টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহকদের জমানো লাখ লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের মোবাইলে যাওয়া খুদে বার্তা (এমএমএস) সম্বল করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে দৌড়াচ্ছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ মঙ্গলবার গ্রাহকেরা ব্যাংকের শরণাপন্ন হয়েও সমাধান পাননি।
জানা গেছে, সোনালী ব্যাংক ভূঞাপুর শাখা থেকে ঋণ নেওয়া গ্রাহকদের নিজস্ব হিসাব নম্বর থেকে অটোমেটিক সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত হারে টাকা কেটে নেওয়া হয়। সেই অ্যাকাউন্টগুলোতেই এবার সমস্যা দেখা দিয়েছে। সিস্টেমের সমস্যার কারণে কারও কারও হিসাবে রাখা সব টাকা একবারে কেটে নেওয়া হয়েছে। যাদের হিসাব নম্বর থেকে টাকা কাটা হয়েছে, সেই হিসাবগুলোতে ব্যাংক থেকে খুদে বার্তাও পাঠানো হয়েছে।
ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহক হাসান বিন রশিদ বলেন, ‘মঙ্গলবার সকালে মোবাইলে একটি এসএমএস পাই। সেখানে দেখি আমার অ্যাকাউন্টে জমা করা ১ লাখ ৮১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। পরে ব্যাংকে এসে যোগাযোগ করেছি; কিন্তু কোনো সমাধান পাইনি।’
গ্রাহক শামীমা আক্তার বলেন, ‘অ্যাকাউন্টের সব টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংকে ঋণ ছিল; কিন্তু সেটা প্রতি মাসে কেটে নেওয়ার কথা। একসঙ্গে অ্যাকাউন্টের সব টাকা কীভাবে, কেন কেটে নিল তার সদুত্তর ব্যাংক কর্তৃপক্ষ দেয়নি।’
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, ‘স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে; কিন্তু কেন কেটে নিয়েছে তা জানি না।’
এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিন কোনো মন্তব্য করেননি। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস ঘাটাইলের ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, ‘গ্রাহকের জমা করা টাকা সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অটো কেটে নেওয়া হয়েছে। সিস্টেমের সমস্যার কারণে এটা হয়েছে বলে হেড অফিস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। তবে গ্রাহকদের টাকা আবার ফেরত দেওয়া হবে।’

টাঙ্গাইলের ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহকদের জমানো লাখ লাখ টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। গ্রাহকদের মোবাইলে যাওয়া খুদে বার্তা (এমএমএস) সম্বল করে ব্যাংক কর্তৃপক্ষের কাছে দৌড়াচ্ছেন ভুক্তভোগী গ্রাহকেরা। আজ মঙ্গলবার গ্রাহকেরা ব্যাংকের শরণাপন্ন হয়েও সমাধান পাননি।
জানা গেছে, সোনালী ব্যাংক ভূঞাপুর শাখা থেকে ঋণ নেওয়া গ্রাহকদের নিজস্ব হিসাব নম্বর থেকে অটোমেটিক সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত হারে টাকা কেটে নেওয়া হয়। সেই অ্যাকাউন্টগুলোতেই এবার সমস্যা দেখা দিয়েছে। সিস্টেমের সমস্যার কারণে কারও কারও হিসাবে রাখা সব টাকা একবারে কেটে নেওয়া হয়েছে। যাদের হিসাব নম্বর থেকে টাকা কাটা হয়েছে, সেই হিসাবগুলোতে ব্যাংক থেকে খুদে বার্তাও পাঠানো হয়েছে।
ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহক হাসান বিন রশিদ বলেন, ‘মঙ্গলবার সকালে মোবাইলে একটি এসএমএস পাই। সেখানে দেখি আমার অ্যাকাউন্টে জমা করা ১ লাখ ৮১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। পরে ব্যাংকে এসে যোগাযোগ করেছি; কিন্তু কোনো সমাধান পাইনি।’
গ্রাহক শামীমা আক্তার বলেন, ‘অ্যাকাউন্টের সব টাকা কেটে নেওয়া হয়েছে। ব্যাংকে ঋণ ছিল; কিন্তু সেটা প্রতি মাসে কেটে নেওয়ার কথা। একসঙ্গে অ্যাকাউন্টের সব টাকা কীভাবে, কেন কেটে নিল তার সদুত্তর ব্যাংক কর্তৃপক্ষ দেয়নি।’
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, ‘স্ত্রীর অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে; কিন্তু কেন কেটে নিয়েছে তা জানি না।’
এ ব্যাপারে জানতে চাইলে ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) খন্দকার রাইসুল আমিন কোনো মন্তব্য করেননি। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস ঘাটাইলের ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল বলেন, ‘গ্রাহকের জমা করা টাকা সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে অটো কেটে নেওয়া হয়েছে। সিস্টেমের সমস্যার কারণে এটা হয়েছে বলে হেড অফিস থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। তবে গ্রাহকদের টাকা আবার ফেরত দেওয়া হবে।’

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
১৫ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
১৫ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
১৫ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
১৯ ঘণ্টা আগে