বিশেষ প্রতিনিধি, ঢাকা
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধিতে অগ্রগতি হয়নি। স্থিতিশীলতার জন্য ভর্তুকি কমানো এবং বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ মিশনপ্রধানের মূল্যায়ন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ যে উদ্বেগ প্রকাশ করেছে, তা একেবারে অমূলক নয়। তবে বাস্তব চিত্র এতটা নৈরাশ্যজনকও নয়, যতটা আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাংবাদিকদের আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গ্লোমি নয়, বরং চ্যালেঞ্জিং। তিনি মনে করেন, সঠিক নীতি ও পদক্ষেপের মাধ্যমে সংকট সামাল দেওয়া সম্ভব। বিশেষত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতি জরুরি। অর্থনীতি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ানো থাকায় দীর্ঘ মেয়াদে ইতিবাচক ফল আশা করা যায়।
আইএমএফের ১১ শতাংশ মূল্যস্ফীতি ও ৩ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে মতামত জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, প্রবৃদ্ধি কমার বিষয়ে তিনি আইএমএফের সঙ্গে একমত। তবে তিনি আশাবাদী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তাঁর মতে, ইয়ার অন ইয়ার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। আগামী বছরের জুনের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের মধ্যে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থ উপদেষ্টা আইএমএফ ব্যাংকিং খাত সংস্কার, খেলাপি ঋণ কমানো, সম্পদের গুণগত মান পুনর্মূল্যায়ন এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন জোরদার করার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে আইএমএফ অপ্রয়োজনীয় করমুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে। তিনি বলেন, ‘এরই মধ্যে কিছু করমুক্তি বাতিল করেছি এবং বিদ্যমান কর-প্রণোদনার বিষয়গুলো পর্যালোচনা করছি। ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে বলেছি। তাই ট্যাক্স ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে অটোমেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে করদাতা ও করগ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগের প্রয়োজন না হয়।’
আইএমএফ করনীতি প্রণয়ন এবং কর আহরণের দায়িত্ব পৃথক করারও পরামর্শ দিয়েছে। এরই মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরকে পৃথক করার নীতিমালা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। এই নীতির অধীনে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন পৃথক বিভাগ হিসেবে কাজ করবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা সচিব দায়িত্বে থাকবেন।
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মুখে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধিতে অগ্রগতি হয়নি। স্থিতিশীলতার জন্য ভর্তুকি কমানো এবং বিদ্যুতের দাম বাড়ানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আইএমএফ মিশনপ্রধানের মূল্যায়ন বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি নিয়ে আইএমএফ যে উদ্বেগ প্রকাশ করেছে, তা একেবারে অমূলক নয়। তবে বাস্তব চিত্র এতটা নৈরাশ্যজনকও নয়, যতটা আশঙ্কা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাংবাদিকদের আলাপকালে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি গ্লোমি নয়, বরং চ্যালেঞ্জিং। তিনি মনে করেন, সঠিক নীতি ও পদক্ষেপের মাধ্যমে সংকট সামাল দেওয়া সম্ভব। বিশেষত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা ও রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে অগ্রগতি জরুরি। অর্থনীতি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়ানো থাকায় দীর্ঘ মেয়াদে ইতিবাচক ফল আশা করা যায়।
আইএমএফের ১১ শতাংশ মূল্যস্ফীতি ও ৩ দশমিক ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে মতামত জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, প্রবৃদ্ধি কমার বিষয়ে তিনি আইএমএফের সঙ্গে একমত। তবে তিনি আশাবাদী, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। তাঁর মতে, ইয়ার অন ইয়ার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে। আগামী বছরের জুনের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ৮ শতাংশ এবং গড় মূল্যস্ফীতি ৯ শতাংশের মধ্যে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অর্থ উপদেষ্টা আইএমএফ ব্যাংকিং খাত সংস্কার, খেলাপি ঋণ কমানো, সম্পদের গুণগত মান পুনর্মূল্যায়ন এবং ব্যাংকিং ব্যবস্থার সুশাসন জোরদার করার ওপর জোর দিয়েছেন। এ ছাড়া ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়ানোর লক্ষ্যে আইএমএফ অপ্রয়োজনীয় করমুক্তি বাতিলের পরামর্শ দিয়েছে। তিনি বলেন, ‘এরই মধ্যে কিছু করমুক্তি বাতিল করেছি এবং বিদ্যমান কর-প্রণোদনার বিষয়গুলো পর্যালোচনা করছি। ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে বলেছি। তাই ট্যাক্স ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে অটোমেশন ব্যবস্থা জোরদার করা হচ্ছে, যাতে করদাতা ও করগ্রহীতার মধ্যে সরাসরি যোগাযোগের প্রয়োজন না হয়।’
আইএমএফ করনীতি প্রণয়ন এবং কর আহরণের দায়িত্ব পৃথক করারও পরামর্শ দিয়েছে। এরই মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। এনবিআরকে পৃথক করার নীতিমালা উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। এই নীতির অধীনে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন পৃথক বিভাগ হিসেবে কাজ করবে এবং প্রতিটি বিভাগের জন্য আলাদা সচিব দায়িত্বে থাকবেন।
আসছে ঈদে টানা ৯ দিনের ছুটি থাকবে দেশের বিমা খাতে। এ উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিমা কোম্পানির সবধরনের লেনদেন ও অফিশিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৬ এপ্রিল রোববার সরকারি–বেসরকারি সব বিমা অফিস চালু হবে।
৩ ঘণ্টা আগেমূলত ব্যাংকের খাতের অনিয়ম, লোপাটের সঙ্গে সংশ্লিষ্টতার মতো অনিয়মে কারণে তাঁকে ২৪ বছর পর সিআইবি থেকে বদলি করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর নামে অনিয়মের ফিরিস্তি প্রকাশ পায়। খোদ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও তাঁর বিরুদ্ধে গভর্নরকে অভিযোগ করেন।
৯ ঘণ্টা আগেজাপান ৪৫ তম ওডিএ লোন প্যাকেজের দ্বিতীয় ব্যাচের আওতাধীন ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট ও মাতারবাড়ী উত্তরা সুপার ক্রিটিক্যাল কোল–ফায়ারড পাওয়ার প্রজেক্ট (ভিআইআই) ‘ফুড সেফটি টেস্টিং ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ ও ‘মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল–ফায়ারড পাওয়ার প্রজেক্ট (৮)’
১০ ঘণ্টা আগেসাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ ও তাঁর পরিবারের বিরুদ্ধে কালো টাকা সাদা করার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ)। তাঁদের তিনজনের নামে ছয় কোটি টাকার এফডিআর ফ্রিজ করা হয়েছে। এ ছাড়া সাংবাদিক শ্যামল দত্ত ও তাঁর স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে।
২০ ঘণ্টা আগে