নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও বাজার মূলধনে বড় ধরনের উত্থান দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এর প্রভাবে সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকার বেশি, সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ২৬ শতাংশের বেশি। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
ডিএসইর পরিসংখ্যান বলছে, সপ্তাহজুড়ে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৩ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ। সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে।
মূলধন ও লেনদেনের চিত্র
পাঁচ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা।
লেনদেনেও এসেছে বড় পরিবর্তন। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৭৮ লাখ টাকা বা ২৬ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহটিতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ৯০৭ কোটি ১৪ লাখ টাকা। পুরো সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা।
খাতভিত্তিক চিত্র
লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে ওষুধ ও রসায়ন খাত; প্রতিদিন গড়ে ১৭১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ছিল বস্ত্র খাতে ১৬৬ কোটি টাকা এবং তৃতীয় স্থানে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ১০২ কোটি টাকা। এ ছাড়া প্রকৌশল ও সাধারণ বিমা খাতে যথাক্রমে প্রতিদিন ১০২ কোটি ও ৯৩ কোটি টাকা লেনদেন হয়।
খাতভিত্তিক রিটার্নের হিসাবে চামড়া ও পাট ছাড়া সব খাতই ইতিবাচক ছিল। সবচেয়ে বেশি রিটার্ন এসেছে বস্ত্র খাতে, ৭ দশমিক ৯৯ শতাংশ। খাতটির ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ৩টির অপরিবর্তিত ছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৩৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ, দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে।
সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৮ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৮৬ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও বাজার মূলধনে বড় ধরনের উত্থান দেখা গেছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। এর প্রভাবে সপ্তাহজুড়ে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার কোটি টাকার বেশি, সঙ্গে বেড়েছে লেনদেনের গতি। সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ২৬ শতাংশের বেশি। গতকাল শনিবার সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া যায়।
ডিএসইর পরিসংখ্যান বলছে, সপ্তাহজুড়ে ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৮টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪৩ পয়েন্ট বা ২ দশমিক ৬৬ শতাংশ। সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৮ পয়েন্টে।
মূলধন ও লেনদেনের চিত্র
পাঁচ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১ দশমিক ৪৪ শতাংশ। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা।
লেনদেনেও এসেছে বড় পরিবর্তন। আগের সপ্তাহের তুলনায় দৈনিক গড় লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৭৮ লাখ টাকা বা ২৬ দশমিক ৩২ শতাংশ। সপ্তাহটিতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকার, যা আগের সপ্তাহে ছিল ৯০৭ কোটি ১৪ লাখ টাকা। পুরো সপ্তাহে মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৭২৯ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা।
খাতভিত্তিক চিত্র
লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে ওষুধ ও রসায়ন খাত; প্রতিদিন গড়ে ১৭১ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ছিল বস্ত্র খাতে ১৬৬ কোটি টাকা এবং তৃতীয় স্থানে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ১০২ কোটি টাকা। এ ছাড়া প্রকৌশল ও সাধারণ বিমা খাতে যথাক্রমে প্রতিদিন ১০২ কোটি ও ৯৩ কোটি টাকা লেনদেন হয়।
খাতভিত্তিক রিটার্নের হিসাবে চামড়া ও পাট ছাড়া সব খাতই ইতিবাচক ছিল। সবচেয়ে বেশি রিটার্ন এসেছে বস্ত্র খাতে, ৭ দশমিক ৯৯ শতাংশ। খাতটির ৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির দর বেড়েছে, ১৭টির কমেছে এবং ৩টির অপরিবর্তিত ছিল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ৩৩৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত ছিল ২০টির। প্রধান সূচক সিএএসপিআই বেড়েছে ২ দশমিক ২১ শতাংশ, দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫৭ পয়েন্টে।
সপ্তাহে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৫ কোটি ৭৩ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬৮ কোটি ৮৭ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৮৬ লাখ টাকা।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং-শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো ও এলডিসি উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
৩ ঘণ্টা আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৯ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৯ ঘণ্টা আগে