
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কেনা বিপুল পরিমাণ ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে চীন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য বলছে, চীন ২০২৩ সালে অন্তত ৭ হাজার ৪০০ কোটি ডলারের সমমূল্যের মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে প্রকাশিত দ্য ডেইলি এইচওডিএল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য বলছে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের আগ পর্যন্ত সময়ের মধ্যে মার্কিন ট্রেজারি বন্ডে চীনা বিনিয়োগের পরিমাণ ৮৪৯ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে কম।
কেবল চীন নয়, ২০২৩ সালে আরও কয়েকটি দেশ মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। এর মধ্যে ভারত বিক্রি করেছে ১৪০ কোটি ডলারের, ব্রাজিল বিক্রি করেছে ১২০ কোটি ডলারের এবং সৌদি আরব বিক্রি করেছে ৩০ কোটি ডলারের।
চীনের তরফ থেকে মার্কিন ট্রেজারি বন্ড ছেড়ে দেওয়ার এই তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ও চীন পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের ব্যবহার প্রায় বন্ধ করে দিয়েছে। লাভরভের বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ দুই দেশের লেনদেনের প্রায় ৯০ শতাংশই অনুষ্ঠিত হচ্ছে নিজ নিজ মুদ্রায়।’
গত বছর লাভরভ জানিয়েছিলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস বা সিআইএস নিজেদের মধ্যে বিনিয়ময়ের ক্ষেত্রে ডলার নির্ভরশীলতা অনেকটাই কাটিয়ে উঠেছে। তিনি বলেছিলেন, ‘আমরা ডলার থেকে দূরে সরে যাওয়ার যাত্রা শুরু করেছি। এখন পর্যন্ত হয়তো সেটি খুব দ্রুতগতির নয়, কিন্তু আমরা সেটি ত্বরান্বিত করব এবং এই প্রক্রিয়া অপরিবর্তনযোগ্য।’

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে কেনা বিপুল পরিমাণ ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে চীন। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের প্রকাশিত তথ্য বলছে, চীন ২০২৩ সালে অন্তত ৭ হাজার ৪০০ কোটি ডলারের সমমূল্যের মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস থেকে প্রকাশিত দ্য ডেইলি এইচওডিএল প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য বলছে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের আগ পর্যন্ত সময়ের মধ্যে মার্কিন ট্রেজারি বন্ডে চীনা বিনিয়োগের পরিমাণ ৮৪৯ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা ২০০৯ সালের পর সবচেয়ে কম।
কেবল চীন নয়, ২০২৩ সালে আরও কয়েকটি দেশ মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দিয়েছে। এর মধ্যে ভারত বিক্রি করেছে ১৪০ কোটি ডলারের, ব্রাজিল বিক্রি করেছে ১২০ কোটি ডলারের এবং সৌদি আরব বিক্রি করেছে ৩০ কোটি ডলারের।
চীনের তরফ থেকে মার্কিন ট্রেজারি বন্ড ছেড়ে দেওয়ার এই তথ্য এমন এক সময়ে প্রকাশিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, রাশিয়া ও চীন পারস্পরিক বাণিজ্যের ক্ষেত্রে ডলারের ব্যবহার প্রায় বন্ধ করে দিয়েছে। লাভরভের বক্তব্যের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ দুই দেশের লেনদেনের প্রায় ৯০ শতাংশই অনুষ্ঠিত হচ্ছে নিজ নিজ মুদ্রায়।’
গত বছর লাভরভ জানিয়েছিলেন, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর জোট কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটস বা সিআইএস নিজেদের মধ্যে বিনিয়ময়ের ক্ষেত্রে ডলার নির্ভরশীলতা অনেকটাই কাটিয়ে উঠেছে। তিনি বলেছিলেন, ‘আমরা ডলার থেকে দূরে সরে যাওয়ার যাত্রা শুরু করেছি। এখন পর্যন্ত হয়তো সেটি খুব দ্রুতগতির নয়, কিন্তু আমরা সেটি ত্বরান্বিত করব এবং এই প্রক্রিয়া অপরিবর্তনযোগ্য।’

চলতি অর্থবছরে উন্নয়ন খাতে ৮৫৬টি প্রকল্প রয়েছে; কিন্তু এর জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ চিত্র দেখা গেছে। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে ৪১৩, বৈদেশিক অর্থায়নে ১৫৭, সংস্থার নিজস্ব অর্থায়নে ৩৫, পিপিপির আওতাভুক্ত প্রকল্প ৮১ এবং জলবায়ু
১৩ ঘণ্টা আগে
রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান—এই তিন ক্ষেত্রেই গত পাঁচ বছরে অভাবনীয় সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ২০২১ থেকে ২০২৫—এই পাঁচ বছরে গড়ে ১৩ দশমিক শূন্য ৮ শতাংশ রাজস্ব আয় প্রবৃদ্ধির পাশাপাশি গড়ে ১৮ দশমিক ৪২ শতাংশ রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্রবন্দরটি।
১৪ ঘণ্টা আগে
সরকারি সম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দুর্বলতা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর অদক্ষ পরিচালনার কারণে দেশের অনিশ্চিত দায় বা কনটিনজেন্ট লায়াবিলিটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থ বিভাগের হিসাব অনুযায়ী, এ মুহূর্তে সরকারের এই দায় ৬ লাখ ৩৯ হাজার ৭৮২ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছেছে। এর বড় অংশই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান
১৪ ঘণ্টা আগে
দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
১৪ ঘণ্টা আগে