নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। তবে চাঙা পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দাপট দেখা যাচ্ছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ শতাংশের বেশি দর বেড়েছে কারসাজির শেয়ার হিসেবে পরিচিত লিগ্যাসি ফুটওয়্যারের। কয়েক দিন ধরেই দর বাড়ছে শেয়ারটির। ১১ জুনে ৫৮ টাকায় বিক্রি হওয়া শেয়ার ৭১ টাকা ছাড়িয়েছে।
একই দিন থেকে ক্রমাগত দর বেড়েছে বিচ হ্যাচারির। এই কোম্পানির শেয়ারদরও কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে আলোচনা রয়েছে। গতকাল প্রায় ১০ শতাংশের কাছাকাছি বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সায়।
লাগাতার দর বাড়ছে লোকসানি দুলামিয়া কটনের। লভ্যাংশ দিতে না পারলেও মাঝেমধ্যে অদৃশ্য কারণে আকাশচুম্বী হয় কোম্পানিটির শেয়ারদর, যা কারসাজির মাধ্যমে হয়ে থাকে বলে মনে করেন বিশ্লেষকেরা। ৭ দশমিক ২৩ শতাংশ বেড়ে কোম্পানির শেয়ারের দাম ঠেকেছে ৬২ টাকা ৬০ পয়সায়।
কয়েক দিন ধরে দর বাড়ার তালিকায় থাকা লোকসানি ফু-ওয়াংয়ের দর বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। ৯ শতাংশ দর বেড়েছে জেড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্বল কোম্পানির রমরমা দেখা যাচ্ছে। লেনদেনের ৮০ শতাংশই ওই সব কোম্পানির।
এসব কোম্পানির দরবৃদ্ধিকে কারসাজি বলে চিহ্নিত করেন আবু আহমেদ। তিনি বলেন, এগুলো জুয়া খেলা। যেসব কোম্পানির অস্তিত্ব নেই, ফাংশন করে না, ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারে না, সেগুলোর শেয়ারের দাম কোথায় (ওপরে) নিয়ে যায়!
গতকাল লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩৭টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৫টির। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এ নিয়ে ১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ১৬ কর্মদিবসের ১৪ দিন উত্থানে যোগ হলো প্রায় ৫২৫ পয়েন্ট। ডিএসই সূচক এর চেয়ে ভালো অবস্থানে ছিল গত ১৩ মে, ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।
দিনভর হাতবদল হয়েছে ১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার। এর আগে গত ৭ মে লেনদেন হাজার কোটি টাকার ঘর পার করেছিল। তারপর গত দুই মাস হাজারের নিচেই ঘোরাফেরা করছিল।

বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে দেশের পুঁজিবাজার। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে গতকাল মঙ্গলবারও এর ব্যতিক্রম হয়নি। তবে চাঙা পুঁজিবাজারে দুর্বল কোম্পানির শেয়ারের দাপট দেখা যাচ্ছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭ শতাংশের বেশি দর বেড়েছে কারসাজির শেয়ার হিসেবে পরিচিত লিগ্যাসি ফুটওয়্যারের। কয়েক দিন ধরেই দর বাড়ছে শেয়ারটির। ১১ জুনে ৫৮ টাকায় বিক্রি হওয়া শেয়ার ৭১ টাকা ছাড়িয়েছে।
একই দিন থেকে ক্রমাগত দর বেড়েছে বিচ হ্যাচারির। এই কোম্পানির শেয়ারদরও কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে বলে আলোচনা রয়েছে। গতকাল প্রায় ১০ শতাংশের কাছাকাছি বেড়ে শেয়ারদর দাঁড়িয়েছে ৯২ টাকা ২০ পয়সায়।
লাগাতার দর বাড়ছে লোকসানি দুলামিয়া কটনের। লভ্যাংশ দিতে না পারলেও মাঝেমধ্যে অদৃশ্য কারণে আকাশচুম্বী হয় কোম্পানিটির শেয়ারদর, যা কারসাজির মাধ্যমে হয়ে থাকে বলে মনে করেন বিশ্লেষকেরা। ৭ দশমিক ২৩ শতাংশ বেড়ে কোম্পানির শেয়ারের দাম ঠেকেছে ৬২ টাকা ৬০ পয়সায়।
কয়েক দিন ধরে দর বাড়ার তালিকায় থাকা লোকসানি ফু-ওয়াংয়ের দর বেড়েছে ৭ দশমিক ২৬ শতাংশ। ৯ শতাংশ দর বেড়েছে জেড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির।
এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, দুর্বল কোম্পানির রমরমা দেখা যাচ্ছে। লেনদেনের ৮০ শতাংশই ওই সব কোম্পানির।
এসব কোম্পানির দরবৃদ্ধিকে কারসাজি বলে চিহ্নিত করেন আবু আহমেদ। তিনি বলেন, এগুলো জুয়া খেলা। যেসব কোম্পানির অস্তিত্ব নেই, ফাংশন করে না, ১০ শতাংশ লভ্যাংশ দিতে পারে না, সেগুলোর শেয়ারের দাম কোথায় (ওপরে) নিয়ে যায়!
গতকাল লেনদেন হওয়া শেয়ারের মধ্যে ২৩৭টির দর বেড়েছে, ১১১টির কমেছে এবং অপরিবর্তিত ছিল ৪৫টির। এতে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এ নিয়ে ১২ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত ১৬ কর্মদিবসের ১৪ দিন উত্থানে যোগ হলো প্রায় ৫২৫ পয়েন্ট। ডিএসই সূচক এর চেয়ে ভালো অবস্থানে ছিল গত ১৩ মে, ৫ হাজার ৬৬৬ পয়েন্টে।
দিনভর হাতবদল হয়েছে ১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার। এর আগে গত ৭ মে লেনদেন হাজার কোটি টাকার ঘর পার করেছিল। তারপর গত দুই মাস হাজারের নিচেই ঘোরাফেরা করছিল।

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
৫ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
৫ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
৫ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
৫ ঘণ্টা আগে