
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত উদ্যোগ রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বেইজিং। আজ বুধবার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ফোরামে ভাষণদানকালে চীনা প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চীনের সবচেয়ে সাড়া জাগানো আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ। ২০১৩ সালে সি চিন পিং এই উদ্যোগের ঘোষণা দেন। যার মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ৬০টি দেশের যোগাযোগব্যবস্থা, ভৌত অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পায়নে গণচীনের প্রভূত বিনিয়োগ অর্থায়ন সহযোগিতায় বিপ্লবী পরিবর্তন আনা হবে। এটিকে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ও (ওবিওআর) বলা হয়। এর মধ্যে একটি ডাইমেনশন হলো স্থলবেষ্টিত দেশগুলোর মহাসড়ক, রেলযোগাযোগ ও বিমানযোগাযোগ উন্নয়নের মাধ্যমে ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ গড়ে তোলা। অপরটি হলো সমুদ্রতীরবর্তী দেশগুলোয় গভীর সমুদ্রবন্দর নির্মাণের মাধ্যমে ‘একুশ শতকের মেরিটাইম সিল্ক রোড’ উন্নয়ন কৌশল।
এর বাইরেও বিশ্লেষকদের মতে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মূলত বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তারের অন্যতম কৌশল। তবে বেইজিংয়ের দাবি, তারা এর মাধ্যমে বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়। এরই মধ্যে দেশটি ২ লাখ কোটি ডলার বিনিয়োগ করেছে বিগত ১০ বছরে। এবার আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এল ১০ বছর পূর্তিতে।
সি ঘোষণা দিয়েছেন, এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ক্ষেত্রে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না এই ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে। প্রতিটি ব্যাংকই আলাদাভাবে সাড়ে ৩০০ বিলিয়ন ইউয়ান বা ৪ হাজার ৭৯০ কোটি ডলার করে ঋণ দেবে। বাকি ৮০ বিলিয়ন ইউয়ান ঋণ দেবে এই উদ্যোগের নিজস্ব ঋণদাতা সংস্থা।
উল্লেখ্য, চীনের রাজধানী বেইজিংয়ে গত ১৭ আগস্ট শুরু হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরাম। আজ বুধবার সেই ফোরামের শেষ দিন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৩০টি দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমারাত তোকায়েভসহ আরও অনেকেই এই ফোরামে যোগ দিয়েছিলেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং প্রস্তাবিত উদ্যোগ রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে বেইজিং। আজ বুধবার রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ফোরামে ভাষণদানকালে চীনা প্রেসিডেন্ট এ ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) চীনের সবচেয়ে সাড়া জাগানো আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ। ২০১৩ সালে সি চিন পিং এই উদ্যোগের ঘোষণা দেন। যার মাধ্যমে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার ৬০টি দেশের যোগাযোগব্যবস্থা, ভৌত অবকাঠামো উন্নয়ন, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিল্পায়নে গণচীনের প্রভূত বিনিয়োগ অর্থায়ন সহযোগিতায় বিপ্লবী পরিবর্তন আনা হবে। এটিকে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ও (ওবিওআর) বলা হয়। এর মধ্যে একটি ডাইমেনশন হলো স্থলবেষ্টিত দেশগুলোর মহাসড়ক, রেলযোগাযোগ ও বিমানযোগাযোগ উন্নয়নের মাধ্যমে ‘সিল্ক রোড ইকোনমিক বেল্ট’ গড়ে তোলা। অপরটি হলো সমুদ্রতীরবর্তী দেশগুলোয় গভীর সমুদ্রবন্দর নির্মাণের মাধ্যমে ‘একুশ শতকের মেরিটাইম সিল্ক রোড’ উন্নয়ন কৌশল।
এর বাইরেও বিশ্লেষকদের মতে, এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মূলত বিশ্বজুড়ে চীনের প্রভাব বিস্তারের অন্যতম কৌশল। তবে বেইজিংয়ের দাবি, তারা এর মাধ্যমে বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে চায়। এরই মধ্যে দেশটি ২ লাখ কোটি ডলার বিনিয়োগ করেছে বিগত ১০ বছরে। এবার আরও ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা এল ১০ বছর পূর্তিতে।
সি ঘোষণা দিয়েছেন, এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের ক্ষেত্রে চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ও এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না এই ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে। প্রতিটি ব্যাংকই আলাদাভাবে সাড়ে ৩০০ বিলিয়ন ইউয়ান বা ৪ হাজার ৭৯০ কোটি ডলার করে ঋণ দেবে। বাকি ৮০ বিলিয়ন ইউয়ান ঋণ দেবে এই উদ্যোগের নিজস্ব ঋণদাতা সংস্থা।
উল্লেখ্য, চীনের রাজধানী বেইজিংয়ে গত ১৭ আগস্ট শুরু হয় বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ফোরাম। আজ বুধবার সেই ফোরামের শেষ দিন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ১৩০টি দেশের প্রতিনিধিরা এই ফোরামে অংশ নেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জুমারাত তোকায়েভসহ আরও অনেকেই এই ফোরামে যোগ দিয়েছিলেন।

কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১১ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
১১ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১৫ ঘণ্টা আগে