নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি হিসাবে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে। শুধু তা-ই নয়, সাড়ে ৪ কোটি থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা উন্নত বিশ্বের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয় চা দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি চাল শুধু প্যাকেট করে ৭০-৭৫ টাকায় বিক্রি করছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি সিম্পল প্রশ্ন আমার রয়ে গেছে, সেদিনও বলতে চেয়েছিলাম। যে চালটা ৫০ টাকা, সেটি শুধু প্যাকেট করে ৭০-৭৫ টাকা দরে বিক্রি করছে। একই চাল খোলাবাজারে ক্রেতা কম দামে কিনতে পারেন। নিশ্চয়ই তাঁরা কাস্টমার পাচ্ছেন বলেই বিক্রি করতে পারছেন। মানুষের অর্থনৈতিক অবস্থার কারণে তাঁরা আজকে প্যাকেটজাত খাবার খাচ্ছেন। না হলে একই চাল বাজারে কম দামেও পাওয়া যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ এখন মোটা চাল খেতে চাচ্ছে না। বাজারে মোটা চালের ক্রেতা নেই। মোটা চাল চিকন করা হচ্ছে। সেই চাল বেশি টাকা দিয়ে কিনে খাচ্ছেন মানুষ।’
চালের দাম নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চালের বাজার মূলত খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। খাদ্য মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে তা করা হবে। খাদ্য মন্ত্রণালয় আটটি টিম কাজ করেছে। এসব টিম এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।’
দেশের বাজারে চালের কোনো সংকট নেই। কোথাও কোথাও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১৭ কোটি থেকে ৩ কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাঁদের মধ্যে সাড়ে ৪ থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো। দরিদ্র শ্রেণির ৩ কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করা হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’

সরকারি হিসাবে গত কয়েক বছরের মধ্যে বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতা অনেক বেড়েছে। শুধু তা-ই নয়, সাড়ে ৪ কোটি থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা উন্নত বিশ্বের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্বিতীয় চা দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মন্ত্রী।
ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি চাল শুধু প্যাকেট করে ৭০-৭৫ টাকায় বিক্রি করছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘একটি সিম্পল প্রশ্ন আমার রয়ে গেছে, সেদিনও বলতে চেয়েছিলাম। যে চালটা ৫০ টাকা, সেটি শুধু প্যাকেট করে ৭০-৭৫ টাকা দরে বিক্রি করছে। একই চাল খোলাবাজারে ক্রেতা কম দামে কিনতে পারেন। নিশ্চয়ই তাঁরা কাস্টমার পাচ্ছেন বলেই বিক্রি করতে পারছেন। মানুষের অর্থনৈতিক অবস্থার কারণে তাঁরা আজকে প্যাকেটজাত খাবার খাচ্ছেন। না হলে একই চাল বাজারে কম দামেও পাওয়া যাচ্ছে।’
মন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ এখন মোটা চাল খেতে চাচ্ছে না। বাজারে মোটা চালের ক্রেতা নেই। মোটা চাল চিকন করা হচ্ছে। সেই চাল বেশি টাকা দিয়ে কিনে খাচ্ছেন মানুষ।’
চালের দাম নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী টিপু মুনশি বলেন, ‘চালের বাজার মূলত খাদ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। খাদ্য মন্ত্রণালয় থেকে কোনো সহযোগিতা চাওয়া হলে তা করা হবে। খাদ্য মন্ত্রণালয় আটটি টিম কাজ করেছে। এসব টিম এরই মধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।’
দেশের বাজারে চালের কোনো সংকট নেই। কোথাও কোথাও কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে ১৭ কোটি থেকে ৩ কোটি বাদ দিলে যে ১৪ কোটি থাকে, তাঁদের মধ্যে সাড়ে ৪ থেকে ৫ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড (পশ্চিমা বিশ্ব) ইউরোপের মতো। দরিদ্র শ্রেণির ৩ কোটি মানুষকে অ্যাডজাস্ট করা দরকার, সেটার চেষ্টাই করা হচ্ছে। মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে।’

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৪ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৫ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৮ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
৯ ঘণ্টা আগে