নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত গতি নেই উন্নয়ন বাজেটে। গত সাত মাসে মন্ত্রণালয়গুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের হার গত এক যুগে সর্বনিম্নে নেমেছে। এই অবস্থায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। কাটছাঁটের পর ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকায় নেমেছে সংশোধিত এডিপি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি বা আরএডিপি অনুমোদন করা হয়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, চলিত অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রকল্প সাহায্য অংশ ৯৩ হাজার কোটি টাকা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে।
তবে দেশীয় অর্থায়নের (জিওবি) অংশ এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকাই থাকছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নে কিছু প্রকল্প রয়েছে, সেগুলোর অর্থায়ন যোগ করলে এডিপির মোট আকার দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা।
আরএডিপিতে প্রকল্প বেড়ে ১ হাজার ৬২৭টি হয়েছে। অর্থসংকটের এই সময়েও নতুন প্রকল্প যোগ হয়েছে ১৮২ টি। অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে ৬২৭ টি। গত সাত মাসে এডিপি বাস্তবায়ন ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশকে সর্বনিম্ন।

অর্থবছরের অর্ধেকের বেশি সময় পার হলেও কাঙ্ক্ষিত গতি নেই উন্নয়ন বাজেটে। গত সাত মাসে মন্ত্রণালয়গুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের হার গত এক যুগে সর্বনিম্নে নেমেছে। এই অবস্থায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমানো হয়েছে। কাটছাঁটের পর ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি টাকায় নেমেছে সংশোধিত এডিপি।
আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি বা আরএডিপি অনুমোদন করা হয়। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভা শেষে বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, চলিত অর্থবছরের মূল এডিপির আকার ছিল ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ২৭ হাজার ৫৬৬ কোটি ৯ লাখ টাকা। প্রকল্প সাহায্য অংশ ৯৩ হাজার কোটি টাকা থেকে সাড়ে ১৮ হাজার কোটি টাকা কমে ৭৪ হাজার ৫০০ কোটি টাকা হয়েছে।
তবে দেশীয় অর্থায়নের (জিওবি) অংশ এক লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকাই থাকছে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এর বাইরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অর্থায়নে কিছু প্রকল্প রয়েছে, সেগুলোর অর্থায়ন যোগ করলে এডিপির মোট আকার দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৫৬০ কোটি টাকা।
আরএডিপিতে প্রকল্প বেড়ে ১ হাজার ৬২৭টি হয়েছে। অর্থসংকটের এই সময়েও নতুন প্রকল্প যোগ হয়েছে ১৮২ টি। অননুমোদিত নতুন প্রকল্পের তালিকায় রয়েছে ৬২৭ টি। গত সাত মাসে এডিপি বাস্তবায়ন ২৮ দশমিক ১৬ শতাংশ। বাস্তবায়নের এ হার গত এক দশকে সর্বনিম্ন।

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত ১০ থেকে ৩০ কাউন্ট মানের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস অর্থাৎ শুল্কমুক্ত সুবিধা প্রত্যাহারের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশীয় স্পিনিং-শিল্পের অস্তিত্ব রক্ষা, রপ্তানি খাতে মূল্য সংযোজন বাড়ানো ও এলডিসি উত্তরণপরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার উদ্দেশ্যে এমন
৩ ঘণ্টা আগে
দেশের নির্মাণসামগ্রী খাতে নতুন মাত্রা যোগ করেছে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। সারা বিশ্বেই র্যাপিড হার্ডেনিং সিমেন্ট বর্তমানে বড় পরিসরে ব্যবহৃত হচ্ছে। নতুন দিনের নির্মাণ চাহিদা পূরণে এবং দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করতে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট ব্যবহারের প্রচলন আমাদের দেশে এখনো তুলনামূলকভাবে নতুন।
৫ ঘণ্টা আগে
চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৯ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৯ ঘণ্টা আগে