নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আমদানিকৃত খাদ্যপণ্য ছাড় সহজীকরণ করল সরকার। আমদানিকৃত খাদ্যপণ্য আগে দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা-নিরীক্ষার পর ছাড় করানোর নিয়ম থাকলেও সেটির পরিধি অনেকটা বাড়াল সরকার। আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর একটি অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে এ সুযোগ তৈরি করা হয়েছে।
গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর অনুচ্ছেদ ২৩ এর উপ-অনুচ্ছেদ (২৪) এর পরিবর্তে উপ-অনুচ্ছেদ (২৪) প্রতিস্থাপিত হবে। ২৪ উপ-অনুচ্ছেদে বলা আছে, দেশে খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে পরিশিষ্ট-৪ এ অন্তর্ভুক্ত খাদ্যদ্রব্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআইয়ের নির্ধারিত ফরমে এবং অন্যান্য খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-বিসিএসআইআর থেকে পরীক্ষার পর ছাড় করার বিধান ছিল। কিন্তু বর্তমানে ওই দুটি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড-বিএবি কর্তৃক অনুমোদিত ল্যাব যা খাদ্যদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত নয় এসব ল্যাব থেকে পরীক্ষার পর ছাড় করা যাবে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে পণ্যের মান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিএসটিআই। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা জানান, আমদানি নীতি আদেশে ৭৯টি পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে পরীক্ষার পর ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। এসব পণ্যের মধ্যে ৩২টি হচ্ছে খাদ্যপণ্য। নীতি আদেশ অনুযায়ী ৩২টি খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যান্য খাদ্যপণ্যের ক্ষেত্রে বিসিএসআইআর, রেফারেন্স ল্যাবরেটরি ছাড়াও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক অনুমোদিত ল্যাব থেকে পরীক্ষা করানোর পর ছাড় করা যাবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্টান্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, খাদ্যপণ্য আমদানির পর ছাড় করাতে দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিলেন আমদানিকারকেরা। এতে বন্দরে পণ্য খালাসে বিলম্ব হতো। এতে মাঝেমধ্যে ক্ষতিপূরণ গুনতে হতো। কিন্তু বর্তমানে বেসরকারি ল্যাবে সুযোগ তৈরি করায় ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরির মালিকেরাও লাভবান হবেন।

আমদানিকৃত খাদ্যপণ্য ছাড় সহজীকরণ করল সরকার। আমদানিকৃত খাদ্যপণ্য আগে দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষা-নিরীক্ষার পর ছাড় করানোর নিয়ম থাকলেও সেটির পরিধি অনেকটা বাড়াল সরকার। আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর একটি অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে এ সুযোগ তৈরি করা হয়েছে।
গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক আদেশ জারি করা হয়। এতে বলা হয়, আমদানি নীতি আদেশ ২০২১-২৪ এর অনুচ্ছেদ ২৩ এর উপ-অনুচ্ছেদ (২৪) এর পরিবর্তে উপ-অনুচ্ছেদ (২৪) প্রতিস্থাপিত হবে। ২৪ উপ-অনুচ্ছেদে বলা আছে, দেশে খাদ্যদ্রব্য আমদানির ক্ষেত্রে পরিশিষ্ট-৪ এ অন্তর্ভুক্ত খাদ্যদ্রব্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআইয়ের নির্ধারিত ফরমে এবং অন্যান্য খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-বিসিএসআইআর থেকে পরীক্ষার পর ছাড় করার বিধান ছিল। কিন্তু বর্তমানে ওই দুটি প্রতিষ্ঠান ছাড়াও বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস বা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড-বিএবি কর্তৃক অনুমোদিত ল্যাব যা খাদ্যদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত নয় এসব ল্যাব থেকে পরীক্ষার পর ছাড় করা যাবে।
বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে পণ্যের মান প্রণয়নকারী প্রতিষ্ঠান বিএসটিআই। বিএসটিআইয়ের একজন কর্মকর্তা জানান, আমদানি নীতি আদেশে ৭৯টি পণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে পরীক্ষার পর ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। এসব পণ্যের মধ্যে ৩২টি হচ্ছে খাদ্যপণ্য। নীতি আদেশ অনুযায়ী ৩২টি খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে বিএসটিআই থেকে ছাড়পত্র নিতে হবে। অন্যান্য খাদ্যপণ্যের ক্ষেত্রে বিসিএসআইআর, রেফারেন্স ল্যাবরেটরি ছাড়াও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড কর্তৃক অনুমোদিত ল্যাব থেকে পরীক্ষা করানোর পর ছাড় করা যাবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্টান্ডাস্ট্রি-এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু আজকের পত্রিকাকে বলেন, খাদ্যপণ্য আমদানির পর ছাড় করাতে দুটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিলেন আমদানিকারকেরা। এতে বন্দরে পণ্য খালাসে বিলম্ব হতো। এতে মাঝেমধ্যে ক্ষতিপূরণ গুনতে হতো। কিন্তু বর্তমানে বেসরকারি ল্যাবে সুযোগ তৈরি করায় ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি ল্যাবরেটরির মালিকেরাও লাভবান হবেন।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে