নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ ১২ বছর পর দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সালের কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল। এই প্যানেলের ৩৫ জন সদস্যই নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ হয়েছিল।
বিকেএমইএর এবারের নির্বাচনে ৫৭২ ভোটার ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়।
ঢাকা এবং নারায়ণগঞ্জের ভোট কেন্দ্রে মোট ৪৩১ জন ভোটার ভোট দিয়েছেন। সে হিসেবে ভোটারের উপস্থিতি ৭৫ দশমিক ৩৪ শতাংশ। তবে এর মধ্যে ৪০৮টি ভোট বৈধ হয়েছে। বাকি ভোট নানা করণে বাদ হয়েছে। বৈধ ভোটের মধ্যে ঢাকায় কেন্দ্রে ২১৯ টি, নারায়ণগঞ্জের কেন্দ্রে ১৮৯টি ভোট রয়েছে।
বিকেএমইএর নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী লড়েছেন। তবে তাঁদের মধ্যে ৩৫ জনই প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি এই উপস্থিতিকে সন্তোষজনক মনে করছেন। একই সঙ্গে ভোটাররা তাদের ওপর আস্থা রাখায় তাদের ধন্যবাদ দেন।
মোহাম্মদ হাতেম বলেন, ‘আমি মনে প্রাণে চাইছিলাম নির্বাচন হোক। আমরা সব সময় নির্বাচনের পক্ষে। ঢাকায় আন্দোলনের কারণে উপস্থিতি কিছু কম ছিল। অনেকে আতঙ্কে বের হননি। তারপরও আমি বলব উপস্থিতি বেশ ভালো।’
এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।
ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, ছয়জন সহসভাপতি ও ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন— মোহাম্মদ হাতেম, বেলায়েত হোসেন রিপন, ফকির কামরুজ্জামান নাহিদ, আশিকুর রহমান, এম. ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, আহসান খান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, ইমরান কাদের তূর্য, মোহাম্মদ শামসুল আজম, গাওহার সিরাজ জামিল, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, মো. মনিরুজ্জামান, মো. সামসুজ্জামান, মোহাম্মদ রাশেদ, ফজলে শামীম এহসান, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফওজুল ইমরান খান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, অমল পোদ্দার, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা।
নির্বাচন শেষে প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থী ও ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ তাঁদের ওপর আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ দেন।
এর আগে ২০২১ সালে কমিটি গঠন হয়। ওই কমিটির সভাপতি ছিলেন এ কে এম সেলিম ওসমান। তাঁর বিরুদ্ধে টানা ১৪ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে থাকার অভিযোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সেলিম ওসমান পদ ছাড়লে সংগঠনটির নতুন সভাপতি হন মোহাম্মদ হাতেম, যিনি এর আগে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী কমিটির সভাপতিও মোহাম্মদ হাতেম হতে পারেন বলে নির্বাচিত একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে।

দীর্ঘ ১২ বছর পর দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সালের কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ী হয়েছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বাধীন প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল। এই প্যানেলের ৩৫ জন সদস্যই নির্বাচিত হয়েছেন।
এর আগে ২০১২ সালে সংগঠনটির পরিচালনা পর্ষদ নির্বাচনে এমন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ হয়েছিল।
বিকেএমইএর এবারের নির্বাচনে ৫৭২ ভোটার ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর বাংলামোটর ও নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়।
ঢাকা এবং নারায়ণগঞ্জের ভোট কেন্দ্রে মোট ৪৩১ জন ভোটার ভোট দিয়েছেন। সে হিসেবে ভোটারের উপস্থিতি ৭৫ দশমিক ৩৪ শতাংশ। তবে এর মধ্যে ৪০৮টি ভোট বৈধ হয়েছে। বাকি ভোট নানা করণে বাদ হয়েছে। বৈধ ভোটের মধ্যে ঢাকায় কেন্দ্রে ২১৯ টি, নারায়ণগঞ্জের কেন্দ্রে ১৮৯টি ভোট রয়েছে।
