নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধিদলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বৈঠকে আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দর নেতৃত্বে ছিল চার সদস্যের টিম। দুদকের পক্ষে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এবং মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশনের আইন বিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন আইএমএফের সদস্যরা। তিনি বলেন, ‘দুদকের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা তাঁরা জানতে চেয়েছেন।’
মানি লন্ডারিং নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘এ ব্যাপারে তেমন কোনো কথা হয়নি। তবে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিকভাবে দুদকের যে সম্পৃক্ততা রয়েছে সেটা কীভাবে সহযোগিতা করা যায় তার ওপর গুরুত্বারোপ করেছেন।’
বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে ৪ অক্টোবর ঢাকা আসে আইএমএফের দলটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে। এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফের দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা দিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।
আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে।

বাংলাদেশ সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার সদস্যের একটি প্রতিনিধিদল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে বৈঠক করেছে।
আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে ১২টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে বৈঠক হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধিদলের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
বৈঠকে আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দর নেতৃত্বে ছিল চার সদস্যের টিম। দুদকের পক্ষে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন এবং মানি লন্ডারিংয়ের মহাপরিচালক মোকাম্মেলসহ চারজন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুদক সচিব মাহবুব হোসেন গণমাধ্যমকে জানান, দুর্নীতি দমন কমিশনের আইন বিধি ও কর্মপদ্ধতি সম্পর্কে অবগত হয়েছেন আইএমএফের সদস্যরা। তিনি বলেন, ‘দুদকের বর্তমান কর্মপ্রক্রিয়া ও ভবিষ্যৎ পরিকল্পনা কী সেটা তাঁরা জানতে চেয়েছেন।’
মানি লন্ডারিং নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে মাহবুব হোসেন বলেন, ‘এ ব্যাপারে তেমন কোনো কথা হয়নি। তবে বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিকভাবে দুদকের যে সম্পৃক্ততা রয়েছে সেটা কীভাবে সহযোগিতা করা যায় তার ওপর গুরুত্বারোপ করেছেন।’
বাংলাদেশকে দ্বিতীয় কিস্তি ঋণ দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে ৪ অক্টোবর ঢাকা আসে আইএমএফের দলটি। ঋণ দেওয়ার ক্ষেত্রে আইএমএফ দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কিছু শর্ত দেয়। সেই সঙ্গে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠার কথাও বলে। এসব বিষয়ে বাংলাদেশে আসা আইএমএফের দলটি সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থার সঙ্গে আলোচনা শুরু করে। আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত কতটা পূরণ হয়েছে এবং সরকারি বিভাগগুলো শর্ত পূরণে কী ধরনের পদক্ষেপ নিয়েছে তা দিয়ে এসব বৈঠকে আলোচনা হয়।
আইএমএফের এবারের সফরে বাংলাদেশ ব্যাংক, এনবিআরসহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৫ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৮ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৯ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে