নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে। তবে একই সঙ্গে বাড়ছে তীব্র চাপ ও প্রতিযোগিতা। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু মাসওয়ারি প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ বাজার ধরে রাখার সঙ্গে সঙ্গে আরও কৌশলী হওয়ার সময় এসেছে বাংলাদেশের জন্য।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৮.০৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। তবে শুধু জানুয়ারি-মার্চ সময়ে এই প্রবৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ। অর্থাৎ মার্চের তুলনায় এপ্রিল মাসে রপ্তানির গতি কিছুটা শ্লথ হয়েছে।
তবে পুরো চিত্র শুধু পরিমাণের নয়, আয়ের দিকেও একটি ইতিবাচক বার্তা রয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল সময়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়েছে ১৯.৭১ শতাংশ এবং ইউনিট মূল্য বেড়েছে ৩.৫৭ শতাংশ। এর মানে হচ্ছে, রপ্তানিকৃত প্রতিটি পোশাক থেকে আয় কিছুটা হলেও বাড়ছে। যদিও এই হার এখনো চীনের তুলনায় কম। যেখানে একই সময়ে চীনের রপ্তানি ২১.৪৯ শতাংশ বেড়ে ৮.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ইউনিট মূল্য বেড়েছে ৭.৩৭ শতাংশ। অর্থাৎ ইইউতে প্রতি ইউনিট পোশাক রপ্তানির বিপরীতে চীন বাংলাদেশের চাইতে বাড়তি মূল্য পাচ্ছে ৩ দশমিক ৮ শতাংশ, যা প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও মজবুত করেছে। ভিয়েতনামও পিছিয়ে নেই; দেশটির রপ্তানি বেড়েছে ১৫.৬২ শতাংশ এবং ইউনিট মূল্য বেড়েছে ৫.৬৮ শতাংশ। এ ছাড়া ভারত, পাকিস্তান ও কম্বোডিয়াও শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে।
অন্যদিকে তুরস্কের চিত্র ভিন্ন। তাদের রপ্তানি কমেছে ৫.৪১ শতাংশ, যা বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য কিছুটা স্বস্তির জায়গা হলেও সামগ্রিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতার চাপ অব্যাহতভাবে মোকাবিলা করতে হচ্ছে।

এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইইউ বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি নিয়মকানুনও জটিল হচ্ছে। সামনে নতুন আইন আসছে, সেগুলোর জন্য প্রস্তুত হতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।’ তাঁর মতে, এখনই সময় উৎপাদনের দক্ষতা বাড়ানো, প্রযুক্তি সংযোজন ও টেকসই উৎপাদনে গুরুত্ব দেওয়ার।
মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘একই সঙ্গে আমাদের বিকল্প বাজার খুঁজে বের করতে হবে। শুধু ইইউ আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করলে ঝুঁকি বাড়বে। আফ্রিকা, লাতিন আমেরিকা বা এশিয়ার নতুন বাজারে ঢোকার উদ্যোগ এখনই নিতে হবে।’

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছে। তবে একই সঙ্গে বাড়ছে তীব্র চাপ ও প্রতিযোগিতা। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় রপ্তানি উল্লেখযোগ্য হারে বেড়েছে, কিন্তু মাসওয়ারি প্রবৃদ্ধিতে ধীরগতি লক্ষ করা যাচ্ছে। অর্থাৎ বাজার ধরে রাখার সঙ্গে সঙ্গে আরও কৌশলী হওয়ার সময় এসেছে বাংলাদেশের জন্য।
ইইউর পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্যমতে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়ে দাঁড়িয়েছে ৮.০৭ বিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি। তবে শুধু জানুয়ারি-মার্চ সময়ে এই প্রবৃদ্ধির হার ছিল ২৯ শতাংশ। অর্থাৎ মার্চের তুলনায় এপ্রিল মাসে রপ্তানির গতি কিছুটা শ্লথ হয়েছে।
তবে পুরো চিত্র শুধু পরিমাণের নয়, আয়ের দিকেও একটি ইতিবাচক বার্তা রয়েছে। জানুয়ারি থেকে এপ্রিল সময়ে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়েছে ১৯.৭১ শতাংশ এবং ইউনিট মূল্য বেড়েছে ৩.৫৭ শতাংশ। এর মানে হচ্ছে, রপ্তানিকৃত প্রতিটি পোশাক থেকে আয় কিছুটা হলেও বাড়ছে। যদিও এই হার এখনো চীনের তুলনায় কম। যেখানে একই সময়ে চীনের রপ্তানি ২১.৪৯ শতাংশ বেড়ে ৮.৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ইউনিট মূল্য বেড়েছে ৭.৩৭ শতাংশ। অর্থাৎ ইইউতে প্রতি ইউনিট পোশাক রপ্তানির বিপরীতে চীন বাংলাদেশের চাইতে বাড়তি মূল্য পাচ্ছে ৩ দশমিক ৮ শতাংশ, যা প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও মজবুত করেছে। ভিয়েতনামও পিছিয়ে নেই; দেশটির রপ্তানি বেড়েছে ১৫.৬২ শতাংশ এবং ইউনিট মূল্য বেড়েছে ৫.৬৮ শতাংশ। এ ছাড়া ভারত, পাকিস্তান ও কম্বোডিয়াও শক্তিশালী প্রবৃদ্ধি দেখিয়েছে।
অন্যদিকে তুরস্কের চিত্র ভিন্ন। তাদের রপ্তানি কমেছে ৫.৪১ শতাংশ, যা বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য কিছুটা স্বস্তির জায়গা হলেও সামগ্রিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতার চাপ অব্যাহতভাবে মোকাবিলা করতে হচ্ছে।

এ প্রসঙ্গে বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইইউ বাজারে প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি নিয়মকানুনও জটিল হচ্ছে। সামনে নতুন আইন আসছে, সেগুলোর জন্য প্রস্তুত হতে না পারলে আমরা পিছিয়ে পড়ব।’ তাঁর মতে, এখনই সময় উৎপাদনের দক্ষতা বাড়ানো, প্রযুক্তি সংযোজন ও টেকসই উৎপাদনে গুরুত্ব দেওয়ার।
মহিউদ্দিন রুবেল আরও বলেন, ‘একই সঙ্গে আমাদের বিকল্প বাজার খুঁজে বের করতে হবে। শুধু ইইউ আর যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করলে ঝুঁকি বাড়বে। আফ্রিকা, লাতিন আমেরিকা বা এশিয়ার নতুন বাজারে ঢোকার উদ্যোগ এখনই নিতে হবে।’

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৬ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৬ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৬ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
২০ ঘণ্টা আগে