
ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’

ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’

সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল—রাষ্ট্রায়ত্ত এই ৬ ব্যাংকের ১ লাখ ৪৮ হাজার ২৮৮ কোটি টাকা আর হিসাবে ফিরে আসার সম্ভাবনা নেই; যা এই ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক বা ৪৬ দশমিক ৩৭ শতাংশ।
৩ ঘণ্টা আগে
মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এ বাস্তবতাই এবার আসন্ন মুদ্রানীতির মূল সুর নির্ধারণ করে দিচ্ছে। গত বছরের অক্টোবরের পর নভেম্বর ও ডিসেম্বর টানা দুই মাস মূল্যস্ফীতি বাড়ায় বাংলাদেশ ব্যাংক আপাতত নীতি সুদহার কমানোর ঝুঁকিতে যেতে চাইছে না।
৪ ঘণ্টা আগে
উন্নয়ন বিবেচনায় বাংলাদেশের পুঁজিবাজার এখনো আঞ্চলিক প্রতিযোগী পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় পিছিয়ে আছে বলে মনে করছেন বিদেশি বিনিয়োগকারীরা। মঙ্গলবার রাজধানীর বনানীতে একটি হোটেলে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের উদ্যোগে অনুষ্ঠিত ‘নির্বাচন-পরবর্তী ২০২৬ দিগন্ত...
৪ ঘণ্টা আগে
অবসায়ন বা বন্ধের প্রক্রিয়ায় থাকা ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) শেয়ার হঠাৎ করেই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন দরপতনের পর এক টাকার নিচে নেমে যাওয়া এসব শেয়ার আজ মঙ্গলবার সর্বোচ্চ সার্কিট ব্রেকারে ঠেকে যায়। এতে প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে দেউলিয়া
৮ ঘণ্টা আগে