নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেছেন, ‘এটা নির্বাচনের বছর। ডলারেরও সংকট চলছে। আমদানি কমে গেছে; ব্যবসার গতি কমে গেছে। ফলে এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।
চলতি অর্থবছরের ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এ সময়ের মধ্যে সবাইকে কর আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে করদাতা করসেবা মাস পালন করবে এনবিআর। ওই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজস্ব আয়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাসজুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া ই–পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করবে এনবিআর। এবারের আয়কর দিবসের প্রতিপাদ্য—কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগান ঠিক করা হয়েছে এমন—আমরা বদলে যাব, আমরা বদলে দেব।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০২২–২৩ অর্থবছর পর্যন্ত টিআইএন–ধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন।’
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘প্রয়োজনে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়, কিন্তু তাঁদের সবার আয়কর প্রযোজ্য নয়। এ কারণে টিআইএনের সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়। তবে এনবিআর ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’

নির্বাচনের বছরে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হলে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
তিনি বলেছেন, ‘এটা নির্বাচনের বছর। ডলারেরও সংকট চলছে। আমদানি কমে গেছে; ব্যবসার গতি কমে গেছে। ফলে এমন পরিস্থিতিতে লক্ষ্যমাত্রা অনুসারে রাজস্ব আয় করা অনেক বড় চ্যালেঞ্জ।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।
চলতি অর্থবছরের ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস। এ সময়ের মধ্যে সবাইকে কর আয়কর রিটার্ন দাখিলে উদ্বুদ্ধ করতে করদাতা করসেবা মাস পালন করবে এনবিআর। ওই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজস্ব আয়ের নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, ‘আগের কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও আয়কর মেলা হবে না। তবে নভেম্বর মাসজুড়ে দেশের প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে সেবা দেওয়া হবে। করদাতারা নিজেদের কর অঞ্চলে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে পারবেন। এ ছাড়া ই–পেমেন্টের মাধ্যমে করদাতারা আয়কর পরিশোধ করতে পারবেন।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর আয়কর দিবস পালন করবে এনবিআর। এবারের আয়কর দিবসের প্রতিপাদ্য—কর দেব গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। স্লোগান ঠিক করা হয়েছে এমন—আমরা বদলে যাব, আমরা বদলে দেব।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘২০২২–২৩ অর্থবছর পর্যন্ত টিআইএন–ধারীর সংখ্যা ছিল ৯০ লাখ ৩ হাজার ২০৬। গত সেপ্টেম্বর পর্যন্ত তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৯৩ লাখ ৪৬ হাজার ৮৫৯ জন।’
আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘প্রয়োজনে অনেক ব্যক্তিকে টিআইএন সনদ নিতে হয়, কিন্তু তাঁদের সবার আয়কর প্রযোজ্য নয়। এ কারণে টিআইএনের সংখ্যার সঙ্গে প্রকৃত করদাতার সংখ্যার তারতম্য হয়। তবে এনবিআর ব্যক্তি করদাতার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে।’

ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
৪ ঘণ্টা আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বড় ধরনের কাটছাঁটের মুখে পড়ছে আটটি মেগা প্রকল্প। পরিকল্পনা কমিশনের খসড়া অনুযায়ী, এসব প্রকল্পে বরাদ্দ কমছে মোট ১৩ হাজার ৩৪৯ কোটি ৭০ লাখ টাকা। অবকাঠামো খাতেই এই সংকোচন সবচেয়ে বেশি।
৪ ঘণ্টা আগে
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের মন্দা দেখা দেওয়ায় হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ ঘাটতির পরিমাণ ১ হাজার ১৩ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে