রপ্তানি

করোনা মহামারির কারণে গত তিন বছর আয়োজন করা না গেলেও এবার ‘১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিপিজিএনইএ সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএনইএ) সভাপতি সামিম আহমেদ।
লিখিত বক্তব্যে সামিম আহমেদ জানান, বিশ্বের ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক এই ফেয়ারে অংশগ্রহণ করবে। দেশগুলোর মধ্যে চীন, তাইওয়ান, ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত থাকবে। এ ছাড়া বাংলাদেশও থাকবে।
প্লাস্টিকশিল্পকে গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে সামিম আহমেদ আরও বলেন, ‘গত দুই দশকে প্লাস্টিকশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। প্লাস্টিকশিল্পের বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তাই বাংলাদেশ সরকার এই শিল্পকে অগ্রাধিকার দিয়েছে। একমাত্র এবং সবচেয়ে পেশাদার প্রদর্শনী আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এই মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে।’
নারায়ণগঞ্জের প্লাস্টিক শিল্পনগরীর কাজ কতটুকু এগিয়েছে এমন প্রশ্নের জবাবে বিপিজিএনইএর সভাপতি বলেন, ‘আপাতত মাটি ভরাটের কাজ চলছে। আমাদের মন্ত্রী (শিল্পমন্ত্রী) বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা এই শিল্পনগরীকে প্রস্তুত করব। আশা করছি এ বছরই সেখানে উঠতে পারব আমরা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দীন আহমেদ, সহসভাপতি কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক প্রমুখ।

করোনা মহামারির কারণে গত তিন বছর আয়োজন করা না গেলেও এবার ‘১৫তম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ ফেব্রুয়ারি এই মেলা অনুষ্ঠিত হবে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চার দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বিপিজিএনইএ সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএনইএ) সভাপতি সামিম আহমেদ।
লিখিত বক্তব্যে সামিম আহমেদ জানান, বিশ্বের ২১টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক এই ফেয়ারে অংশগ্রহণ করবে। দেশগুলোর মধ্যে চীন, তাইওয়ান, ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, হংকং, ইতালি, জাপান, মালয়েশিয়া, অস্ট্রিয়া, সিঙ্গাপুর, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত থাকবে। এ ছাড়া বাংলাদেশও থাকবে।
প্লাস্টিকশিল্পকে গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে সামিম আহমেদ আরও বলেন, ‘গত দুই দশকে প্লাস্টিকশিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প খাতে পরিণত হয়েছে। প্লাস্টিকশিল্পের বৃদ্ধি বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে। তাই বাংলাদেশ সরকার এই শিল্পকে অগ্রাধিকার দিয়েছে। একমাত্র এবং সবচেয়ে পেশাদার প্রদর্শনী আইপিএফ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটি। এই মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার এবং জাতীয় ও বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করে।’
নারায়ণগঞ্জের প্লাস্টিক শিল্পনগরীর কাজ কতটুকু এগিয়েছে এমন প্রশ্নের জবাবে বিপিজিএনইএর সভাপতি বলেন, ‘আপাতত মাটি ভরাটের কাজ চলছে। আমাদের মন্ত্রী (শিল্পমন্ত্রী) বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা এই শিল্পনগরীকে প্রস্তুত করব। আশা করছি এ বছরই সেখানে উঠতে পারব আমরা।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিজিএমইএর সাবেক সভাপতি মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শাহেদুল ইসলাম হেলাল, সিনিয়র সহসভাপতি গিয়াসউদ্দীন আহমেদ, সহসভাপতি কে এম ইকবাল হোসেন, কাজী আনোয়ারুল হক প্রমুখ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৮ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১ দিন আগে