নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো—দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এ নির্দেশনা কার্যকর হলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ রপ্তানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এসব নির্দেশনা জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রপ্তানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়াল ৪৩ টি। জারি করা নির্দেশনাগুলোতে এসব ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব প্রণোদনা নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।
অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
আর সব ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী রপ্তানি প্রণোদনা দেওয়া হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়।
এ ছাড়া রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি বা ডকুমেন্টারি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ অর্থ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো—দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এ নির্দেশনা কার্যকর হলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক চারটি নির্দেশনা জারি করা হয়েছে। এ ছাড়া বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে সংশ্লিষ্ট অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ রপ্তানি প্রণোদনা পরিশোধের বিষয়েও পৃথক আরেকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন এসব নির্দেশনা জারির ফলে বিশেষায়িত অঞ্চলসহ রপ্তানিতে প্রণোদনা সহায়তাযোগ্য খাতের সংখ্যা দাঁড়াল ৪৩ টি। জারি করা নির্দেশনাগুলোতে এসব ক্ষেত্রে স্থানীয় মূল্য সংযোজনের হার ৩০ শতাংশের বেশি হতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, সরকার দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে দেশে উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সুবিধা ২০২১-২২ অর্থবছরে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব প্রণোদনা নিজস্ব কারখানায় উৎপাদিত সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে নিট এফওবি (ফ্রি অন বোর্ড) মূল্যের ওপর ৪ শতাংশ হারে উৎপাদনকারী-রপ্তানিকারক প্রণোদনা প্রাপ্য হবে।
অপরদিকে চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট রপ্তানির ক্ষেত্রে রপ্তানি প্রণোদনা ও ডিউটি ড্র-ব্যাক বা শুল্ক বন্ড সুবিধা এক সঙ্গে পাবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে।
আর সব ক্ষেত্রে রপ্তানিকৃত পণ্যের হ্যান্ডেলিং, মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ব্যয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিবহন এবং ফ্রেইট চার্জ পরিশোধজনিত ব্যয়ের বিপরীতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধি অনুযায়ী রপ্তানি প্রণোদনা দেওয়া হবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়।
এ ছাড়া রপ্তানি ঋণপত্র বা চুক্তিপত্রের আওতায় রপ্তানি পরবর্তী পর্যায়ে প্রণীত দলিলাদি বা ডকুমেন্টারি সংগ্রহের মাধ্যমে প্রত্যাবসিত রপ্তানি আয়ের বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় রপ্তানিকারকরা রপ্তানি প্রণোদনার জন্য ফরম-ক অনুসারে আবেদনপত্র দাখিল করতে পারবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার তেল শিল্পে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের জন্য মার্কিন তেল কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের কাছ থেকে এ বিষয়ে খুব একটা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
৫ মিনিট আগে
ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১৮ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১ দিন আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
১ দিন আগে