
চড়া সুদহারের মধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতি প্রবৃদ্ধি কমেছে। এর সঙ্গে উন্নয়নশীল অর্থনীতি ও উন্নত দেশগুলোর আর্থিক চাপে পড়ার ঝুঁকি ঘনীভূত হচ্ছে।
এমন পরিস্থিতিতে এ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ১ শতাংশে নামবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে।
‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শিরোনামে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির সদ্য প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির হার কমে ২০২৩ সালে ২ দশমিক ১ শতাংশে নামবে।
চীন ছাড়া উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধির হার আগের ৪ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে নামবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।
এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।
এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।
আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় এ বছর কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্র্য কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল।

চড়া সুদহারের মধ্যে বিশ্বজুড়ে অর্থনৈতি প্রবৃদ্ধি কমেছে। এর সঙ্গে উন্নয়নশীল অর্থনীতি ও উন্নত দেশগুলোর আর্থিক চাপে পড়ার ঝুঁকি ঘনীভূত হচ্ছে।
এমন পরিস্থিতিতে এ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে ১ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ১ শতাংশে নামবে বলে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে।
‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট’ শিরোনামে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির সদ্য প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরা হয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির হার কমে ২০২৩ সালে ২ দশমিক ১ শতাংশে নামবে।
চীন ছাড়া উন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে প্রবৃদ্ধির হার আগের ৪ দশমিক ১ শতাংশ থেকে ২ দশমিক ৯ শতাংশে নামবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক।
এর আগে জানুয়ারি মাসে অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করেছিল বিশ্বব্যাংক। তখন বলা হয়েছিল, ২০২৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ। সেটি কমিয়ে ২ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।
এ বিষয়গুলো ২০২৩ সালের শেষ ছয় মাসের প্রবৃদ্ধিও কমাবে। তবে ২০২৫ সালে প্রবৃদ্ধি ৩ শতাংশ হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দারমিত গিল বলেছেন, গত ৫ দশকের মধ্যে উন্নত অর্থনীতির ক্ষেত্রে ২০২৩ সাল হবে প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে ধীর।
আর উন্নয়নশীল অর্থনীতিগুলো ২০২২ সালের তুলনায় এ বছর কম প্রবৃদ্ধি দেখবে। এসব উন্নয়নশীল অর্থনীতি করোনা মহামারির ক্ষতি কাটিয়ে ওঠা, দারিদ্র্য কমানো এবং ঋণের ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৩ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৬ ঘণ্টা আগে