নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেসরকারি খাতের হোটেলগুলো যেখানে বিপুল মুনাফা করছে, সেখানে নিয়মিত লোকসান গুনছে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিডি সার্ভিসেস লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থবছরটিতে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ রয়েছে। এই শোচনীয় দুরবস্থার কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
হোটেল ব্যবসায় মুনাফার পরিবর্তে ধারাবাহিকভাবে লোকসানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ রকমটা (লোকসান) হয়েছে সরকারি মালিকানার কারণে। অব্যবস্থাপনার কারণেই এই লোকসান। অন্য হোটেলগুলো তো ভালো ব্যবসা করছে, মুনাফা করছে, লভ্যাংশ দিচ্ছে। এটিকে বেসরকারি খাতে ছেড়ে দিলেই মুনাফা করতে সক্ষম হবে।
এসব বিষয়ে কথা বলতে কোম্পানি সচিব নাজমুস সাদাত সেলিমের মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। সংযোগ পাওয়া যায়নি টেলিফোনেও।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা।

বেসরকারি খাতের হোটেলগুলো যেখানে বিপুল মুনাফা করছে, সেখানে নিয়মিত লোকসান গুনছে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিডি সার্ভিসেস লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থবছরটিতে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ রয়েছে। এই শোচনীয় দুরবস্থার কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
হোটেল ব্যবসায় মুনাফার পরিবর্তে ধারাবাহিকভাবে লোকসানের বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ রকমটা (লোকসান) হয়েছে সরকারি মালিকানার কারণে। অব্যবস্থাপনার কারণেই এই লোকসান। অন্য হোটেলগুলো তো ভালো ব্যবসা করছে, মুনাফা করছে, লভ্যাংশ দিচ্ছে। এটিকে বেসরকারি খাতে ছেড়ে দিলেই মুনাফা করতে সক্ষম হবে।
এসব বিষয়ে কথা বলতে কোম্পানি সচিব নাজমুস সাদাত সেলিমের মোবাইল নম্বরে কল করে বন্ধ পাওয়া গেছে। সংযোগ পাওয়া যায়নি টেলিফোনেও।
১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
২ ঘণ্টা আগে