
চীন বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলো থেকে ভেড়া, ছাগল, পোলট্রি এবং দুই খুরযুক্ত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে। ভেড়ার ও ছাগলের গুটিবসন্ত এবং ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের শুল্ক প্রশাসন তথা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই সিদ্ধান্ত জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস) গত ২১ জানুয়ারি এই বিষয়ে একাধিক ঘোষণা দেয়। ঘোষণা থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিভিন্ন দেশে এসব রোগের প্রাদুর্ভাবের তথ্য প্রকাশ করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞা ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো (ডিআরসি), নাইজেরিয়া, তানজানিয়া, মিশর, বুলগেরিয়া, পূর্ব তিমুর ও ইরিত্রিয়াকে প্রভাবিত করবে।
এ ছাড়া, ভেড়ার গুটি ও ছাগলের গুটি রোগের প্রাদুর্ভাবের কারণে চীন ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ থেকে ভেড়া, ছাগল ও সংশ্লিষ্ট পণ্যের আমদানিও বন্ধ করেছে। এ ছাড়া, জার্মানিতে ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের পর চীন সেখান থেকেও দুই খুরযুক্ত প্রাণী এবং সংশ্লিষ্ট পণ্যের আমদানিও স্থগিত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ চীনে সরাসরি গবাদিপশু খুব একটা রপ্তানি করে না। তবে চামড়া, চামড়াজাত পণ্য এবং প্রক্রিয়াজাত করা চুল রপ্তানি করে বাংলাদেশ চীন থেকে বেশ ভালো রকমের বৈদেশিক মুদ্রা আনে। বিশ্ব বাণিজ্যের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২২ সালে চীনে ৭৫ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে।

চীন বাংলাদেশসহ আফ্রিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলো থেকে ভেড়া, ছাগল, পোলট্রি এবং দুই খুরযুক্ত প্রাণী আমদানি নিষিদ্ধ করেছে। ভেড়ার ও ছাগলের গুটিবসন্ত এবং ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনের শুল্ক প্রশাসন তথা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস এই সিদ্ধান্ত জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস) গত ২১ জানুয়ারি এই বিষয়ে একাধিক ঘোষণা দেয়। ঘোষণা থেকে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিভিন্ন দেশে এসব রোগের প্রাদুর্ভাবের তথ্য প্রকাশ করার পর এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিশ্বের বৃহত্তম মাংস আমদানিকারক দেশ চীনের এই নিষেধাজ্ঞা ঘানা, সোমালিয়া, কাতার, কঙ্গো (ডিআরসি), নাইজেরিয়া, তানজানিয়া, মিশর, বুলগেরিয়া, পূর্ব তিমুর ও ইরিত্রিয়াকে প্রভাবিত করবে।
এ ছাড়া, ভেড়ার গুটি ও ছাগলের গুটি রোগের প্রাদুর্ভাবের কারণে চীন ফিলিস্তিন, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশ থেকে ভেড়া, ছাগল ও সংশ্লিষ্ট পণ্যের আমদানিও বন্ধ করেছে। এ ছাড়া, জার্মানিতে ‘ফুট অ্যান্ড মাউথ’ রোগের প্রাদুর্ভাবের পর চীন সেখান থেকেও দুই খুরযুক্ত প্রাণী এবং সংশ্লিষ্ট পণ্যের আমদানিও স্থগিত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ চীনে সরাসরি গবাদিপশু খুব একটা রপ্তানি করে না। তবে চামড়া, চামড়াজাত পণ্য এবং প্রক্রিয়াজাত করা চুল রপ্তানি করে বাংলাদেশ চীন থেকে বেশ ভালো রকমের বৈদেশিক মুদ্রা আনে। বিশ্ব বাণিজ্যের তথ্য-উপাত্ত নিয়ে কাজ করা অবজারভেটরি অব ইকোনমিক কমপ্লেক্সিটির তথ্য অনুসারে, বাংলাদেশ ২০২২ সালে চীনে ৭৫ মিলিয়ন ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করেছে।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
২ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৬ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৬ ঘণ্টা আগে