নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য ঋণের প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির কাছ থেকে ঋণ বাবদ ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৯৪ কোটি টাকা।
ঋণ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
ঋণ প্রাপ্তির মাত্র ৩ দিন আগে গত সোমবার আইএমএফ পরিচালনা পর্ষদ ৪৭০ বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের জন্য অনুমোদন করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘আইএমএফ ঋণের প্রথম কিস্তি ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার আজ বৃহস্পতিবার এসেছে। এর ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এই ঋণের অর্থ ডলার সংকটের কিছুটা হলেও স্বস্তি যোগাবে। প্রথম কিস্তির পরের কিস্তিগুলো ছয় মাস পরপর আসবে। এ ঋণের শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। ঋণের গড় সুদ হার ২ দশমিক ২ শতাংশ।’
আইএমএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে ওঠে। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ওই দিনই জানানো হয় যে, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। ঋণ অনুমোদের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়।
সংস্থাটি জানিয়েছে, রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় প্রথম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। গত সোমবার আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় আরএসএফ খাতে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এছাড়া সংস্থাটি বর্ধিত ক্রেডিট সুবিধা বা বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সবমিলে সংস্থাটির অনুমোদিতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৭০ কোটি ডলার। যদিও পুর্বের চুক্তি অনুযাযী ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘আইএমএফের ঋণ পাওয়ার আগে কিছু নীতিগত শর্ত পূরণ করতে হয়। এজন্য ঋণ পেতে সময় লাগে। তবে বাংলাদেশকে ঋণ দিতে আগে থেকেই আগ্রহী ছিল সংস্থাটি।’

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চুক্তি অনুযায়ী বাংলাদেশের জন্য ঋণের প্রথম কিস্তির অর্থ ছাড় করেছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির কাছ থেকে ঋণ বাবদ ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকে জমা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ৫ হাজার ৯৪ কোটি টাকা।
ঋণ পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক।
ঋণ প্রাপ্তির মাত্র ৩ দিন আগে গত সোমবার আইএমএফ পরিচালনা পর্ষদ ৪৭০ বিলিয়ন ডলার ঋণ বাংলাদেশের জন্য অনুমোদন করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘আইএমএফ ঋণের প্রথম কিস্তি ৪৭৬ দশমিক ১৭ মিলিয়ন ডলার আজ বৃহস্পতিবার এসেছে। এর ফলে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন ডলার। এই ঋণের অর্থ ডলার সংকটের কিছুটা হলেও স্বস্তি যোগাবে। প্রথম কিস্তির পরের কিস্তিগুলো ছয় মাস পরপর আসবে। এ ঋণের শেষ কিস্তি পাওয়া যাবে ২০২৬ সালের ডিসেম্বরে। ঋণের গড় সুদ হার ২ দশমিক ২ শতাংশ।’
আইএমএফের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশকে সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদে ওঠে। সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফের নির্বাহী বোর্ড সভায় প্রস্তাবটি অনুমোদন পায়। ওই দিনই জানানো হয় যে, ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পেতে যাচ্ছে বাংলাদেশ। ঋণ অনুমোদের পরই আনুষ্ঠানিকভাবে ঋণের বিষয়ে আইএমএফ বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়।
সংস্থাটি জানিয়েছে, রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় প্রথম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। গত সোমবার আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় আরএসএফ খাতে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এছাড়া সংস্থাটি বর্ধিত ক্রেডিট সুবিধা বা বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সবমিলে সংস্থাটির অনুমোদিতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৭০ কোটি ডলার। যদিও পুর্বের চুক্তি অনুযাযী ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার কথা ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, ‘আইএমএফের ঋণ পাওয়ার আগে কিছু নীতিগত শর্ত পূরণ করতে হয়। এজন্য ঋণ পেতে সময় লাগে। তবে বাংলাদেশকে ঋণ দিতে আগে থেকেই আগ্রহী ছিল সংস্থাটি।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে সম্পাদিত বিদ্যুৎ ক্রয়চুক্তি বাতিল ও আমদানি বন্ধের প্রতিশ্রুতি চেয়েছে ক্যাব যুব সংসদ।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে হলে বিনিয়োগ, প্রযুক্তি ও অংশীদারিত্বে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি (মিডা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ।
৫ ঘণ্টা আগে
কাস্টমস শুল্ক হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে সে লক্ষ্যে মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠান কর্তৃক উপকরণ আমদানিতে কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ ধার্য্য করে আরো একটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৮ ঘণ্টা আগে
এখন থেকে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন নীতিমালা কার্যকর হচ্ছে। এর আওতায় ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়ের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজ উদ্যোগে অনুমোদন দিতে পারবে। তবে এ সীমার বেশি ব্যয়ের প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন বাধ্যতামূলক থাকবে।
১৮ ঘণ্টা আগে