নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্রের বাজারে এগিয়ে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাতের পক্ষে কথা বলেছে মার্কিন বাণিজ্য সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। দেশটির আন্তর্জাতিক ট্রেড কমিশনের শুনানিতে অংশ নিয়ে সংগঠনটি বলেছে, উচ্চ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক প্রবেশ করানোর পরও সরবরাহে তৃতীয় অবস্থানে আছে এই দেশ।
এএএফএ, বিজিএমইএ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে। শুনানিতে এএএফএ আরও বলেছে, কারখানার কর্মপরিবেশ উন্নত করা, জোরপূর্বক শ্রমিক ছাঁটাইয়ের অবসান ঘটানো, মানসম্পন্ন পণ্য তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কারণেই দেশটি মার্কিন বাজারে এগিয়ে থাকতে পেরেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রেড কমিশন সম্প্রতি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে দেশটিতে আমদানি করা পোশাকের দাম বাড়া নিয়ে তদন্তের অংশ হিসেবে শুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে এএএফএ ভাইস প্রেসিডেন্ট বেথ হাগিশ বলেন, এই পাঁচ দেশ যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির গুরুত্বপূর্ণ উৎস। দেশগুলো থেকে পোশাক আনা প্রতিযোগিতাপূর্ণ। কারণ তারা এরই মধ্যে দায়িত্বশীল, বিশ্বস্ত ও দক্ষ শিল্প হিসেবে গড়ে উঠেছে। শুধু তা-ই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে দূষণমুক্ত রাখতে কার্বন নিঃসারণও কমিয়ে আনছে দেশগুলো।
বেথ হাগিশ আরও বলেন, ‘বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা এই খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন। ফলে আমাদের সরবরাহব্যবস্থায় তাঁরা অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো অবদান রাখতে পারছেন এবং তাঁদের এই প্রচেষ্টা সামনেও অব্যাহত থাকবে।’
শুনানির বিষয়ে বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুনানিতে আমাদের পোশাক খাত নিয়ে এএএফএর বক্তব্যের কথা শুনেছি। এখনো সাংগঠনিকভাবে পর্যালোচনা করিনি। তবে এটুকু বলতে পারি, পোশাক খাতের এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। শুধু দামের ওপর আমরা টিকে থাকতে পারছি না। এর পরও রপ্তানির বিল পাওয়া নিয়ে নানা জটিলতা। এসব সমস্যা নিরসন দরকার।’

যুক্তরাষ্ট্রের বাজারে এগিয়ে থাকা বাংলাদেশের তৈরি পোশাক খাতের পক্ষে কথা বলেছে মার্কিন বাণিজ্য সংগঠন আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ)। দেশটির আন্তর্জাতিক ট্রেড কমিশনের শুনানিতে অংশ নিয়ে সংগঠনটি বলেছে, উচ্চ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক প্রবেশ করানোর পরও সরবরাহে তৃতীয় অবস্থানে আছে এই দেশ।
এএএফএ, বিজিএমইএ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে। শুনানিতে এএএফএ আরও বলেছে, কারখানার কর্মপরিবেশ উন্নত করা, জোরপূর্বক শ্রমিক ছাঁটাইয়ের অবসান ঘটানো, মানসম্পন্ন পণ্য তৈরি করার ক্ষেত্রে বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টার কারণেই দেশটি মার্কিন বাজারে এগিয়ে থাকতে পেরেছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ট্রেড কমিশন সম্প্রতি বাংলাদেশ, ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে দেশটিতে আমদানি করা পোশাকের দাম বাড়া নিয়ে তদন্তের অংশ হিসেবে শুনানির আয়োজন করে। এতে অংশ নিয়ে এএএফএ ভাইস প্রেসিডেন্ট বেথ হাগিশ বলেন, এই পাঁচ দেশ যুক্তরাষ্ট্রে পোশাক আমদানির গুরুত্বপূর্ণ উৎস। দেশগুলো থেকে পোশাক আনা প্রতিযোগিতাপূর্ণ। কারণ তারা এরই মধ্যে দায়িত্বশীল, বিশ্বস্ত ও দক্ষ শিল্প হিসেবে গড়ে উঠেছে। শুধু তা-ই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে দূষণমুক্ত রাখতে কার্বন নিঃসারণও কমিয়ে আনছে দেশগুলো।
বেথ হাগিশ আরও বলেন, ‘বাংলাদেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা এই খাতে ব্যাপক বিনিয়োগ করেছেন। ফলে আমাদের সরবরাহব্যবস্থায় তাঁরা অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো অবদান রাখতে পারছেন এবং তাঁদের এই প্রচেষ্টা সামনেও অব্যাহত থাকবে।’
শুনানির বিষয়ে বিজিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘শুনানিতে আমাদের পোশাক খাত নিয়ে এএএফএর বক্তব্যের কথা শুনেছি। এখনো সাংগঠনিকভাবে পর্যালোচনা করিনি। তবে এটুকু বলতে পারি, পোশাক খাতের এখন ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আমাদের উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। শুধু দামের ওপর আমরা টিকে থাকতে পারছি না। এর পরও রপ্তানির বিল পাওয়া নিয়ে নানা জটিলতা। এসব সমস্যা নিরসন দরকার।’

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
৬ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
৬ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১০ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১০ ঘণ্টা আগে