নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির মধ্যেও বস্ত্র খাতে অবদানের জন্য এবার সাতটি সংগঠনকে সম্মাননা দেবে সরকার। আগামী শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে এসব সংগঠনের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই তথ্য জানান।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাতকে রক্ষায় অবদানের জন্য সাতটি সংগঠনকে সম্মাননা দেওয়া হবে।
সংগঠনগুলো হলো, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।
৪ ডিসেম্বরকে ২০১৯ সালে জাতীয় বস্ত্র দিবস হিসেবে ঘোষণা করে সরকার। ‘বস্ত্র খাতের বিশ্বায়ন, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে এবার বস্ত্র শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা লক্ষ্য সামনে রেখে দেশব্যাপী এই দিবস উদ্যাপন করা হবে বলে জানান মন্ত্রী।
গোলাম দস্তগীর বলেন, বস্ত্র শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করে অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য বস্ত্র খাত সংশ্লিষ্ট সকল উদ্যোগকে সমন্বিত করা এবং সংশ্লিষ্ট অংশীজন, উদ্যোক্তা, শ্রমিক এবং সরকারি দপ্তরগুলোতে বহুমুখী কার্যক্রমের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এই দিবস পালন করা হচ্ছে।
পাটমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বস্ত্র খাতের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে তৈরি পোশাক খাত। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় এ খাত থেকে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের একটি বড় অংশ আসে বস্ত্র খাত থেকে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের পাট ও বস্ত্র দিবসের অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

করোনা মহামারির মধ্যেও বস্ত্র খাতে অবদানের জন্য এবার সাতটি সংগঠনকে সম্মাননা দেবে সরকার। আগামী শনিবার (৪ ডিসেম্বর) জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে এসব সংগঠনের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সচিবালয়ে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এই তথ্য জানান।
গোলাম দস্তগীর গাজী বলেন, বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস বিপর্যয়ের অভিঘাতে বস্ত্র খাতকে রক্ষায় অবদানের জন্য সাতটি সংগঠনকে সম্মাননা দেওয়া হবে।
সংগঠনগুলো হলো, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নীটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ার লুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেরিটাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ জাতীয় তাঁতী সমিতি।
৪ ডিসেম্বরকে ২০১৯ সালে জাতীয় বস্ত্র দিবস হিসেবে ঘোষণা করে সরকার। ‘বস্ত্র খাতের বিশ্বায়ন, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে এবার বস্ত্র শিল্পের ধারাবাহিক উন্নয়ন ও আধুনিকায়নের গতি বেগবান করা এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে চাহিদা লক্ষ্য সামনে রেখে দেশব্যাপী এই দিবস উদ্যাপন করা হবে বলে জানান মন্ত্রী।
গোলাম দস্তগীর বলেন, বস্ত্র শিল্পের টেকসই অগ্রগতি নিশ্চিত করে অর্থনীতিতে গতি সঞ্চারের জন্য বস্ত্র খাত সংশ্লিষ্ট সকল উদ্যোগকে সমন্বিত করা এবং সংশ্লিষ্ট অংশীজন, উদ্যোক্তা, শ্রমিক এবং সরকারি দপ্তরগুলোতে বহুমুখী কার্যক্রমের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে এই দিবস পালন করা হচ্ছে।
পাটমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে বস্ত্র খাতের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বেশি অবদান রাখছে তৈরি পোশাক খাত। দেশের রপ্তানি আয়ের সিংহভাগ অর্জিত হয় এ খাত থেকে। দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের একটি বড় অংশ আসে বস্ত্র খাত থেকে।
ওসমানী স্মৃতি মিলনায়তনে এবারের পাট ও বস্ত্র দিবসের অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৫ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৬ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে