আজকের পত্রিকা ডেস্ক

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লেনদেনে বাংলাদেশ ব্যাংক যেসব বিনিময় হার ব্যবহার করে, তা নিচে উল্লেখ করা হলো। ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কিন ডলার/বাংলাদেশি টাকা (ইউএসডি/বিডিটি) কেনা ও বিক্রির হার এখানে দেখানো হয়েছে। অন্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের হিসাব নিউইয়র্ক ও ঢাকার সমাপনী বিনিময় হারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
আজ ২৮ জুলাই, সোমবার দেশের বাজারে ডলার কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৬০ পয়সা দরে এবং বিক্রির ক্ষেত্রে ডলারের মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৯৫ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৭০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৫ দশমিক ২৮ টাকা।
মুদ্রা বাজারে আজ সোমবার ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪৩ টাকা ৯৩ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪৪ টাকা ৩৯ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৪২ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৪২ পয়সার একটু বেশি। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৮০ দশমিক ৪৯ ডলার ও ৮০ দশমিক ৭৫ ডলার।
এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৭ দশমিক ১০ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৭ দশমিক ১৬ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায়ই একই।

টাকার আন্তঃব্যাংক ও গ্রাহক লেনদেনের বিনিময় হার ডিলার ব্যাংকগুলো চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে নির্ধারণ করে। বাজারে শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক (বিবি) ডিলার ব্যাংকের সঙ্গে প্রচলিত আন্তঃব্যাংক বিনিময় হারে মার্কিন ডলার কেনা-বেচা করে।
সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে লেনদেনে বাংলাদেশ ব্যাংক যেসব বিনিময় হার ব্যবহার করে, তা নিচে উল্লেখ করা হলো। ঢাকার আন্তঃব্যাংক বাজারে সর্বোচ্চ ও সর্বনিম্ন মার্কিন ডলার/বাংলাদেশি টাকা (ইউএসডি/বিডিটি) কেনা ও বিক্রির হার এখানে দেখানো হয়েছে। অন্য বৈদেশিক মুদ্রার সঙ্গে টাকার বিনিময় হারের হিসাব নিউইয়র্ক ও ঢাকার সমাপনী বিনিময় হারের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।
আজ ২৮ জুলাই, সোমবার দেশের বাজারে ডলার কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৬০ পয়সা দরে এবং বিক্রির ক্ষেত্রে ডলারের মূল্য ধরা হয়েছে ১২২ টাকা ৯৫ পয়সা। ব্রিটিশ পাউন্ড স্টারলিং কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৬৪ টাকা ৭০ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ১৬৫ দশমিক ২৮ টাকা।
মুদ্রা বাজারে আজ সোমবার ইউরো বিক্রির ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৪৩ টাকা ৯৩ পয়সা এবং বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৪৪ টাকা ৩৯ পয়সা। ভারতীয় রুপি ক্রয়মূল্য ধরা হয়েছে ১ টাকা ৪২ পয়সা এবং বিক্রয়মূল্য ১ টাকা ৪২ পয়সার একটু বেশি। অস্ট্রেলিয়ান ডলারের দুই মূল্য যথাক্রমে ৮০ দশমিক ৪৯ ডলার ও ৮০ দশমিক ৭৫ ডলার।
এদিকে, আজ দেশের বাজারে চাইনিজ ইউয়ান কেনার ক্ষেত্রে মূল্য ধরা হয়েছে ১৭ দশমিক ১০ টাকা, বিক্রির ক্ষেত্রে ধরা হয়েছে ১৭ দশমিক ১৬ টাকা। তবে, জাপানি ইয়েনের ক্ষেত্রে বিক্রির মূল্য নির্ধারণ করা হয়েছে ০ দশমিক ৮৩ টাকা এবং বিক্রির ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায়ই একই।

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র কোম্পানিটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তিনি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পুঁজিবাজার ও ব্লক মার্কেট থেকে শেয়ারগুলো ক্রয় করবেন বলে গতকাল বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
দেশে ভেনামি চিংড়ি চাষে ব্যবহৃত পোনা আমদানির নতুন ও বিদ্যমান সব অনুমোদন স্থগিত করেছে সরকার। রোগ সংক্রমণ, পরিবেশগত ক্ষতি এবং দেশীয় চিংড়িশিল্পের ওপর বিরূপ প্রভাবের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা, উৎপাদনহীন ও নিয়মিত লভ্যাংশ দিতে ব্যর্থ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মূল বোর্ড থেকে সরিয়ে একটি পৃথক প্ল্যাটফর্মে নেওয়ার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় গঠিত উচ্চপর্যায়ের কমিটি। প্রস্তাবিত নতুন এই প্ল্যাটফর্মের নাম ‘আর’ ক্যাটাগরি।
১২ ঘণ্টা আগে
চলতি বছর দেশের অর্থনীতির সামনে পাঁচটি বড় ঝুঁকি স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২৬ অনুযায়ী, এই ঝুঁকির তালিকার শীর্ষে রয়েছে অপরাধ ও অবৈধ অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার।
১২ ঘণ্টা আগে