বিজ্ঞপ্তি

র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।

র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত হয়েছে র্যাফেল ড্র ও রেফ্রিজারেটর বিজয়ী নির্বাচন অনুষ্ঠান। গত মঙ্গলবার (২০ মে) ঢাকার বাংলামোটরে অবস্থিত র্যাংগস সোনারতরি শোরুমে এই ড্র অনুষ্ঠিত হয়, যেখানে চারজন ভাগ্যবান ক্রেতা র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর জিতে নিয়েছেন।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড ১ মে ‘ঈদ উৎসব কোরবানির অফার’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে। এই অফারে ক্রেতাদের জন্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, ২৪ মাসের ০% ইএমআই, ফ্রি গিফটসহ অন্যান্য আকর্ষণীয় সুবিধা রয়েছে। ক্যাম্পেইনের শুরু থেকে যেসব কাস্টমার বিভিন্ন সনি-র্যাংগস পণ্য কিনেছেন, তাঁদের মধ্য থেকে ১০০ জন ভাগ্যবান বিজয়ী র্যাংগস ইলেকট্রনিকসের নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত র্যাংগস বা কেলভিনেটর রেফ্রিজারেটর পাবেন।
এ সপ্তাহের ভাগ্যবান বিজয়ীরা হলেন—
-মো. শাহেদ হাসান, বনশ্রী, ঢাকার শোরুম থেকে ওয়ালপুল রেফ্রিজারেটর ক্রয় করে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মেহেদী হাসান, ব্রাহ্মণবাড়িয়া শোরুম থেকে কেলভিনেটর ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
-সনজ কুমার বসু, সাতক্ষীরা শোরুম থেকে র্যাংগস ৩২ ইঞ্চি গুগল টিভি কিনে জিতে নিয়েছেন কেলভিনেটর ২৩০ লিটার রেফ্রিজারেটর।
-মি. মিনহাজ, পল্লবী শোরুম থেকে র্যাংগস ১.৫ টন ইনভার্টার এসি কিনে জিতে নিয়েছেন র্যাংগস ২২৫ লিটার রেফ্রিজারেটর।
র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ভাইস চেয়ারম্যান, সাচিমি হোসেন ও সনি ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মি. রিকি লুকাস যৌথভাবে এই ক্যাম্পেইন অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিজয়ীদের আগামী সপ্তাহের র্যাফেল ড্র অনুষ্ঠানে উপহার হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, মার্কেটিং মোহাইমিনুল এচাহাক প্রতীক।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
২০ মিনিট আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
২ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৬ ঘণ্টা আগে