আজকের পত্রিকা ডেস্ক

জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ৮টি সুপারিশ দিয়েছে জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)। গত মঙ্গলবার জেবিসিসিআইয়ের সভাপতি তারিক রাফি ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সঙ্গে সাক্ষাৎ করে এই সুপারিশ দেন।
এ সময় জাপানের সঙ্গে চলমান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টকে (ইপিএ) কেন্দ্র করে জেবিসিসিআইয়ের অংশগ্রহণ এবং কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। একই সঙ্গে সম্প্রতি প্রকাশিত জেবিসিসিআইয়ের ইপিএ প্রতিবেদন বাণিজ্য উপদেষ্টার হাতে তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার জেবিসিসিআই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
বৈঠককালে, জেবিসিসি নেতৃবৃন্দ আর্থিক বিধি বা নিয়ম, ব্যবসায়িক পরিবেশ, কর ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে এমন অন্যান্য চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে ৮টি সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলো হলো–ইপিএ সম্পর্কিত কমিটি এবং কার্যক্রমে জেবিসিসি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। জটিল কর ব্যবস্থা পর্যালোচনা এবং সরলীকরণ এবং অসঙ্গত করায়ন নীতি সম্বোধন করা। প্রশাসনিক ব্যবস্থা, কাস্টমস ক্লিয়ারেন্স এবং ব্যবসায়িক বিভিন্ন নিবন্ধন সনদ প্রাপ্তিসহ আরও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে।
কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), ভিসার মানদণ্ড এবং প্রবাসীদের জন্য নিরাপত্তার ক্লিয়ারেন্স গ্রহণ প্রক্রিয়া সহজতর করতে হবে। ব্যবসা করা সহজ করার জন্য আর্থিক বিধি-নিয়ম শিথিল করতে হবে। স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য নীতিগত অসংগতি চিহ্নিত করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি সংস্থা গুলিকে পুনর্গঠন করতে হবে। ব্যবসা-বাণিজ্যের যাবতীয় লাইসেন্সের নবায়নের মেয়াদ বাড়ানো প্রয়োজন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জেবিসিসিআই প্রতিনিধিদলের কার্যক্রমকে স্বাগত জানান এবং আশ্বস্ত করেন সরকার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জাপানের সঙ্গে বাণিজ্য বাড়াতে ৮টি সুপারিশ দিয়েছে জাপান–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই)। গত মঙ্গলবার জেবিসিসিআইয়ের সভাপতি তারিক রাফি ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সঙ্গে সাক্ষাৎ করে এই সুপারিশ দেন।
এ সময় জাপানের সঙ্গে চলমান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টকে (ইপিএ) কেন্দ্র করে জেবিসিসিআইয়ের অংশগ্রহণ এবং কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়। একই সঙ্গে সম্প্রতি প্রকাশিত জেবিসিসিআইয়ের ইপিএ প্রতিবেদন বাণিজ্য উপদেষ্টার হাতে তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার জেবিসিসিআই পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়।
বৈঠককালে, জেবিসিসি নেতৃবৃন্দ আর্থিক বিধি বা নিয়ম, ব্যবসায়িক পরিবেশ, কর ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে এমন অন্যান্য চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে ৮টি সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলো হলো–ইপিএ সম্পর্কিত কমিটি এবং কার্যক্রমে জেবিসিসি প্রতিনিধি অন্তর্ভুক্ত করা। জটিল কর ব্যবস্থা পর্যালোচনা এবং সরলীকরণ এবং অসঙ্গত করায়ন নীতি সম্বোধন করা। প্রশাসনিক ব্যবস্থা, কাস্টমস ক্লিয়ারেন্স এবং ব্যবসায়িক বিভিন্ন নিবন্ধন সনদ প্রাপ্তিসহ আরও স্বচ্ছতা বৃদ্ধি করতে হবে।
কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), ভিসার মানদণ্ড এবং প্রবাসীদের জন্য নিরাপত্তার ক্লিয়ারেন্স গ্রহণ প্রক্রিয়া সহজতর করতে হবে। ব্যবসা করা সহজ করার জন্য আর্থিক বিধি-নিয়ম শিথিল করতে হবে। স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরির জন্য নীতিগত অসংগতি চিহ্নিত করতে হবে। দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি সংস্থা গুলিকে পুনর্গঠন করতে হবে। ব্যবসা-বাণিজ্যের যাবতীয় লাইসেন্সের নবায়নের মেয়াদ বাড়ানো প্রয়োজন।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জেবিসিসিআই প্রতিনিধিদলের কার্যক্রমকে স্বাগত জানান এবং আশ্বস্ত করেন সরকার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৩ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৩ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৩ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১৩ ঘণ্টা আগে