
চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে কয়েক শ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।
বিশ্বের মোট ১২৫টি দেশ এই প্রকল্পের বিষয়ে ঐকমত্য পোষণ করেছিল। যা ডব্লিউটিওর মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশ। মূলত বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য, বিনিয়োগ পরিবেশ উন্নতকরণ ও সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করার কথা।
ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’
এই বিষয়ে ডব্লিউটিওর বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতীয় বা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকিন গাম্প ট্রাসের বিশ্লেষক অ্যালান ইয়ানোভিচ বলেছেন, এই দুঃখজনক পদক্ষেপ বিশ্বের গরিব দেশগুলোর উন্নতিকে বাধাগ্রস্ত করবে।

চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বৈঠকে কয়েক শ বিলিয়ন ডলারের এই বিনিয়োগ প্রস্তাবের বিরুদ্ধে আপত্তি জানায় ভারত ও দক্ষিণ আফ্রিকা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।
বিশ্বের মোট ১২৫টি দেশ এই প্রকল্পের বিষয়ে ঐকমত্য পোষণ করেছিল। যা ডব্লিউটিওর মোট সদস্য সংখ্যার তিন-চতুর্থাংশ। মূলত বিনিয়োগের ক্ষেত্রে লাল ফিতার দৌরাত্ম্য, বিনিয়োগ পরিবেশ উন্নতকরণ ও সরাসরি বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করার কথা।
ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের বৈঠকের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’
এই বিষয়ে ডব্লিউটিওর বৈঠকে যোগ দিতে যাওয়া ভারতীয় বা দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে, ভারত ও দক্ষিণ আফ্রিকার এমন পদক্ষেপের সমালোচনা করেছেন বিশ্লেষকেরা। ওয়াশিংটনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকিন গাম্প ট্রাসের বিশ্লেষক অ্যালান ইয়ানোভিচ বলেছেন, এই দুঃখজনক পদক্ষেপ বিশ্বের গরিব দেশগুলোর উন্নতিকে বাধাগ্রস্ত করবে।

এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৩৪ মিনিট আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে পদ্মাসেতু পারাপারে যাত্রীরা টোল পরিশোধ করতে পারবেন নগদের মাধ্যমে। আজ রোববার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ডাকঘরের ডিজিটাল আর্থিক পরিষেবা নগদ।
৬ ঘণ্টা আগে
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসা পরিচালনার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালের সঙ্গে ১১টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৬ ঘণ্টা আগে