কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১৩ মিনিট আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৩ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
১৩ ঘণ্টা আগে