নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিরা যুক্ত আছেন। কমিটি দেশের বিদ্যমান আইন—যেমন অর্থনৈতিক অঞ্চল আইন, কাস্টমস আইন, আমদানি ও রপ্তানি আইন পর্যালোচনা করে এফটিজেড প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো, বিধি ও নির্দেশিকা প্রণয়নের কাজ করবে।
এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, জাতীয় কমিটির কার্যকর সমন্বয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে চলতি বছরের মধ্যেই প্রথম এফটিজেড জোন ঘোষণার পথ সুগম হবে। বাংলাদেশকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এফটিজেড তার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বেজার তথ্য অনুযায়ী, এফটিজেড প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণ, ভৌগোলিক সুবিধা, অবকাঠামো ও লজিস্টিক সহায়তা বিশ্লেষণ এবং অংশীজন নির্ধারণের কাজ চলমান। এ লক্ষ্যে গত ২১ এপ্রিল জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং এর প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ মে।
সিঙ্গাপুরের জুরং দ্বীপ ও দুবাইয়ের জেবেল আলী মুক্ত অঞ্চলের মতো সফল এফটিজেড মডেল বিশ্লেষণ করে বাংলাদেশে উপযোগী কাঠামো তৈরি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
এই উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। এতে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রতিনিধিরা যুক্ত আছেন। কমিটি দেশের বিদ্যমান আইন—যেমন অর্থনৈতিক অঞ্চল আইন, কাস্টমস আইন, আমদানি ও রপ্তানি আইন পর্যালোচনা করে এফটিজেড প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো, বিধি ও নির্দেশিকা প্রণয়নের কাজ করবে।
এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, জাতীয় কমিটির কার্যকর সমন্বয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হলে চলতি বছরের মধ্যেই প্রথম এফটিজেড জোন ঘোষণার পথ সুগম হবে। বাংলাদেশকে একটি গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এফটিজেড তার একটি গুরুত্বপূর্ণ উপাদান।
বেজার তথ্য অনুযায়ী, এফটিজেড প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান চিহ্নিতকরণ, ভৌগোলিক সুবিধা, অবকাঠামো ও লজিস্টিক সহায়তা বিশ্লেষণ এবং অংশীজন নির্ধারণের কাজ চলমান। এ লক্ষ্যে গত ২১ এপ্রিল জাতীয় কমিটি গঠন করা হয়েছে এবং এর প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ৬ মে।
সিঙ্গাপুরের জুরং দ্বীপ ও দুবাইয়ের জেবেল আলী মুক্ত অঞ্চলের মতো সফল এফটিজেড মডেল বিশ্লেষণ করে বাংলাদেশে উপযোগী কাঠামো তৈরি করা হবে। এই উদ্যোগের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৭ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
২১ ঘণ্টা আগে