নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতিবছর রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ে। এই বছরও এর কোনো ব্যতিক্রম হয়নি। বিশেষ করে, লেবু, বেগুন, শসা, কাঁচা মরিচ ও আলুর দাম বেড়েছে, তবে তা অতিরিক্ত নয়। চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম এখনো কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও লেবুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় রোজাদারদের জন্য একধরনের চাপ সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, রেয়াজউদ্দিন, ঝাউতলা, চকবাজার ও কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার পরিদর্শন করে জানা গেছে, বেগুনের দাম সাধারণ অবস্থায় রয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকার মধ্যে, যা গত বছরের তুলনায় বেশি নয়। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে, প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে; যা কয়েক দিন আগে ২৫ থেকে ৪০ টাকার মধ্যে ছিল। অন্যান্য সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি শসা ও ক্ষীরার দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ওঠানামা করছে, যা এক সপ্তাহ আগে ১০-২০ টাকা কম ছিল। আলুর দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ১০০ টাকায় পাঁচ কেজি পাওয়া যেত।
তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। প্রতি হালি লেবু এখন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং ডজনের দাম ২৬০ থেকে ২৮৫ টাকার মধ্যে ওঠানামা করছে। বাজারে লেবুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে রবি মৌসুমে সবজি উৎপাদনে ভালো ফলন হয়েছে, বিশেষ করে, ক্ষীরা, বেগুন ও টমেটোর ফলন বেশি হয়েছে। তবে বাজারে লেবুর দাম বাড়ানোর জন্য কোনো একক কারণ পাওয়া যায়নি।
এদিকে খুলনা জেলার বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। রোজার শুরুতে ব্যবসায়ীরা তেলের দাম ১০-১৫ টাকা বেশি নিয়ে অভিযোগ করেছেন। ১ লিটার বোতলের গায়ে ১৭৫ টাকা দাম থাকলেও তা ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ২ ও ৫ লিটারের বোতল অনেক দোকানে পাওয়া যাচ্ছে না এবং তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ডিলাররা তাঁদের বাধ্য করছে লবণ ও আটা কিনতে, যার ফলে তাঁদের খরচ বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ানোর জন্য বাধ্য হচ্ছেন।
খুলনা জেলা প্রশাসন বাজার মনিটরিং করলেও তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসন বাজারের দামে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। তাঁরা আরও দাবি করেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
এভাবে রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ক্রেতারা। বিশেষ করে, লেবু ও বোতলজাত তেলের দাম বাড়ার ফলে রোজাদারদের একধরনের চাপ অনুভূত হচ্ছে। তবে কিছু পণ্যের দাম সাধারণত স্বাভাবিক রয়েছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনেছে।

প্রতিবছর রমজান মাসে নিত্যপণ্যের দাম বাড়ে। এই বছরও এর কোনো ব্যতিক্রম হয়নি। বিশেষ করে, লেবু, বেগুন, শসা, কাঁচা মরিচ ও আলুর দাম বেড়েছে, তবে তা অতিরিক্ত নয়। চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম এখনো কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও লেবুর দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় রোজাদারদের জন্য একধরনের চাপ সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী, রেয়াজউদ্দিন, ঝাউতলা, চকবাজার ও কাজীর দেউড়িসহ বিভিন্ন বাজার পরিদর্শন করে জানা গেছে, বেগুনের দাম সাধারণ অবস্থায় রয়েছে। প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৬০ টাকার মধ্যে, যা গত বছরের তুলনায় বেশি নয়। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে, প্রতি কেজি কাঁচা মরিচ ৫০ টাকায় বিক্রি হচ্ছে; যা কয়েক দিন আগে ২৫ থেকে ৪০ টাকার মধ্যে ছিল। অন্যান্য সবজির দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি শসা ও ক্ষীরার দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে ওঠানামা করছে, যা এক সপ্তাহ আগে ১০-২০ টাকা কম ছিল। আলুর দাম কিছুটা বেড়েছে। প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই সপ্তাহ আগে ১০০ টাকায় পাঁচ কেজি পাওয়া যেত।
তবে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, লেবুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। প্রতি হালি লেবু এখন ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে এবং ডজনের দাম ২৬০ থেকে ২৮৫ টাকার মধ্যে ওঠানামা করছে। বাজারে লেবুর চাহিদা বেড়ে যাওয়ার কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে রবি মৌসুমে সবজি উৎপাদনে ভালো ফলন হয়েছে, বিশেষ করে, ক্ষীরা, বেগুন ও টমেটোর ফলন বেশি হয়েছে। তবে বাজারে লেবুর দাম বাড়ানোর জন্য কোনো একক কারণ পাওয়া যায়নি।
এদিকে খুলনা জেলার বাজারে বোতলজাত ভোজ্যতেলের সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। রোজার শুরুতে ব্যবসায়ীরা তেলের দাম ১০-১৫ টাকা বেশি নিয়ে অভিযোগ করেছেন। ১ লিটার বোতলের গায়ে ১৭৫ টাকা দাম থাকলেও তা ১৮৫ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ২ ও ৫ লিটারের বোতল অনেক দোকানে পাওয়া যাচ্ছে না এবং তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা জানান, ডিলাররা তাঁদের বাধ্য করছে লবণ ও আটা কিনতে, যার ফলে তাঁদের খরচ বেড়ে যাওয়ায় তেলের দাম বাড়ানোর জন্য বাধ্য হচ্ছেন।
খুলনা জেলা প্রশাসন বাজার মনিটরিং করলেও তেলের দাম বাড়ানোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়নি। ক্রেতারা অভিযোগ করেছেন, প্রশাসন বাজারের দামে নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হচ্ছে। তাঁরা আরও দাবি করেছেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারি প্রয়োজন।
এভাবে রমজানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন ক্রেতারা। বিশেষ করে, লেবু ও বোতলজাত তেলের দাম বাড়ার ফলে রোজাদারদের একধরনের চাপ অনুভূত হচ্ছে। তবে কিছু পণ্যের দাম সাধারণত স্বাভাবিক রয়েছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি এনেছে।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৪ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৫ ঘণ্টা আগে
সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পর জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারপত্র ও ব্যানার টাঙানোর কাজ শুরু করেছে ব্যাংকগুলো। তবে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতের অর্থ হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য বেসরকারি সংস্থাকে (এনজিও) দিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান...
৮ ঘণ্টা আগে