
‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে আগামীকাল পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী পর্যটন খাতে ধস নেমেছে। কঠোর লক ডাউনের কারণে কমে যায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য। কোভিড-১৯ এর ধাক্কা সামলে নতুন করে পথ চলার প্রয়াসে উদ্যাপিত হবে এবারের বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) দিবসটি উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে নানা কর্মসূচি আয়োজন করেছে।
সকাল সাড়ে ৭টার দিকে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২২’ এর কর্মসূচি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মো. মাহবুব আলী এমপি। দিবসটি উপলক্ষে পর্যটন ভবন হতে বর্ণাঢ্য র্যালি আয়োজন ছাড়াও বাপকের হোটেল, মোটেলে আবাসনের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট থাকবে। সকাল ৭টা হতে পর্যটন ভবনের নিচতলার উন্মুক্ত স্থান ও সম্মুখে রাস্তার আইল্যান্ডে খাবারের স্টলগুলোতে বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের বৈচিত্র্যময় রেসিপি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার, পানীয় ও পিঠা-পায়েস ও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যু এতে উপস্থাপিত হবে।
উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং খাবারগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হবে। আরও থাকবে লাইভ কুকিং শো। এ ছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাপকের ভ্রমণ ইউনিট স্বল্পমূল্যে ও বিনা মূল্যে ৩টি সিটি ট্যুর পরিচালিত করবে—
১. নামমাত্র মূল্যে ন্যাশনাল হোটেল অ্যান্ড টুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) শিক্ষার্থীদের নিয়ে সোনারগাঁও প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য বড় জমিদার বাড়ি, লোক ও কারুশিল্প জাদুঘর, কারুপল্লি ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ঈশাখাঁ জমিদার বাড়ি এবং ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করবে। এতে মোট ২৬ জন শিক্ষার্থীকে নেওয়া হবে।
২. স্কুলের ২৫ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঢাকা সিটি সাইট সিইং ট্যুরে পর্যটন ভবন থেকে বাপকের নিজস্ব বাসে করে জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর, ঢাকেশ্বরী মন্দির, লালাবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন থাকবে।
৩. সুবিধা বঞ্চিত শিশু পল্লির শিশুদের জন্য থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে খাবার পরিবেশনসহ ঢাকা-পদ্মা সেতু-ভাঙা ঢাকা অর্ধ দিবস প্যাকেজ ট্যুর।
এ ছাড়া আগামীকাল ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

‘পর্যটনে নতুন ভাবনা’ প্রতিপাদ্যে আগামীকাল পালিত হবে বিশ্ব পর্যটন দিবস। করোনা ভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী পর্যটন খাতে ধস নেমেছে। কঠোর লক ডাউনের কারণে কমে যায় দেশীয় ও আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য। কোভিড-১৯ এর ধাক্কা সামলে নতুন করে পথ চলার প্রয়াসে উদ্যাপিত হবে এবারের বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) দিবসটি উপলক্ষে আগারগাঁও পর্যটন ভবনে নানা কর্মসূচি আয়োজন করেছে।
সকাল সাড়ে ৭টার দিকে ‘বিশ্ব পর্যটন দিবস-২০২২’ এর কর্মসূচি উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জনাব মো. মাহবুব আলী এমপি। দিবসটি উপলক্ষে পর্যটন ভবন হতে বর্ণাঢ্য র্যালি আয়োজন ছাড়াও বাপকের হোটেল, মোটেলে আবাসনের ওপর ৩০ শতাংশ ডিসকাউন্ট থাকবে। সকাল ৭টা হতে পর্যটন ভবনের নিচতলার উন্মুক্ত স্থান ও সম্মুখে রাস্তার আইল্যান্ডে খাবারের স্টলগুলোতে বিভিন্ন রেস্তোরাঁয় পরিবেশিত খাবারের বৈচিত্র্যময় রেসিপি ও বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা রকম খাবার, পানীয় ও পিঠা-পায়েস ও বিভিন্ন আন্তর্জাতিক মেন্যু এতে উপস্থাপিত হবে।
উৎসবটি জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং খাবারগুলো স্বল্প মূল্যে বিক্রয় করা হবে। আরও থাকবে লাইভ কুকিং শো। এ ছাড়া বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাপকের ভ্রমণ ইউনিট স্বল্পমূল্যে ও বিনা মূল্যে ৩টি সিটি ট্যুর পরিচালিত করবে—
১. নামমাত্র মূল্যে ন্যাশনাল হোটেল অ্যান্ড টুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের (এনএইচটিটিআই) শিক্ষার্থীদের নিয়ে সোনারগাঁও প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্য বড় জমিদার বাড়ি, লোক ও কারুশিল্প জাদুঘর, কারুপল্লি ও অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন ও ঈশাখাঁ জমিদার বাড়ি এবং ঐতিহাসিক পানাম সিটি পরিদর্শন করবে। এতে মোট ২৬ জন শিক্ষার্থীকে নেওয়া হবে।
২. স্কুলের ২৫ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঢাকা সিটি সাইট সিইং ট্যুরে পর্যটন ভবন থেকে বাপকের নিজস্ব বাসে করে জাতীয় সংসদ ভবন, বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘর, ঢাকেশ্বরী মন্দির, লালাবাগ কেল্লা, কেন্দ্রীয় শহীদ মিনার ও মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন থাকবে।
৩. সুবিধা বঞ্চিত শিশু পল্লির শিশুদের জন্য থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে খাবার পরিবেশনসহ ঢাকা-পদ্মা সেতু-ভাঙা ঢাকা অর্ধ দিবস প্যাকেজ ট্যুর।
এ ছাড়া আগামীকাল ও পরদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
১৫ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
২০ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
১ দিন আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
১ দিন আগে