নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে সিলিন্ডারজাত এলপিজি বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বিক্রি করে বছরে ১ লাখ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সূত্র বিষয়টি জানিয়ে বলেছে, এই টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে বিপিসির কর্মকর্তা ও ডিলারদের মধ্যে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিনভর বিপিসির প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে ওই কার্যালয় থেকে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদকের দলটি।
একই অভিযোগে দুদকের চট্টগ্রাম কার্যালয় এলপি গ্যাসের প্রধান কার্যালয়, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডেও অভিযান চালায়।
অভিযান চালানো দলটির সূত্র আজকের পত্রিকাকে জানায়, গ্রাহকদের জন্য কাগজে-কলমে বিপিসির ১৪ লাখ বোতলজাত এলপি গ্যাস সরবরাহ করার কথা। কিন্তু বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড নির্ধারিত এসব বোতলজাত গ্যাস সরবরাহ না করে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।
দুদকের এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিপিসির প্রতি সিলিন্ডার এলপি গ্যাস সরকার নির্ধারিত ৬৯০ টাকা মূল্যে ভোক্তা পর্যায়ে সরবরাহ করার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি এসব বোতলজাত গ্যাস বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে, অর্থাৎ দ্বিগুণ দামে বিক্রি করছে। এর প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। এভাবে বছরে গ্রাহকদের বঞ্চিত করে প্রায় ১ লাখ কোটি টাকা কামিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তা ও ডিলাররা।
সূত্রটি বলছে, বিপিসির বছরে ১৪ লাখ বোতলজাত গ্যাস গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে ওই বোতলের অস্তিত্ব খুঁজে পায়নি অভিযানকারী দল। বিপিসির সিলিন্ডারের গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বিপিসির কর্মকর্তা-ডিলারদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে।
দুদকের সূত্র জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্টদের বক্তব্য এবং ডিলার ও গ্রাহকদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রতিবছর ১৩-১৪ হাজার টন এলপিজি প্রায় ১৪ লাখ সিলিন্ডারে ভরে পদ্মা, যমুনা, মেঘনা ও এশিয়াটিক—এ চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারজাত করে। এই চার প্রতিষ্ঠান নিবন্ধিত ডিলারদের মাধ্যমে বিপিসির এলপি গ্যাস বাজারে সরবরাহের জন্য দেয়। কিন্তু তাঁরা সরকারি মূল্য ৬৯০ টাকায় প্রতি সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি না করে অসাধুভাবে বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে প্রতি সিলিন্ডার ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এতে গ্রাহকের এক সিলিন্ডার এলপি গ্যাস কিনতে অতিরিক্ত ৭০০ টাকা খরচ হচ্ছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, ‘আমি বিপিসিতে নতুন এসেছি। এ বিষয়গুলো খোঁজ নিয়ে অবশ্যই গ্রাহক পর্যায়ে সরবরাহের ব্যবস্থা নেব।’ তিনি বলেন, দেশে বোতলজাত গ্যাসের চাহিদার মাত্র ১ দশমিক ২ শতাংশ সরবরাহ করে বিপিসি। তবে সেটাও খুব কম নয়। বিপিসির গ্যাস বেশি মূল্যে বিক্রির সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চালানো দুদকের কর্মকর্তারা জানান, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু সিন্ডিকেট বোতলজাত সরকারি গ্যাস বিক্রিতে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিরুদ্ধে সিলিন্ডারজাত এলপিজি বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বিক্রি করে বছরে ১ লাখ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সূত্র বিষয়টি জানিয়ে বলেছে, এই টাকা ভাগ-বাঁটোয়ারা হচ্ছে বিপিসির কর্মকর্তা ও ডিলারদের মধ্যে।
সূত্র জানায়, গতকাল মঙ্গলবার দিনভর বিপিসির প্রধান কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে ওই কার্যালয় থেকে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদকের দলটি।
একই অভিযোগে দুদকের চট্টগ্রাম কার্যালয় এলপি গ্যাসের প্রধান কার্যালয়, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ও পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডেও অভিযান চালায়।
