নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।

বাংলাদেশের অন্যতম হেলথ টেক স্টার্টআপ বেস্ট এইড লিমিটেড বিনিয়োগ পেল ওয়াইওয়াই ভেঞ্চারস থেকে। আজ রোববার এ তথ্য জানান বেস্ট এইডের প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত।
রাজধানীতে গ্রামীণ টেলিকম ভবনে ওয়াইওয়াই ভেঞ্চারের অফিসে চুক্তি স্বাক্ষর করেন বেস্ট এইডের সিইও মীর হাসিব মাহমুদ ও ওয়াইওয়াই ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক এসএম খাইরুল ইসলাম।
বেস্ট এইড ২০২০ থেকে ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৩ জনের টিম, ৬৭ জন বিশেষজ্ঞ ডাক্তার প্যানেল, শতাধিক এজেন্ট এবং ইন্টার্ন-অ্যাম্বাসেডর আছে ৭০ জন। এখন পর্যন্ত যেসব সাফল্য অর্জন করেছে বেস্ট এইড তা হলো-আইসিটি ফান্ড, জাতীয় কভিড পোর্টাল corona. gov. bd-এ অন্তর্ভুক্তি, অন্ট্রাপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ ২০২১ ফাইনালিস্ট, ইমাজিন ইফ বাংলাদেশের দ্বিতীয় রানারআপ, সিমকিউবেটর ২০২১-এর প্রথম রানারআপ, ইমপেক্ট হাব গ্লোবাল কো হোর্ট-এর ফাইনালিস্ট।
বেস্ট এইডের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর হাসিব মাহমুদ বলেন, ‘বিনিয়োগ নিয়ে ওয়াইওয়াই ভেঞ্চারের সঙ্গে গতবছর থেকেই কথা চলছিল। সর্বশেষ চলতি জানুয়ারি মাসে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করে ওয়াইওয়াই ভেঞ্চার। আমরা বিনিয়োগের টাকায় স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবো। আমরা আগামী কয়েক মাসের মধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেডিকেল হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে আসবো। এছাড়া সাধারণ সেবা এবং আইওটির সংমিশ্রণে কীভাবে উন্নত চিকিৎসা সেবা দেওয়া যায় তা নিয়েও আমাদের গবেষণা চলছে।’
বিনিয়োগের ধরন সম্পর্কে হাসিব মাহমুদ বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগটি কনফিডেনসিয়াল। এখনি আমরা কিছু জানাচ্ছি না। তবে আমরা খুবই আশাবাদী বেস্ট এইড এবং ওয়াইওয়াই ভেঞ্চারের যৌথ পার্টনারশিপে স্বাস্থ্যসেবায় অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে অনেক কাজ করা সম্ভব হবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেস্ট এইডের প্রধান অপারেশন কর্মকর্তা আহমেদ ওমর ইউসুফ, প্রধান তথ্য কর্মকর্তা আলামিন প্রান্ত ও ওয়াইওয়াই ভেঞ্চারের ফাইন্যান্স এবং অ্যাকাউন্ট ম্যানেজার শেহফাজ বিন রাহিম।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
৪ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৬ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৮ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে