
ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’

ফেসবুক বিজনেসের খুঁটিনাটি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আয়োজন করে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ই-ক্যাব) জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স। যা আজ মঙ্গলবার গুলশান এইচটিটিপুলের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করে বাংলাদেশে ফেসবুকের অথরাইজড পার্টনার এজেন্সি এইচটিটিপুল।
কর্মশালার শিরোনাম ছিল ‘ফেসবুক-ক্রিয়েটিভ ফরম্যাট অ্যান্ড বেস্ট প্র্যাকটিসেস’। ৩০ জনের বেশি ই-ক্যাব মেম্বার ও ফেসবুক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন। কর্মশালা পরিচালনা করেন শাদমান সাকিব; সিনিয়র অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল এবং মাহফুজ আহমেদ; অ্যাকাউন্ট ম্যানেজার এইচটিটিপুল। ফেসবুকে বিজ্ঞাপন পরিচালনা করার বিভিন্ন খুঁটিনাটি বিষয়, সঠিকভাবে বিজ্ঞাপন পরিচালনার বিভিন্ন নিয়ম ও কৌশল, কম খরচে বেশি রিচ ও সেল আনার কৌশল এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়ে দিকনির্দেশনা দেন তাঁরা।
স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম এবং সমাপনী বক্তব্য রাখেন ই-ক্যাব পরিচালক সাইদুর রহমান। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালায় ই-ক্যাবের পরিচালক সাইদুর রহমান, এফ-কমার্স অ্যালায়েন্সের কো-চেয়ারম্যান সৈয়দ উসওয়াত ইমাম, কো-চেয়ারম্যান খালিদ সাইফুল্লাহ্, মেম্বার সেক্রেটারি সৈয়দা ফাতিমা মম, অর্গানাইজিং সেক্রেটারি মুসলিম উদ্দিন, জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারি হাসান জামান, এইচটিটিপুলের পার্টনার ডিরেক্টর মুনাফ মজিব চৌধুরী এবং এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি উপস্থিত ছিলেন।
এইচটিটিপুলের এসএমবি সেলস ডিরেক্টর নিশান্ত কাক্কামনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশের যেসব বিজনেস অফলাইনে আছে তাঁদের অনলাইন নিয়ে আসতে। অনলাইন বিজনেসের জন্য যেসব সাপোর্ট দেওয়া প্রয়োজন—কীভাবে ফেসবুক পেজ সেট-আপ করতে হয়, কীভাবে অ্যাড দিতে হয়, ওই অ্যাড দেওয়ার সময় কী কী গাইডলাইন ও পলিসি ফলো করতে হয় এবং কীভাবে বেশি সেল আনতে হয় সেগুলো নিয়ে প্রশিক্ষণ দিতে চাই। আমরা চাই ছোট ছোট এসএমই উদ্যোক্তা আমাদের সাপোর্ট নিয়ে তাঁদের ব্যবসার উন্নতি করুক। এখন ই-ক্যাব খুবই গুরুত্বপূর্ণ অংশ ই-কমার্স সেক্টরের। আমরা চাইছি ই-ক্যাবের মাধ্যমে ঢাকা ও সারা দেশের উদ্যোক্তাদের ট্রেনিং দিতে।’
ই-ক্যাবের ডিরেক্টর সাইদুর রহমান বলেন, ‘আমরা ই-ক্যাব মেম্বারদের জন্য অনেক ওয়ার্কশপ করেছি। আমাদের মেম্বারদের মধ্যে দেখেছি ওয়ার্কশপ করার পর তাঁরা ফেসবুক মার্কেটিং নিয়ে ভালো কাজ করেন, কিন্তু ফেসবুকের প্রতিনিয়ত আপডেটের ফলে তাঁদের কাজ করতে বিভিন্ন সমস্যা হচ্ছে। কারণ তাঁরা বুঝতে পারছেন না কখন কোন আপডেট আসছে। তাঁরা যাতে সঠিকভাবে ফেসবুকের গাইডলাইন পলিসি ফলো করে, সেই জন্য ফেসবুকের অথরাইজড মার্কেটিং পার্টনার এইচটিটিপুলের টেকনিক্যাল টিমকে সঙ্গে নিয়ে ই-ক্যাব মেম্বারদের জন্য ই-ক্যাব এফ-কমার্স অ্যালায়েন্স আয়োজন করেছে এই ওয়ার্কশপ। ভবিষ্যতে আমরা এই ওয়ার্কশপগুলো বিভিন্ন ক্যাটাগরির মেম্বারদের জন্য আলাদাভাবে আয়োজন করব, যেন সকল ই-ক্যাব মেম্বাররা উপকৃত হয়।’

দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার যাত্রী পরিবহন ছিল আলোচিত ও বিতর্কিত এস আলম গ্রুপের অন্যতম বড় ব্যবসা। পুরোনো সেই তথ্যের সঙ্গে যুক্ত হয়েছে নতুন একটি আর্থিক জটিলতা। গ্রুপটি সংকটে পড়ার ঠিক এক বছর আগে, আগের প্রায় ২০০টি বাসের সঙ্গে আরও ১৩৪টি বিলাসবহুল হিনো বাস নামানোর পরিকল্পনায় বড় অঙ্কের বিনিয়োগ...
১ ঘণ্টা আগে
শিল্প ও কর্মসংস্থানের আশায় দীর্ঘ ৩৮ বছর অপেক্ষার পর এখনো কার্যকর শিল্পাঞ্চলে রূপ পায়নি কিশোরগঞ্জ বিসিক শিল্পনগরী। কাগজ-কলমে একে প্রায় পূর্ণ শিল্পনগরী বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে নেই শিল্পের গতি ও বিনিয়োগবান্ধব পরিবেশ। অব্যবস্থাপনা, সেবার ঘাটতি আর প্রশাসনিক জটিলতায়...
১ ঘণ্টা আগে
ইরানকে ঘিরে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত তেল বাজারে আসতে পারে এই সম্ভাবনাও দাম বাড়া ঠেকাতে পারেনি।
১ ঘণ্টা আগে
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী গতি দেখিয়েছে। স্থির মূল্যে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৫০ শতাংশে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে এই প্রবৃদ্ধি ছিল মাত্র ২ দশমিক ৫৮ শতাংশ।
১ ঘণ্টা আগে