নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে ২০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এটি আগের বছরের আগস্টের চেয়ে ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের জুলাই-আগস্ট সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। এই বছরের একই সময়ে এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল। এ সময়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
জানা যায়, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া হারের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। এতে প্রবাসীরা উৎসাহী হচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক মনে করে, রেমিট্যান্স প্রবাহ গত দুই মাস ধরে ইতিবাচক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের কারণে সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাসী আয় নেতিবাচক হলে ডলারের ওপর চাপ বাড়ে। বিশ্ববাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের ওপর চাপ পড়ে। এতে মার্কিন এ মুদ্রাটির দর অস্বাভাবিক বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংককেও ডলারের দর স্থিতিশীল রাখতে গলদঘর্ম হতে হয়। আমদানি নিয়ন্ত্রণসহ ডলারের প্রবাহ বাড়াতে নানান পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংকগুলো ব্যাংক হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করায় প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে সাড়া দিয়েছেন বলেই ব্যাংক কর্মকর্তারা জানান।
গতকাল আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডলারের ব্যাপক চাহিদা থাকায় গতকালও ব্যাংকগুলো ১০৬ টাকা পর্যন্ত দরে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করেছে। এর সঙ্গে প্রবাসীরা সরকারি আড়াই শতাংশ প্রণোদনাও পাচ্ছেন।

জুলাইয়ের ধারাবাহিকতায় আগস্টেও প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হয়েছে। আগস্ট মাসে ২০৪ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। এটি আগের বছরের আগস্টের চেয়ে ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার।
বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। গত বছরের জুলাই-আগস্ট সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৬৮ কোটি ২০ লাখ ডলার। এই বছরের একই সময়ে এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে আগের ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছিল। এ সময়ে ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
জানা যায়, ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া হারের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। এতে প্রবাসীরা উৎসাহী হচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক মনে করে, রেমিট্যান্স প্রবাহ গত দুই মাস ধরে ইতিবাচক রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপের কারণে সামনের দিনগুলোতেও তা অব্যাহত থাকবে।
বাংলাদেশের অর্থনীতির প্রাণ প্রবাসী আয় নেতিবাচক হলে ডলারের ওপর চাপ বাড়ে। বিশ্ববাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের ওপর চাপ পড়ে। এতে মার্কিন এ মুদ্রাটির দর অস্বাভাবিক বাড়তে থাকে। কেন্দ্রীয় ব্যাংককেও ডলারের দর স্থিতিশীল রাখতে গলদঘর্ম হতে হয়। আমদানি নিয়ন্ত্রণসহ ডলারের প্রবাহ বাড়াতে নানান পদক্ষেপ নেওয়া হয়। ব্যাংকগুলো ব্যাংক হারের চেয়ে বেশি দরে ডলার সংগ্রহ করায় প্রবাসীরা হুন্ডির বদলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোতে সাড়া দিয়েছেন বলেই ব্যাংক কর্মকর্তারা জানান।
গতকাল আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডলারের ব্যাপক চাহিদা থাকায় গতকালও ব্যাংকগুলো ১০৬ টাকা পর্যন্ত দরে প্রবাসীদের কাছ থেকে ডলার সংগ্রহ করেছে। এর সঙ্গে প্রবাসীরা সরকারি আড়াই শতাংশ প্রণোদনাও পাচ্ছেন।

এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১০ ঘণ্টা আগে
গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পাল্টা শুল্কের বাড়তি বোঝা শুধু মার্কিন অর্থনীতির ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক বাণিজ্যেও বড় ধরনের চাপ তৈরি করেছে। শুল্কের চাপে যুক্তরাষ্ট্রে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় তৈরি পোশাকের ব্র্যান্ড ক্রেতারা আমদানি কমিয়েছেন ১৮ দশমিক ৫৩ শতাংশ।
১০ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকায় উঠেছে। এটি দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এর আগে ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দেশের বাজারে সোনার...
১৩ ঘণ্টা আগে
সংকট কাটিয়ে উঠতে বাকিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানির সুযোগ দিল সরকার। এজন্য দেশি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট, বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স বা সাপ্লায়ার্স ক্রেডিটে আমদানি করা যাবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার দিয়ে বলেছে, ‘ক্রেডিটে আমদানির করা...
১৪ ঘণ্টা আগে