নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনাবাসী বৈদেশিক মুদ্রা (এনএফসি) হিসাবে সঞ্চয় করা আমানতের বিপরীতে বার্ষিক সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের হিসাবে আমানত রাখলে ৪ থেকে ৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। তবে বেঞ্চমার্ক রেফারেন্স (বিশেষ সুদের ভাসমান হার) রেটের কারণে এ হিসাবে কম-বেশি হতে পারে।
এনএফসি হিসাবে সঞ্চয়ের বিপরীতে নতুন করে সুদহার নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনাসহ আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এনএফসি হিসাবে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থ জমা রাখলে আগে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে বাড়তি ২ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। আর তিন থেকে পাঁচ বছর মেয়াদে অর্থ জমা রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের অতিরিক্ত ৩ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএফআর একাডেমির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৭ জুলাই বেঞ্চমার্ক রেফারেন্স রেট ছিল ২ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে নতুন করে সুদহার নির্ধারণের ফলে আমানতকারী সুদ পাবেন যথাক্রমে ৪ দশমিক ৫২ শতাংশ এবং ৫ দশমিক ৫২ শতাংশ।
তবে যেহেতু এ হার পরিবর্তনশীল এবং নিয়মিত হালনাগাদ করা হয় সে হিসাবে, এসওএফআরের তথ্য মতে ২৭ জুলাই পর্যন্ত ২৫ দিনের গড় বেঞ্চমার্ক রেফারেন্স রেট দাঁড়ায় ১ দশমিক ৫৯ শতাংশ। এই হিসাব ধরলে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রায় আমানত রাখলে সুদ কিছুটা কম হয়: যথাক্রমে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ৪ দশমিক ৮৪ শতাংশ।
জানা গেছে, অনাবাসী বৈদেশিক মুদ্রার হিসাবধারীরা দীর্ঘদিন ধরে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটে (১ দশমিক ৭৫ শতাংশ হার) সুদ পেতেন। কিন্তু গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে ইউরো কারেন্সি প্রচলিত রেট (১ দশমিক ৭৫) প্রত্যাহার করে সুদহার স্বাধীনভাবে নির্ধারণের দায়িত্ব দেয় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ওপর। ওই সময়কালে এসব হিসাবে লেনদেনের নিবিড় পর্যবেক্ষণ শেষে সোমবার কেন্দ্রীয় ব্যাংক সুদহার নির্ধারণ করে দেয়।
সাধারণত বিদেশি নাগরিক, বিদেশে নিবন্ধিত কোম্পানি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিশেষায়িত অঞ্চলে কার্যরত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এনএফসি হিসাব প্রযোজ্য।

অনাবাসী বৈদেশিক মুদ্রা (এনএফসি) হিসাবে সঞ্চয় করা আমানতের বিপরীতে বার্ষিক সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ ধরনের হিসাবে আমানত রাখলে ৪ থেকে ৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। তবে বেঞ্চমার্ক রেফারেন্স (বিশেষ সুদের ভাসমান হার) রেটের কারণে এ হিসাবে কম-বেশি হতে পারে।
এনএফসি হিসাবে সঞ্চয়ের বিপরীতে নতুন করে সুদহার নির্ধারণ করে প্রয়োজনীয় নির্দেশনাসহ আজ সোমবার জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, এনএফসি হিসাবে এক থেকে তিন বছর পর্যন্ত অর্থ জমা রাখলে আগে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটের সঙ্গে বাড়তি ২ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাবেন আমানতকারীরা। আর তিন থেকে পাঁচ বছর মেয়াদে অর্থ জমা রাখলে বেঞ্চমার্ক রেফারেন্স রেটের অতিরিক্ত ৩ দশমিক ২৫ শতাংশ হারে সুদ পাওয়া যাবে।
আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসওএফআর একাডেমির তথ্যানুযায়ী, সর্বশেষ ২৭ জুলাই বেঞ্চমার্ক রেফারেন্স রেট ছিল ২ দশমিক ২৭ শতাংশ। সে হিসাবে নতুন করে সুদহার নির্ধারণের ফলে আমানতকারী সুদ পাবেন যথাক্রমে ৪ দশমিক ৫২ শতাংশ এবং ৫ দশমিক ৫২ শতাংশ।
তবে যেহেতু এ হার পরিবর্তনশীল এবং নিয়মিত হালনাগাদ করা হয় সে হিসাবে, এসওএফআরের তথ্য মতে ২৭ জুলাই পর্যন্ত ২৫ দিনের গড় বেঞ্চমার্ক রেফারেন্স রেট দাঁড়ায় ১ দশমিক ৫৯ শতাংশ। এই হিসাব ধরলে বাংলাদেশের ব্যাংকগুলোতে বিদেশি মুদ্রায় আমানত রাখলে সুদ কিছুটা কম হয়: যথাক্রমে ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ৪ দশমিক ৮৪ শতাংশ।
জানা গেছে, অনাবাসী বৈদেশিক মুদ্রার হিসাবধারীরা দীর্ঘদিন ধরে প্রচলিত বেঞ্চমার্ক রেফারেন্স রেটে (১ দশমিক ৭৫ শতাংশ হার) সুদ পেতেন। কিন্তু গত ১৭ জুলাই বাংলাদেশ ব্যাংক বৈদেশিক মুদ্রায় সঞ্চয় বৃদ্ধির লক্ষ্যে ইউরো কারেন্সি প্রচলিত রেট (১ দশমিক ৭৫) প্রত্যাহার করে সুদহার স্বাধীনভাবে নির্ধারণের দায়িত্ব দেয় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর ওপর। ওই সময়কালে এসব হিসাবে লেনদেনের নিবিড় পর্যবেক্ষণ শেষে সোমবার কেন্দ্রীয় ব্যাংক সুদহার নির্ধারণ করে দেয়।
সাধারণত বিদেশি নাগরিক, বিদেশে নিবন্ধিত কোম্পানি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বিশেষায়িত অঞ্চলে কার্যরত শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য এনএফসি হিসাব প্রযোজ্য।

৯টি দুর্বল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের সিদ্ধান্তে পুঁজিবাজারে আরেকটি বড় ধাক্কার আশঙ্কা তৈরি হয়েছে। পাঁচটি ব্যাংক একীভূত করার পর বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থা নেওয়া হলেও এগুলোর শেয়ারে বিনিয়োগকারীরা কার্যত পুরোপুরি উপেক্ষিতই থাকছেন।
২ ঘণ্টা আগে
পুঁজিবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে পৃথক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
৬ ঘণ্টা আগে
সোনার দাম ২০২৬ সালের চতুর্থ প্রান্তিকে আউন্সপ্রতি ৪ হাজার ৮০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মরগ্যান স্ট্যানলি। এর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, সুদের হার কমে যাওয়া, ফেডারেল রিজার্ভের নেতৃত্বে পরিবর্তন এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলের ক্রয়।
৭ ঘণ্টা আগে
‘কয়েক বছর আগেও আমাদের গ্রামে অপরাজিতা ফুলের গাছ লতানো ফুল গাছের লতা ছাড়া আর কিছুই ছিল না।’ গাছ থেকে নীল রঙের এই মনোমুগ্ধকর ফুলটি তুলতে তুলতে বলছিলেন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের আনথাইগ্লাও গ্রামের বাসিন্দা নীলাম ব্রহ্মা।
১০ ঘণ্টা আগে