বিকেএমইএর নির্বাচনে ৩৫টি পরিচালক পদে ৩৮ প্রার্থী লড়েছেন। তবে তাঁদের মধ্যে ৩৫ জনই প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের। এই প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সভাপতি মোহাম্মদ হাতেম।
তিনি এই উপস্থিতিকে সন্তোষজনক মনে করছেন। একই সঙ্গে ভোটাররা তাদের ওপর আস্থা রাখায় তাদের ধন্যবাদ দেন।
মোহাম্মদ হাতেম বলেন, ‘আমি মনে প্রাণে চাইছিলাম নির্বাচন হোক। আমরা সব সময় নির্বাচনের পক্ষে। ঢাকায় আন্দোলনের কারণে উপস্থিতি কিছু কম ছিল। অনেকে আতঙ্কে বের হননি। তারপরও আমি বলব উপস্থিতি বেশ ভালো।’
এই প্যানেলের বাইরে স্বতন্ত্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিন জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থীরা হলেন— জি এম হায়দার আলী, মো. মনির হোসেন শেখ ও মো. শাহজাহান আলম।
ভোটে নির্বাচিত ৩৫ জনের মধ্য থেকে পরবর্তী সময়ে বিকেএমইএর সভাপতি, নির্বাহী সভাপতি, একজন সিনিয়র সহসভাপতি, ছয়জন সহসভাপতি ও ৯ জন পরিচালক নির্বাচিত হবেন।
নির্বাচিত প্রার্থীরা হলেন— মোহাম্মদ হাতেম, বেলায়েত হোসেন রিপন, ফকির কামরুজ্জামান নাহিদ, আশিকুর রহমান, এম. ইসফাক আহসান, আহমেদ নূর ফয়সাল, আহসান খান চৌধুরী, মো. আব্দুল হান্নান, মহসিন রাব্বানি, শাহরিয়ার সাইদ, ইমরান কাদের তূর্য, মোহাম্মদ শামসুল আজম, গাওহার সিরাজ জামিল, আব্দুল বারেক, মো. জামাল উদ্দিন মিয়া, মো. মনিরুজ্জামান, মো. সামসুজ্জামান, মোহাম্মদ রাশেদ, ফজলে শামীম এহসান, মনসুর আহমেদ, মামুনুর রশিদ, খন্দকার সাইফুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. ইয়াসিন, রাজীব চৌধুরী, ফওজুল ইমরান খান, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ সেলিম, মিনহাজুল হক, অমল পোদ্দার, রাকিব সোবহান মিয়া, সালাহ উদ্দিন আহমেদ, নন্দ দুলার সাহা, রতন কুমার সাহা।
নির্বাচন শেষে প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থী ও ফকির ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফকির কামরুজ্জামান নাহিদ তাঁদের ওপর আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ দেন।
এর আগে ২০২১ সালে কমিটি গঠন হয়। ওই কমিটির সভাপতি ছিলেন এ কে এম সেলিম ওসমান। তাঁর বিরুদ্ধে টানা ১৪ বছর ধরে রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে থাকার অভিযোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট সেলিম ওসমান পদ ছাড়লে সংগঠনটির নতুন সভাপতি হন মোহাম্মদ হাতেম, যিনি এর আগে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী কমিটির সভাপতিও মোহাম্মদ হাতেম হতে পারেন বলে নির্বাচিত একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির হিসাব অনুযায়ী, এ বছর দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে। তবে সাময়িক এই মন্থরতার পর আগামী অর্থবছরে অর্থনীতি কিছুটা...
২৫ মিনিট আগে
দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট কাটাতে এবার রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানির উদ্যোগ নিয়েছে। বিপিসির নিজস্ব সক্ষমতা না থাকায় এলপি...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশে হিসাববিজ্ঞান পেশার ইতিহাসে এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। ১৭ জানুয়ারি ঢাকার হোটেল লো মেরিডিয়েনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স ২০২৬’। এই সম্মেলনে যোগ দিতে প্রথমবারের মতো ঢাকা আসছেন...
১২ ঘণ্টা আগে
বেজার সঙ্গে চুক্তি অনুযায়ী, জ্যান্ট অ্যাকসেসরিজ জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পাঁচ একর জমিতে একটি পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্প ইউনিট স্থাপন করবে, যেখানে তুলনামূলকভাবে কম পানি ও বিদ্যুৎ ব্যবহার করা হবে এবং গ্যাসের প্রয়োজন হবে না।
১৭ ঘণ্টা আগে