Ajker Patrika

১৫ বছর পর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ বছর পর হোসিয়ারি অ্যাসোসিয়েশনের নির্বাচন

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এত দিন ধরে ওসমান পরিবার জোর করে এই সংগঠনটি দখল করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে পেরে উচ্ছ্বসিত ভোটাররা।

নির্বাচনে ১৮টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

অ্যাসোসিয়েট গ্রুপ থেকে সাইফুল ইসলাম হিরু ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন ৭১৯, নাছির শেখ ৭০২, আবদুস সোবহান তালুকদার ৫৭৫, নাছিম আহমেদ ৪৯৮ ও বিল্লাল হোসেন ৪৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জেনারেল গ্রুপে বদিউজ্জামান বদু ৮৯৩ ভোট, আবদুল হাই ৮২৭, মিজানুর রহমান ৮০৫, পারভেজ মল্লিক ৭৮৭, আবদুস সবুর খান ৭৮৩, শাহীন হোসেন ৭৫১, আতাউর রহমান ৭২৭, মনির হোসেন ৭২০, দুলাল মল্লিক ৬৯০, ফতেহ মোহাম্মদ রেজা ৬৭০, মাসুদুর রহমান ৬০৫ ও বৈদ্যনাথ পোদ্দার ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক, বাংলাদেশ প্রশ্নে যা বললেন ট্রাম্প

হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত ও বরকত

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লড়াই

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত