিটার ইথানল উৎপাদন হয়। যা গত বছর একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ৯ শতাংশ কম। তবে এটি প্রত্যাশিত ৫৯ কোটি ৯২ লাখ লিটারের চেয়ে অনেক বেশি। ইথানল উৎপাদনে বরাদ্দকৃত আখের পরিমাণ বেড়ে ৬০ দশমিক ৮ শতাংশে উন্নীত হয়েছে।
ইউনিকার প্রযুক্তিগত পরিচালক আন্তোনিও দে পাদুয়া রর্দিগেজ বলেন, কারখানাগুলো অ্যানহাইড্রাস ইথানল উৎপাদনকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে আখ মাড়াই কমলেও এটি থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ১৫ শতাংশ বেড়েছে দেশটিতে।
উল্লেখ্য, ব্রাজিল বিশ্বের অন্যতম প্রধান চিনি উৎপাদক ও রপ্তানিকারক দেশ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে পরিচালনা পর্ষদ।
১ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই পাওয়া গেল দারুণ এক স্বস্তির খবর। সদ্য বিদায়ী বছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩২ দশমিক ৮২ বিলিয়ন ডলার; যা আগের বছরের (২০২৪ সাল) তুলনায় প্রায় ৬ বিলিয়ন ডলার বা ২২ দশমিক ১০ শতাংশ বেশি।
১৪ ঘণ্টা আগে
নতুন বছর শুরু হতেই ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে দেশের পুঁজিবাজার। ২০২৬ সালের প্রথম কার্যদিবসে গতকাল বৃহস্পতিবার উভয় স্টক এক্সচেঞ্জেই লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ফলে সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে।
১৪ ঘণ্টা আগে
রাজধানীর মুগদাপাড়ার গৃহিণী মাহবুবা আলম সাথীর বাসায় তিতাসের গ্যাস লাইন আছে। কিন্তু প্রায়ই রান্নার সময় গ্যাস না থাকায় তাঁকে প্রতি মাসেই ১২ কেজি এলপি গ্যাসের একটি সিলিন্ডার কিনতে হয়। তবে বিইআরসির নির্ধারণ করা দামে কখনোই কিনতে পারেন না।
১৫ ঘণ্টা আগে