নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের লম্বা ছুটিকে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে নগদ উত্তোলনের হিড়িক পড়েছে। গতকাল সোমবার টাকা তোলার জন্য প্রতিটি শাখা ও এটিএম বুথ এবং এজেন্ট পয়েন্টে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। টাকা তোলার বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও আজ মঙ্গলবার ব্যাংকের সব শাখা খোলা থাকবে। কিন্তু ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার তাড়ার কারণে অনেকে বিলম্ব করতে নারাজ। তাঁরা ভিড় করে হলেও টাকা তোলার জন্য ব্যাংকের শাখা ও বুথগুলোতে জটলা পাকাচ্ছেন।
আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। আবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
গতকাল সোমবার রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলসহ দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন, কমলাপুর, মুগদা, রামপুরা, মগবাজার, মালিবাগ, কাকরাইল এলাকায় ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্যাশ কাউন্টারের সামনে লম্বা লাইন। অতিরিক্ত গ্রাহকের চাপে ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ হিমশিম খেতে হয়।
সোনালী ব্যাংকের দিলকুশা শাখার গ্রাহক আব্দুল কাদের বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ জন কর্মরত আছেন। তাঁদের বেতন-বোনাস দিতে হবে। এ জন্য টাকা তুলতে এসেছি।’
ব্যাংক এশিয়ার পল্টন শাখার গ্রাহক তানিয়া আফরিন বলেন, ‘আমরা ঢাকার স্থানীয়। এখনো ঈদের কেনাকাটা হয়নি। মার্কেটগুলোয় ভিড় থাকায় মার্কেটমুখী হইনি। আজ রাতে কেনাকাটার ইচ্ছে আছে, এ জন্য টাকা তুলতে এসেছি। এটিএম থেকে ৫০ হাজার টাকা তুলে রাখলাম। ঈদের সময় টাকা হাতে না থাকলে ঈদ ঈদ লাগে না।’
মগবাজারের ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাহেদ আলী জানান, ব্যাংকে সকালে টাকা তোলার ভিড় ছিল। কিন্তু দুপুর ১২টার পর বেশ কিছু গ্রাহক ব্যাংকে সারি ধরে টাকা জমা দিচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ঈদের সময় বাড়তি নগদ টাকার চাহিদা বরাবরের মতো এবারও বেড়েছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত টাকা রয়েছে। ব্যাংকগুলোকে ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক এবং বুথে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করতেও সংশ্লিষ্টদের বলা হয়েছে।

ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের লম্বা ছুটিকে কেন্দ্র করে বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলোতে নগদ উত্তোলনের হিড়িক পড়েছে। গতকাল সোমবার টাকা তোলার জন্য প্রতিটি শাখা ও এটিএম বুথ এবং এজেন্ট পয়েন্টে দীর্ঘ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে গ্রাহকদের। টাকা তোলার বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও আজ মঙ্গলবার ব্যাংকের সব শাখা খোলা থাকবে। কিন্তু ঈদের ছুটিতে ঢাকা ছাড়ার তাড়ার কারণে অনেকে বিলম্ব করতে নারাজ। তাঁরা ভিড় করে হলেও টাকা তোলার জন্য ব্যাংকের শাখা ও বুথগুলোতে জটলা পাকাচ্ছেন।
আজ দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্যাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ঈদ উদ্যাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)। আবার ১৪ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।
গতকাল সোমবার রাজধানীর ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলসহ দিলকুশা, দৈনিক বাংলা, পল্টন, কমলাপুর, মুগদা, রামপুরা, মগবাজার, মালিবাগ, কাকরাইল এলাকায় ব্যাংকের শাখা ঘুরে দেখা যায়, সকাল থেকেই ক্যাশ কাউন্টারের সামনে লম্বা লাইন। অতিরিক্ত গ্রাহকের চাপে ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ হিমশিম খেতে হয়।
সোনালী ব্যাংকের দিলকুশা শাখার গ্রাহক আব্দুল কাদের বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রায় ৩০ জন কর্মরত আছেন। তাঁদের বেতন-বোনাস দিতে হবে। এ জন্য টাকা তুলতে এসেছি।’
ব্যাংক এশিয়ার পল্টন শাখার গ্রাহক তানিয়া আফরিন বলেন, ‘আমরা ঢাকার স্থানীয়। এখনো ঈদের কেনাকাটা হয়নি। মার্কেটগুলোয় ভিড় থাকায় মার্কেটমুখী হইনি। আজ রাতে কেনাকাটার ইচ্ছে আছে, এ জন্য টাকা তুলতে এসেছি। এটিএম থেকে ৫০ হাজার টাকা তুলে রাখলাম। ঈদের সময় টাকা হাতে না থাকলে ঈদ ঈদ লাগে না।’
মগবাজারের ওয়ান ব্যাংকের কর্মকর্তা শাহেদ আলী জানান, ব্যাংকে সকালে টাকা তোলার ভিড় ছিল। কিন্তু দুপুর ১২টার পর বেশ কিছু গ্রাহক ব্যাংকে সারি ধরে টাকা জমা দিচ্ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ঈদের সময় বাড়তি নগদ টাকার চাহিদা বরাবরের মতো এবারও বেড়েছে। ব্যাংকগুলোতে পর্যাপ্ত টাকা রয়েছে। ব্যাংকগুলোকে ঈদুল ফিতর ও পয়লা বৈশাখের ছুটিকে কেন্দ্র করে এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংক এবং বুথে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করতেও সংশ্লিষ্টদের বলা হয়েছে।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১৪ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১৪ ঘণ্টা আগে