
রয়্যাল এনফিল্ড—নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো ডিজাইন আর ‘ক্ল্যাসিক লুক’। বাইকারদের স্বপ্নের মধ্যে তালিকার শীর্ষে থাকে যুক্তরাজ্যভিত্তিক এই ব্রান্ড। মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বাংলাদেশে কারখানা খোলার পরিকল্পনা করছে।
রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি গোবিন্দরাজান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববাজারে উপস্থিতি জোরদার করার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ ও নেপালে সংযোজন কারখানা স্থাপন করা। গত অর্থ বছরে কোম্পানিটি রেকর্ড পরিমাণ রপ্তানি করেছে।
আড়াই শ থেকে সাড়ে সাত শ সিসির রয়্যাল এনফিল্ড ৪০ টিরও বেশি দেশের সড়কে চলাচল করছে। বাজারে থাকা মোটরসাইকেলগুলোর ওপর ভর করে বাজারের পরিধি বাড়াতে নতুন পণ্যের লাইন আপ তৈরি করছে তারা।
বি গোবিন্দরাজান পিটিআইকে বলেন, ‘আমরা মনে করি, রয়্যাল এনফিল্ডের জন্য আমরা যে সব মার্কেটে আছি সেখানে বাজারের অংশীদারত্ব আরও বেশি করে লাভ করার একটি বিশাল সম্ভাবনা রয়েছে।’
উত্তর আমেরিকায় যাত্রা শুরু করা রয়্যাল এনফিল্ড বর্তমানে মার্কেট শেয়ারের প্রায় ৮ দশমিক ১ শতাংশ নিজেদের দখলে রেখেছে। এশিয়া প্যাসেফিক অঞ্চলে যা ৯ শতাংশের কাছাকাছি। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এটি ১০ শতাংশ।
বাংলাদেশে বিপণনের জন্য ইতিমধ্যে রয়্যাল এনফিল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করেছে ইফাদ অটোস। অবশ্য সবকিছু নির্ভর করছে সিসির (ইঞ্জিন ক্ষমতা) সীমা নিয়ে বাংলাদেশের আইন। বাংলাদেশের মোটরযান আইনে ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল বাজারজাত করার সুযোগ নেই।

রয়্যাল এনফিল্ড—নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো ডিজাইন আর ‘ক্ল্যাসিক লুক’। বাইকারদের স্বপ্নের মধ্যে তালিকার শীর্ষে থাকে যুক্তরাজ্যভিত্তিক এই ব্রান্ড। মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা বাংলাদেশে কারখানা খোলার পরিকল্পনা করছে।
রয়্যাল এনফিল্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বি গোবিন্দরাজান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিশ্ববাজারে উপস্থিতি জোরদার করার পরিকল্পনা করছে তারা। এই পরিকল্পনার মধ্যে রয়েছে বাংলাদেশ ও নেপালে সংযোজন কারখানা স্থাপন করা। গত অর্থ বছরে কোম্পানিটি রেকর্ড পরিমাণ রপ্তানি করেছে।
আড়াই শ থেকে সাড়ে সাত শ সিসির রয়্যাল এনফিল্ড ৪০ টিরও বেশি দেশের সড়কে চলাচল করছে। বাজারে থাকা মোটরসাইকেলগুলোর ওপর ভর করে বাজারের পরিধি বাড়াতে নতুন পণ্যের লাইন আপ তৈরি করছে তারা।
বি গোবিন্দরাজান পিটিআইকে বলেন, ‘আমরা মনে করি, রয়্যাল এনফিল্ডের জন্য আমরা যে সব মার্কেটে আছি সেখানে বাজারের অংশীদারত্ব আরও বেশি করে লাভ করার একটি বিশাল সম্ভাবনা রয়েছে।’
উত্তর আমেরিকায় যাত্রা শুরু করা রয়্যাল এনফিল্ড বর্তমানে মার্কেট শেয়ারের প্রায় ৮ দশমিক ১ শতাংশ নিজেদের দখলে রেখেছে। এশিয়া প্যাসেফিক অঞ্চলে যা ৯ শতাংশের কাছাকাছি। আর ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় এটি ১০ শতাংশ।
বাংলাদেশে বিপণনের জন্য ইতিমধ্যে রয়্যাল এনফিল্ডের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) করেছে ইফাদ অটোস। অবশ্য সবকিছু নির্ভর করছে সিসির (ইঞ্জিন ক্ষমতা) সীমা নিয়ে বাংলাদেশের আইন। বাংলাদেশের মোটরযান আইনে ১৬৫ সিসির বেশি ক্ষমতা সম্পন্ন মোটরসাইকেল বাজারজাত করার সুযোগ নেই।

অর্থনীতির চলমান চাপ এবং রাজস্ব ব্যবস্থার দুর্বলতার কারণে সরকারি খরচ চালাতে আয়ের অন্যতম উৎসে বড় ধরনের টান পড়েছে। এর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে রাজস্ব আদায়ে। এতে করে অর্থবছরের মাঝপথেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বড় ঘাটতির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
এক সপ্তাহ না যেতেই আবারও দেশের বাজারে সোনার দামে রেকর্ড হয়েছে। এবার ভরিপ্রতি সোনার দাম সর্বোচ্চ ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানোর ঘোষণা এসেছে। ফলে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে প্রায় ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা। এটিই দেশের বাজারে সোনার ভরির রেকর্ড দাম। সোনার নতুন এই দাম আগামীকাল মঙ্গলবার থেকে সারা দেশ
৪ ঘণ্টা আগে
এখন বিকাশ অ্যাপ থেকে গ্রাহক নিজেই বিকাশ টু ব্যাংক, সেভিংস, মোবাইল রিচার্জ ও পে বিল সেবাসংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে ‘সেলফ কমপ্লেইন্ট’ (ই-সিএমএস) সেবা। অভিযোগ জানানোর প্রক্রিয়া আরও সহজ, তাৎক্ষণিক ও কার্যকর করতেই এই উদ্যোগ নিয়েছে বিকাশ।
৬ ঘণ্টা আগে
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, আদালতের আদেশ মেনে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে