নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।

বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা থাকলেও টানা দুই প্রান্তিকে বাংলাদেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগে
নতুন উদ্যোক্তা তৈরি এবং দেশের উদীয়মান ব্যবসায়ী উদ্যোগগুলোকে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৫০০ কোটি টাকার স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এ তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি।
১ ঘণ্টা আগে
দেশের শীর্ষস্থানীয় বিমা প্রতিষ্ঠান বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের (বিএনআইসিএল) বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর গুলশান-১-এর রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের ‘আর ইভেন্টস’ হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘এমক্যাশ’ রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে নতুন কলেবরে শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর প্রধান অতিথি হিসেবে রোববার (১১ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেশের প্রথম ইসলামিক মোবাইল ব্যাংকিং ‘এমক্যাশ’
২ ঘণ্টা আগে