নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার কোনো রকম কৃপণতা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে বরাদ্দ নির্ধারিত রয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’
আজ মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রায় ৮৫০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ লাখ ১০ টন সার কেনা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির বিষয়ে এসপিএ (সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় ৯ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে, যার প্রভাব সার উৎপাদন ও কৃষি খাতে ইতিবাচক হবে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের মুখোমুখি হন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটিই চূড়ান্ত। নতুন করে কোনো প্রজ্ঞাপন নেই, আগেও ছিল না।
চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ এখন শুরু হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে তা খুব বেশি নয়। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় নয়, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয়পদ্ধতিতে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অর্থ বরাদ্দের ক্ষেত্রে সরকার কোনো রকম কৃপণতা করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য যে বরাদ্দ নির্ধারিত রয়েছে, সেখানে আমরা কোনো কার্পণ্য করব না।’
আজ মঙ্গলবার সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের প্রায় ৮৫০ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় ১ লাখ ১০ টন সার কেনা হবে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত থেকে এলএনজি আমদানির বিষয়ে এসপিএ (সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায় ৯ মন্ত্রণালয়ের ১৫টি প্রস্তাব অনুমোদন পেয়েছে।
অর্থ উপদেষ্টা আরও বলেন, চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, এলএনজি আমদানির ফলে দেশের জ্বালানি সরবরাহে স্থিতিশীলতা আসবে, যার প্রভাব সার উৎপাদন ও কৃষি খাতে ইতিবাচক হবে।
বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনও সাংবাদিকদের মুখোমুখি হন। এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, সেটিই চূড়ান্ত। নতুন করে কোনো প্রজ্ঞাপন নেই, আগেও ছিল না।
চট্টগ্রাম বন্দরের স্থবিরতা প্রসঙ্গে শ্রম উপদেষ্টা বলেন, পণ্য পরিবহন পুরোপুরি বন্ধ ছিল না। যেসব পণ্য বন্দরে ঢুকেছে, সেগুলোর জাহাজীকরণ এখন শুরু হবে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি, তবে তা খুব বেশি নয়। অন্যদিকে, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় নয়, নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে। অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরই ঠিক করবে কে এটি পরিচালনা করবে। দরপত্র ডাকা হবে না, সরাসরি ক্রয়পদ্ধতিতে ৬ মাসের জন্য দায়িত্ব দেওয়া হবে।

ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৬ সালের জন্য নিজেদের নবনির্বাচিত নির্বাহী কমিটির নাম ঘোষণা করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা হেরিটেজ। জেসিআই একটি বৈশ্বিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব বিকাশ, কমিউনিটি সেবা এবং টেকসই সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ করে দেয়।
৩২ মিনিট আগে
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছে মোট ৩৩ হাজার ৩৩৭ কোটি টাকা পাওনা রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউসের। এর মধ্যে বিপিসির পাওনা ১১ হাজার ৬৪৭ কোটি ৪ লাখ টাকা এবং পেট্রোবাংলার পাওনা ২১ হাজার ৬৯০ কোটি ৩৩ লাখ টাকা।
১ ঘণ্টা আগে
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় দাঁড়িয়েছে ১১ হাজার ৫৫৯ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ৯ দশমিক ৪৬ শতাংশ বেশি। একই সময়ে অপারেশনাল মুনাফা হয়েছে ১ হাজার ৬০২ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা, সিঙ্গাপুর ও সৌদি আরব; যা বিনোদন, ব্যবসা ও ধর্মীয় ভ্রমণের মধ্যে ভারসাম্যপূর্ণ চাহিদার ইঙ্গিত দেয়। নেপাল, ভারত, ভুটান ও ইন্দোনেশিয়া যথাক্রমে সপ্তম থেকে দশম স্থানে থেকে শীর্ষ দশের তালিকা সম্পূর্ণ করেছে।
৩ ঘণ্টা আগে