অভিযান চালানো দলটির সূত্র আজকের পত্রিকাকে জানায়, গ্রাহকদের জন্য কাগজে-কলমে বিপিসির ১৪ লাখ বোতলজাত এলপি গ্যাস সরবরাহ করার কথা। কিন্তু বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড নির্ধারিত এসব বোতলজাত গ্যাস সরবরাহ না করে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেয়।
দুদকের এনফোর্সমেন্ট টিমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিপিসির প্রতি সিলিন্ডার এলপি গ্যাস সরকার নির্ধারিত ৬৯০ টাকা মূল্যে ভোক্তা পর্যায়ে সরবরাহ করার কথা। কিন্তু প্রতিষ্ঠানটি এসব বোতলজাত গ্যাস বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে, অর্থাৎ দ্বিগুণ দামে বিক্রি করছে। এর প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদকের অনুসন্ধান টিম। এভাবে বছরে গ্রাহকদের বঞ্চিত করে প্রায় ১ লাখ কোটি টাকা কামিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটির অসাধু কর্মকর্তা ও ডিলাররা।
সূত্রটি বলছে, বিপিসির বছরে ১৪ লাখ বোতলজাত গ্যাস গ্রাহক পর্যায়ে সরকারিভাবে সরবরাহ করার কথা থাকলেও বাজারে ওই বোতলের অস্তিত্ব খুঁজে পায়নি অভিযানকারী দল। বিপিসির সিলিন্ডারের গ্যাস বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে বিপিসির কর্মকর্তা-ডিলারদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বাজারে।
দুদকের সূত্র জানায়, অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র, সংশ্লিষ্টদের বক্তব্য এবং ডিলার ও গ্রাহকদের বক্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রতিবছর ১৩-১৪ হাজার টন এলপিজি প্রায় ১৪ লাখ সিলিন্ডারে ভরে পদ্মা, যমুনা, মেঘনা ও এশিয়াটিক—এ চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারজাত করে। এই চার প্রতিষ্ঠান নিবন্ধিত ডিলারদের মাধ্যমে বিপিসির এলপি গ্যাস বাজারে সরবরাহের জন্য দেয়। কিন্তু তাঁরা সরকারি মূল্য ৬৯০ টাকায় প্রতি সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি না করে অসাধুভাবে বেসরকারি কোম্পানির সিলিন্ডারে ভরে প্রতি সিলিন্ডার ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন। এতে গ্রাহকের এক সিলিন্ডার এলপি গ্যাস কিনতে অতিরিক্ত ৭০০ টাকা খরচ হচ্ছে।
এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসান বলেন, ‘আমি বিপিসিতে নতুন এসেছি। এ বিষয়গুলো খোঁজ নিয়ে অবশ্যই গ্রাহক পর্যায়ে সরবরাহের ব্যবস্থা নেব।’ তিনি বলেন, দেশে বোতলজাত গ্যাসের চাহিদার মাত্র ১ দশমিক ২ শতাংশ সরবরাহ করে বিপিসি। তবে সেটাও খুব কম নয়। বিপিসির গ্যাস বেশি মূল্যে বিক্রির সঙ্গে জড়িতদের প্রত্যেকের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান চালানো দুদকের কর্মকর্তারা জানান, বিপিসি থেকে পাওয়া অনিয়মের তথ্যের আলোকে পরে ব্যবস্থা নেওয়া হবে। অসাধু সিন্ডিকেট বোতলজাত সরকারি গ্যাস বিক্রিতে অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করছে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়।

ব্রিটিশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়, নতুন নিয়মে উৎপাদন প্রক্রিয়ার শর্ত অনেক শিথিল করা হয়েছে। আগে নিয়ম ছিল, পোশাক তৈরির অন্তত দুটি বড় ধাপ বা প্রক্রিয়া অবশ্যই শ্রীলঙ্কার ভেতরে সম্পন্ন হতে হবে। এখন সেই বাধ্যবাধকতা আর থাকছে না।
৭ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের পর থেকে রাশিয়ার ওপর ভারতের জ্বালানি তেলের ক্রমবর্ধমান নির্ভরতা কমিয়ে আনতে বড় ধরনের কৌশলগত চাল দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এখন সেই তেল ভারতের কাছে বিক্রির প্রস্তাব দিতে চলেছে যুক্তরাষ্ট্র।
১১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী খাদ্যনিরাপত্তা যখন ক্রমেই বড় উদ্বেগ আর কৌশলগত ইস্যুতে পরিণত হচ্ছে, তখন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যের মানসম্মত উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি—উভয় ক্ষেত্রেই দেশের সামনে এক বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, বৈশ্বিক কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির বাজারের আকার ৪ ট্রিলিয়ন...
২০ ঘণ্টা আগে
‘সরবরাহ সংকটের’ কারণে এমনিতেই নৈরাজ্য চলছিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে। এর মধ্যে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির ডাকা ধর্মঘটের কারণে গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চরম সংকট দেখা দেয়। এ সুযোগে মজুত করা সিলিন্ডার ইচ্ছামতো দামে বিক্রি করেন কিছু খুচরা ও পাইকারি...
২০ ঘণ্টা আগে