নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ চান প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনসহ ৫টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের জন্য গত সপ্তাহের বুধবার থেকে কলম বিরতি শুরু করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৷
অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বৈঠক সন্তোষজনক বলা হলেও এনবিআর কর্মকর্তারা দাবি করেন, বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে আজ বুধবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ৪ দাবিসহ ৫টি কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে এনবিআরের অতিরিক্ত কমিশনার (কর) হাসিনা আক্তার বলেন, ‘আমরা কিছু কথা বলার সুযোগ চেয়েছিলাম। কিন্তু আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তার পরও, পরে গণমাধ্যমে সভাটি ফলপ্রসূ ছিল বলে মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য ও মন্তব্য উল্লেখ করা হয়।’
উপ কমিশনার (কাস্টমস) শাহাদাত জামিল বলেন, ‘একটি বিষয় শুরু থেকেই আমাদের নিকট প্রতীয়মান হয়েছে যে, আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মহোদয় সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন, যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে।’
শাহাদাত জামিল আরও বলেন, ‘এমতাবস্থায়, আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে—১. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; ২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; ৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; এবং ৪. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।’
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি জানিয়ে উপ কমিশনার শাহাদাত জামিল বলেন, ‘১. আজ প্রেস ব্রিফিংয়ের পর থেকে এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে; ২. আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে; ৩. আগামীকাল এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে; ৪. আগামী শনিবার এবং রবিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে; ৫. আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।’
এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ চান প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত অসহযোগ আন্দোলনসহ ৫টি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের জন্য গত সপ্তাহের বুধবার থেকে কলম বিরতি শুরু করে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ৷
অর্থ উপদেষ্টার পক্ষ থেকে বৈঠক সন্তোষজনক বলা হলেও এনবিআর কর্মকর্তারা দাবি করেন, বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে আজ বুধবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষে ৪ দাবিসহ ৫টি কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে এনবিআরের অতিরিক্ত কমিশনার (কর) হাসিনা আক্তার বলেন, ‘আমরা কিছু কথা বলার সুযোগ চেয়েছিলাম। কিন্তু আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তার পরও, পরে গণমাধ্যমে সভাটি ফলপ্রসূ ছিল বলে মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য ও মন্তব্য উল্লেখ করা হয়।’
উপ কমিশনার (কাস্টমস) শাহাদাত জামিল বলেন, ‘একটি বিষয় শুরু থেকেই আমাদের নিকট প্রতীয়মান হয়েছে যে, আমাদের এই নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান মহোদয় সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন, যা পরিস্থিতিকে আজকের অবস্থানে উপনীত করেছে।’
শাহাদাত জামিল আরও বলেন, ‘এমতাবস্থায়, আমাদের বর্তমান দাবিগুলো হচ্ছে—১. জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে; ২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে; ৩. রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে; এবং ৪. জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।’
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি জানিয়ে উপ কমিশনার শাহাদাত জামিল বলেন, ‘১. আজ প্রেস ব্রিফিংয়ের পর থেকে এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে; ২. আগামীকাল বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিগুলোর বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে; ৩. আগামীকাল এনবিআর এবং ঢাকা ও ঢাকার বাইরে স্ব-স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে; ৪. আগামী শনিবার এবং রবিবার কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতো সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে; ৫. আগামী সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।’
এনবিআর কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের সম্মিলিত প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৩ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে