নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক খাতের আরও একটি কারখানা। গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানা প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে মোট এলইইডি বা লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩টি।
দেশের তৈরি পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের কুনিয়ায় অবস্থিত কনসিস্ট অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ইমন।
দেশের ২৩৩টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯৩, গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১২৬, সিলভার সনদ পাওয়া কারখানা ১০ ও সার্টিফায়েড সনদ পাওয়া কারখানা ৪টি।
২০২৪ সালে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। ২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে তৈরি পোশাক খাতের আরও একটি কারখানা। গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানা প্লাটিনাম স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে মোট এলইইডি বা লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩টি।
দেশের তৈরি পোশাকমালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
গাজীপুরের কুনিয়ায় অবস্থিত কনসিস্ট অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ইমন।
দেশের ২৩৩টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯৩, গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১২৬, সিলভার সনদ পাওয়া কারখানা ১০ ও সার্টিফায়েড সনদ পাওয়া কারখানা ৪টি।
২০২৪ সালে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে ২৬টি প্রতিষ্ঠান। ২০২৩ সালে সনদ পেয়েছিল ২৪টি কারখানা। ২০২২ সালে পেয়েছিল ৩০টি। ২০১১ সালে দেশের ২টি কারখানা প্রথম লিড স্বীকৃতি পায়।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে পরিবেশবান্ধব সনদ পাওয়ার জন্য কয়েকটি শর্ত পরিপালন করতে হয়। মোট ১০০ নম্বরের মধ্যে কোনো কারখানা ৮০-এর বেশি পেলে লিড প্লাটিনাম, ৬০-৭৯ পেলে লিড গোল্ড, ৫০-৫৯ নম্বর পেলে লিড সিলভার ও ৪০-৪৯ নম্বর পেলে লিড সার্টিফায়েড সনদ দেওয়া হয়।
বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনার সনদ দিয়ে থাকে। সেগুলোর মধ্যে অন্যতম হলো যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, তার নাম লিড। লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন। এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে মান রক্ষা করতে হয়।
আদানি গ্রুপ সাড়ে ৮৪ কোটি ডলার পাওনার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জুন পর্যন্ত সময় দিয়েছে। বিদ্যুৎ সরবরাহের এই বিল নিয়ে কয়লার দামের হিসাব নিয়ে উভয়ের মধ্যে মতবিরোধ থাকলেও নিয়মিত অর্থপ্রদান চলছে।
৩৫ মিনিট আগেবিভিন্ন দেশে অবস্থিত এক্সচেঞ্জ হাউসগুলোকে প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স কেনায় নতুন শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে রেমিট্যান্স কেনার জন্য বৈদেশিক মুদ্রার উৎস উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি রেমিট্যান্সের কনভার্সন রেট, প্রাপক, পরিমাণ এবং প্রণোদনার পরিমাণ বাংলাদেশি টাকায় লিপিবদ্ধ করার ক
৩ ঘণ্টা আগেব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতির প্রয়োজন হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাসফরে যেতে পারবেন। গত রোববার এক প্রজ্ঞাপনে এই ন
৩ ঘণ্টা আগেএয়ার পিউরিফায়ার আমদানিতে ২৭ দশমিক ১০ শতাংশ কর কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কমেছে পণ্যটি আমদানিতে বিদ্যমান কাস্টমস শুল্ক (সিডি)। শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
৫ ঘণ্টা আগে