
পাকিস্তান থেকে ২৫ হাজার টন চালের একটি চালান বাংলাদেশে আসছে আগামী মার্চ মাসের শুরুতেই। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১০ জানুয়ারি পাকিস্তান থেকে আতপ চাল আমদানির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দীর্ঘদিনের টানাপোড়েনের পর, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে আছে। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক সম্পর্কও শুরু হয়েছে। এই চাল আমদানির মাধ্যমে পাঁচ দশকেরও বেশি সময় পর দুই দেশের সরকারের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরায় শুরু হতে যাচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ আরব নিউজকে বলেন, ‘প্রথম চালানে ২৫ হাজার টন চাল আগামী ৩ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার পর্যায়ে পাকিস্তান থেকে চাল আমদানি শুরু করল।’
এর আগে, পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগের শুরু হয় গত বছরের নভেম্বরে। সে সময় ১৯৭১ সালের পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করে। বেসরকারি উদ্যোগে এই আমদানি ও রপ্তানির কার্যক্রম পরিচালিত হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক আমেনা মহসিন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাক। আমরা সব সময় সম্পর্কের বহুমুখীকরণে গুরুত্ব দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বর্তমানে আমাদের ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে...এই প্রেক্ষাপটে পাকিস্তান থেকে চাল আমদানির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
বাংলাদেশের চাল সংকট মোকাবিলায় পাকিস্তান থেকে আমদানির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বন্যা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক পরিমাণে চাল আমদানি করতে হচ্ছে যাতে বাজারে সংকট না দেখা দেয়। চাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের প্রধান বাজার ভারত।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চালের সংকট রয়েছে, তাই প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন উৎস থেকে চাল সংগ্রহ করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে নতুন একটি উৎস খুঁজে পাওয়া আমাদের জন্য ইতিবাচক ব্যাপার।’
এর আগে, ১৪ জানুয়ারি পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানি করার লক্ষ্যে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সে সময় খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাঙ্গনিজো ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চালের একটি চালান বাংলাদেশে আসছে আগামী মার্চ মাসের শুরুতেই। বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১০ জানুয়ারি পাকিস্তান থেকে আতপ চাল আমদানির লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
দীর্ঘদিনের টানাপোড়েনের পর, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে আছে। গত আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যিক সম্পর্কও শুরু হয়েছে। এই চাল আমদানির মাধ্যমে পাঁচ দশকেরও বেশি সময় পর দুই দেশের সরকারের মধ্যে সরাসরি দ্বিপক্ষীয় বাণিজ্য পুনরায় শুরু হতে যাচ্ছে।
খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়া উদ্দিন আহমেদ আরব নিউজকে বলেন, ‘প্রথম চালানে ২৫ হাজার টন চাল আগামী ৩ মার্চ বাংলাদেশে পৌঁছাবে। ১৯৭১ সালের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার পর্যায়ে পাকিস্তান থেকে চাল আমদানি শুরু করল।’
এর আগে, পাকিস্তানের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগের শুরু হয় গত বছরের নভেম্বরে। সে সময় ১৯৭১ সালের পর প্রথমবারের মতো কোনো পাকিস্তানি কার্গো জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করে। বেসরকারি উদ্যোগে এই আমদানি ও রপ্তানির কার্যক্রম পরিচালিত হয়।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ও অধ্যাপক আমেনা মহসিন বলেন, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পুনরায় শুরু করা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, ‘আমরা চাই পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে যাক। আমরা সব সময় সম্পর্কের বহুমুখীকরণে গুরুত্ব দিই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বর্তমানে আমাদের ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে...এই প্রেক্ষাপটে পাকিস্তান থেকে চাল আমদানির সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
বাংলাদেশের চাল সংকট মোকাবিলায় পাকিস্তান থেকে আমদানির এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বন্যা ও অর্থনৈতিক অস্থিরতার কারণে ব্যাপক পরিমাণে চাল আমদানি করতে হচ্ছে যাতে বাজারে সংকট না দেখা দেয়। চাল আমদানির ক্ষেত্রে বাংলাদেশের প্রধান বাজার ভারত।
এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘বর্তমানে বাংলাদেশে চালের সংকট রয়েছে, তাই প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন উৎস থেকে চাল সংগ্রহ করা জরুরি। এই দৃষ্টিকোণ থেকে নতুন একটি উৎস খুঁজে পাওয়া আমাদের জন্য ইতিবাচক ব্যাপার।’
এর আগে, ১৪ জানুয়ারি পাকিস্তান থেকে জি-টু-জি ভিত্তিতে আতপ চাল আমদানি করার লক্ষ্যে বাংলাদেশের খাদ্য অধিদপ্তর ও ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দেশের চালের বাজার স্থিতিশীল এবং অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে এ সমঝোতা স্মারক এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল খালেক এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফিউ বশির শাহ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সে সময় খাদ্যসচিব মো. মাসুদুল হাসান, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের স্পেশাল সেক্রেটারি শাকিল আহমেদ মাঙ্গনিজো ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে সরকার। এই অর্থ দিয়ে আগামী ১৪ জানুয়ারি শরিয়াহভিত্তিক সুকুক বন্ড ইস্যু করা হচ্ছে। ইজারা পদ্ধতিতে ১০ বছরমেয়াদি এই বন্ড থেকে বছরে ৯ দশমিক ৭৫ শতাংশ মুনাফা মিলবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
২ মিনিট আগে
দেশের জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। এতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। কোনো বেসরকারি সংস্থা (এনজিও) গণভোট ইস্যুতে প্রচারে আর্থিক সহায়তা চাইলে ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর)
১ ঘণ্টা আগে
নেপাল ও বাংলাদেশ ঢাকায় বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক পুনরায় শুরু করতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়গুলো, বিশেষ করে প্রস্তাবিত দ্বিপক্ষীয় প্রেফারেনশিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি এবং এর আওতাভুক্ত পণ্যের তালিকার বিষয়টি পুনরায় আলোচনায় আসবে।
৬ ঘণ্টা আগে
ব্যাংক খাতকে ঘিরে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের নানামুখী পদক্ষেপ শেষ পর্যন্ত দীর্ঘদিনের ভয় ও অনিশ্চয়তা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। অনিয়ম-দুর্নীতি আর লুটপাটের অভিযোগে যে আস্থার সংকট তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে মানুষ আবার ব্যাংকমুখী হচ্ছে। একসময় আতঙ্কে তুলে নেওয়া নগদ টাকা এখন ফের জমা পড়ছে ব্যাংকে।
১৪ ঘণ্টা আগে