নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশন স্কিমে মানুষের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সব শ্রেণির মানুষকে এই স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করতে ৮ বিভাগে ও ৬৪ জেলায় মেলার আয়োজন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম মেলাটি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, মেলায় ৭০টির মতো স্টল থাকবে। স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ও ব্র্যাক ব্যাংকের বুথ থাকবে।
বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। সরকারির বাইরে বেসরকারি খাতের অংশগ্রহণও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তাই সরকারের পক্ষ থেকে নানা চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে মেলার মতো আয়োজন। এভাবে আরও নানাভাবে প্রচার চালানোর চিন্তাও করছে মন্ত্রণালয়।
এর আগে দেশের সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যায়ক্রমে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এর আওতায় আসতে পারে বলে জানা যায়।
আইন অনুযায়ী, সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় চারটি স্কিম রয়েছে। প্রথম হচ্ছে প্রবাসী স্কিম, প্রবাসী বাংলাদেশিদের জন্য। দ্বিতীয় হচ্ছে প্রগতি স্কিম, এটি বেসরকারি চাকরিজীবী ও প্রতিষ্ঠানের জন্য। তৃতীয় হচ্ছে সুরক্ষা স্কিম, এটি স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য। চতুর্থ হচ্ছে সমতা স্কিম, এটি স্বল্প আয়ের নাগরিকদের জন্য।

সর্বজনীন পেনশন স্কিমে মানুষের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। সব শ্রেণির মানুষকে এই স্কিমে অংশগ্রহণে উৎসাহিত করতে ৮ বিভাগে ও ৬৪ জেলায় মেলার আয়োজন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম মেলাটি ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগে। প্রথমবারের মতো এ মেলার আয়োজন করছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
খোঁজ নিয়ে জানা যায়, মেলায় ৭০টির মতো স্টল থাকবে। স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ও ব্র্যাক ব্যাংকের বুথ থাকবে।
বাংলাদেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন স্কিম চালু হলেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। সরকারির বাইরে বেসরকারি খাতের অংশগ্রহণও কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। তাই সরকারের পক্ষ থেকে নানা চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে মেলার মতো আয়োজন। এভাবে আরও নানাভাবে প্রচার চালানোর চিন্তাও করছে মন্ত্রণালয়।
এর আগে দেশের সব বেসরকারি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পর্যায়ক্রমে অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এর আওতায় আসতে পারে বলে জানা যায়।
আইন অনুযায়ী, সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় চারটি স্কিম রয়েছে। প্রথম হচ্ছে প্রবাসী স্কিম, প্রবাসী বাংলাদেশিদের জন্য। দ্বিতীয় হচ্ছে প্রগতি স্কিম, এটি বেসরকারি চাকরিজীবী ও প্রতিষ্ঠানের জন্য। তৃতীয় হচ্ছে সুরক্ষা স্কিম, এটি স্বকর্মে নিয়োজিত ব্যক্তিদের জন্য। চতুর্থ হচ্ছে সমতা স্কিম, এটি স্বল্প আয়ের নাগরিকদের জন্য।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১২ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১২ ঘণ্টা আগে