জয়নাল আবেদীন খান, ঢাকা

দেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তফসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তফসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপিঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তফসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তফসিল করা হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, এতে সাময়িক স্বস্তি তৈরি হলেও পুনঃ তফসিলের এই প্রবণতা আসলে দীর্ঘ মেয়াদে সমস্যা আরও গভীর করছে। ঋণ পুনঃ তফসিলের পরও খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, অর্থাৎ বিতরণ করা মোট ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ এখন খেলাপি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে তুলনামূলক কম পুনঃ তফসিল হলেও বছরের শেষ প্রান্তিকে হঠাৎ করে এই প্রবণতা তীব্র আকার ধারণ করে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পুনঃ তফসিল হয়েছে ২০ হাজার ৭৩২ কোটি টাকার ঋণ, যেখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পুনঃ তফসিলের পরিমাণ ছিল ৭ হাজার ৩৫৬ কোটি টাকা। বছরের শেষ সময়ে মাত্র তিন মাসে পুনঃ তফসিলের অঙ্ক প্রায় তিন গুণ বেড়ে যায়।
বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃ তফসিল নীতিমালা শিথিল করেছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টের বিনিময়ে ঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়। এই সুযোগে হাজার হাজার কোটি টাকার পুরোনো খেলাপি ঋণ ‘নিয়মিত’ দেখানোর চেষ্টা চলে। এখন দেখা যাচ্ছে, সেই পুনঃ তফসিল করা ঋণগুলোও আবার নতুন করে খেলাপিতে পরিণত হচ্ছে, ফলে ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম মনে করেন, পুনঃ তফসিলের নামে খেলাপি ঋণ চাপা দিয়ে লাভ হবে না। তাঁর মতে, বারবার পুনঃ তফসিল করে যাঁরা টাকা লোপাট করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। তবেই ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
ব্যাংকিং খাতের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোর পরিসংখ্যানেও। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপির হার এখন ৪২ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের তিন মাসের তুলনায় বেড়েছে। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে, যা একইভাবে ঊর্ধ্বমুখী।
অতীতের তথ্য বলছে, ২০২৩ সালে ঋণ পুনঃ তফসিলের পরিমাণ পৌঁছেছিল রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকায়, যেখানে ২০২২ সালে ছিল ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। তার আগের বছরগুলোতেও পুনঃ তফসিলের প্রবণতা কম ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্বেগজনক হারে বেড়েছে।

দেশের ব্যাংকিং খাতে আবারও ঋণ পুনঃ তফসিলের হিড়িক পড়েছে। পুরোনো ধারাবাহিকতায় বছরের পর বছর ঋণ পুনঃ তফসিল করে আড়াল করা হচ্ছে প্রকৃত খেলাপিঋণের চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বলছে, ২০২৪ সালে প্রায় ৫৭ হাজার কোটি টাকার ঋণ পুনঃ তফসিল হয়েছে। এর বড় একটি অংশ, প্রায় ৩৬ হাজার কোটি টাকা পুনঃ তফসিল করা হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টরা বলছেন, এতে সাময়িক স্বস্তি তৈরি হলেও পুনঃ তফসিলের এই প্রবণতা আসলে দীর্ঘ মেয়াদে সমস্যা আরও গভীর করছে। ঋণ পুনঃ তফসিলের পরও খেলাপি ঋণের বোঝা বেড়েই চলেছে। ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১১ হাজার ৪০২ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা, অর্থাৎ বিতরণ করা মোট ঋণের প্রায় ২০ দশমিক ২ শতাংশ এখন খেলাপি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম ৯ মাসে তুলনামূলক কম পুনঃ তফসিল হলেও বছরের শেষ প্রান্তিকে হঠাৎ করে এই প্রবণতা তীব্র আকার ধারণ করে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে পুনঃ তফসিল হয়েছে ২০ হাজার ৭৩২ কোটি টাকার ঋণ, যেখানে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে পুনঃ তফসিলের পরিমাণ ছিল ৭ হাজার ৩৫৬ কোটি টাকা। বছরের শেষ সময়ে মাত্র তিন মাসে পুনঃ তফসিলের অঙ্ক প্রায় তিন গুণ বেড়ে যায়।
বিশ্লেষকেরা বলছেন, ২০২২ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক ঋণ পুনঃ তফসিল নীতিমালা শিথিল করেছিল। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টের বিনিময়ে ঋণ পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দেওয়া হয়। এই সুযোগে হাজার হাজার কোটি টাকার পুরোনো খেলাপি ঋণ ‘নিয়মিত’ দেখানোর চেষ্টা চলে। এখন দেখা যাচ্ছে, সেই পুনঃ তফসিল করা ঋণগুলোও আবার নতুন করে খেলাপিতে পরিণত হচ্ছে, ফলে ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বাড়ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মইনুল ইসলাম মনে করেন, পুনঃ তফসিলের নামে খেলাপি ঋণ চাপা দিয়ে লাভ হবে না। তাঁর মতে, বারবার পুনঃ তফসিল করে যাঁরা টাকা লোপাট করেছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের টাকা ফিরিয়ে আনতে হবে। তবেই ব্যাংকের ওপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
ব্যাংকিং খাতের সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি ব্যাংকগুলোর পরিসংখ্যানেও। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের মধ্যে খেলাপির হার এখন ৪২ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের তিন মাসের তুলনায় বেড়েছে। অন্যদিকে, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশে পৌঁছেছে, যা একইভাবে ঊর্ধ্বমুখী।
অতীতের তথ্য বলছে, ২০২৩ সালে ঋণ পুনঃ তফসিলের পরিমাণ পৌঁছেছিল রেকর্ড ৯১ হাজার ২২১ কোটি টাকায়, যেখানে ২০২২ সালে ছিল ৬৩ হাজার ৭২০ কোটি টাকা। তার আগের বছরগুলোতেও পুনঃ তফসিলের প্রবণতা কম ছিল না, তবে সাম্প্রতিক বছরগুলোতে এটি উদ্বেগজনক হারে বেড়েছে।

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
৪৩ মিনিট আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১ ঘণ্টা আগে
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় নেতারা এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক কর্মকর্তাদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বকালে ২০০২ সালে স্থাপিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন
২ ঘণ্টা আগে
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) চেয়ারপারসন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে