
অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার কারণে খাবারসহ বিভিন্ন সংকট থেকে পরিত্রাণ পাওয়া গেছে বলেও তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এখন খাবার নিয়ে টানাপোড়েন নেই, প্রচুর খাদ্য রয়েছে।’ যদিও ভারত থেকে খাদ্যদ্রব্য না আসায় মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করেছেন তিনি।
আজ রোববার সর্বজনীন পেনশনের টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী এমন সময়ে অর্থনীতি ভালো থাকার আত্মতৃপ্তি প্রকাশ করলেন, যখন নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নাকাল সাধারণ মানুষ। আয় না বাড়লেও লাগামহীন মূল্যস্ফীতির চাপ গত প্রায় দুই বছর ধরে সাধারণ মানুষকে ভোগাচ্ছে। সরকারি হিসাবেই মূল্যস্ফীতির পারদ প্রায় দুই অঙ্কের কাছাকাছি।
অর্থমন্ত্রী পেনশন স্কিমের তহবিলের উদ্বোধন করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, ‘কোভিড আমাদের জন্য খুবই সমস্যা ছিল। এরপর একের পর এক চলতেই আছে। আমরাও আনফরচুনেটলি এ থেকে ছাড়া পাইনি। কিন্তু সরকারের হাতে যেসব জায়গা আছে সেগুলো ব্যবহার করছে। এখানে কয়েকটি প্রশ্ন আসবে। এগুলো কিন্তু ঠিক না।’
অর্থমন্ত্রী বলেন, ‘শেরাটন হোটেলে একদিন যখন বক্তব্য রাখছিলাম, সেখানে জোর করে আমাকে বলা হচ্ছিল আপনি (সুদ হার) নয়–ছয় করতে পারবেন না। যা যা বলার তা বলেছিল। আপনারা ভালো করে নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন, নয়–ছয় যদি না থাকত তাহলে আজ আমাদের ব্যাংকিং খাত খুঁজে পেতেন না। দেশের মানুষকে, মানুষের খাবার–দাবারের কিছু ব্যবস্থা থাকত না।’
জিনিসপত্রের অস্বাভাবিক দাম নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগে ভারত থেকে অনেক খাদ্যদ্রব্য আসত। এখন খাদ্যদ্রব্য আসে না, কোনো ডিমও আসে না, কোনো কিছু আসে না। আগে তারা দিতে পারত, এখন দিতে পারে না। এই যদি অবস্থা হয়, আমাদের ব্যবস্থা করতে হবে। এটা কিছুদিন সহ্য করতে হবে। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছি।’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যে তারিখে বলা আছে আইএমএফ সেই তারিখেই পেমেন্ট করবে, না পাওয়ার কোনো কারণ নেই।’

অন্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো অবস্থানে আছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করার কারণে খাবারসহ বিভিন্ন সংকট থেকে পরিত্রাণ পাওয়া গেছে বলেও তিনি মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, ‘দেশে এখন খাবার নিয়ে টানাপোড়েন নেই, প্রচুর খাদ্য রয়েছে।’ যদিও ভারত থেকে খাদ্যদ্রব্য না আসায় মূল্যস্ফীতি বেড়েছে বলে স্বীকার করেছেন তিনি।
আজ রোববার সর্বজনীন পেনশনের টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
মন্ত্রী এমন সময়ে অর্থনীতি ভালো থাকার আত্মতৃপ্তি প্রকাশ করলেন, যখন নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নাকাল সাধারণ মানুষ। আয় না বাড়লেও লাগামহীন মূল্যস্ফীতির চাপ গত প্রায় দুই বছর ধরে সাধারণ মানুষকে ভোগাচ্ছে। সরকারি হিসাবেই মূল্যস্ফীতির পারদ প্রায় দুই অঙ্কের কাছাকাছি।
অর্থমন্ত্রী পেনশন স্কিমের তহবিলের উদ্বোধন করার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, ‘কোভিড আমাদের জন্য খুবই সমস্যা ছিল। এরপর একের পর এক চলতেই আছে। আমরাও আনফরচুনেটলি এ থেকে ছাড়া পাইনি। কিন্তু সরকারের হাতে যেসব জায়গা আছে সেগুলো ব্যবহার করছে। এখানে কয়েকটি প্রশ্ন আসবে। এগুলো কিন্তু ঠিক না।’
অর্থমন্ত্রী বলেন, ‘শেরাটন হোটেলে একদিন যখন বক্তব্য রাখছিলাম, সেখানে জোর করে আমাকে বলা হচ্ছিল আপনি (সুদ হার) নয়–ছয় করতে পারবেন না। যা যা বলার তা বলেছিল। আপনারা ভালো করে নিজেরা নিজের বিবেককে প্রশ্ন করেন, নয়–ছয় যদি না থাকত তাহলে আজ আমাদের ব্যাংকিং খাত খুঁজে পেতেন না। দেশের মানুষকে, মানুষের খাবার–দাবারের কিছু ব্যবস্থা থাকত না।’
জিনিসপত্রের অস্বাভাবিক দাম নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আগে ভারত থেকে অনেক খাদ্যদ্রব্য আসত। এখন খাদ্যদ্রব্য আসে না, কোনো ডিমও আসে না, কোনো কিছু আসে না। আগে তারা দিতে পারত, এখন দিতে পারে না। এই যদি অবস্থা হয়, আমাদের ব্যবস্থা করতে হবে। এটা কিছুদিন সহ্য করতে হবে। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছি।’
আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ পাওয়া নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘যে তারিখে বলা আছে আইএমএফ সেই তারিখেই পেমেন্ট করবে, না পাওয়ার কোনো কারণ নেই।’

এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
১ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৭ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৭ ঘণ্টা আগে